পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৪) ও অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রন্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, এদিকে আলোচ্য অর্থবছরে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.

৫২ টাকা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.২৯ টাকা। সে হিসাবে অলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.২৩ টাকা বা ৬.৯৯ শতাংশ।

অপরদিকে, ৬ মাস বা অর্ধবার্ষিক প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৯.৩৫ টাকা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৬.৫৯ টাকা। সে হিসাবে অলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ২.৭৬ টাকা বা ৪১.৮৮ শতাংশ।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯৫.৬৭ টাকা।

 

এনটি//

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

শেয়ার স্থানান্তর করবেন আলিফ ইন্ডাস্ট্রিজের পরিচালক আজিমুল ইসলাম

আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মো. আজিমুল ইসলাম পাঁচ লাখ শেয়ার স্থানান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার ও বোন লুবনা ইসলামের নামে এই শেয়ার স্থানান্তর করবেন তিনি।

ডিএসইর ওয়েবসাইটের ঘোষণায় আরও বলা হয়েছে, শেয়ারবাজারের সাধারণ লেনদেনের বাইরে হবে এই লেনদেন। অর্থাৎ পরিচালক আজিমুল ইসলাম এসব শেয়ার বোনকে উপহার দেবেন। ১৯ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার হস্তান্তর সম্পন্ন হবে।

গত এক বছরে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৬৬ টাকা ৯০ পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল ১৩৮ টাকা। এ ছাড়া ২০২৪ সালে কোম্পানিটি ১০ শতাংশ; ২০২৩ সালে ১৭ শতাংশ; ২০২২ সালে ১২ শতাংশ; ২০২১ সালে ১০ শতাংশ ও ২০২০ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ২০২৪ সালে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশও দিয়েছিল।

সম্পর্কিত নিবন্ধ

  • তিন মাসে ২৫ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র ভেঙেছেন মানুষ, কারণ কী
  • রোজার ৯ পণ্যের আমদানি বেড়েছে
  • চুয়েটে স্নাতক ভর্তি পরীক্ষায় সেরা হলেন যাঁরা
  • আপেল, কমলা, আঙুরসহ তাজা ফলের শুল্ক–কর কমানোর সুপারিশ
  • তিন বিষয়ে গুরুত্ব দিয়ে তৈরি হচ্ছে বাজেট
  • শেয়ার স্থানান্তর করবেন আলিফ ইন্ডাস্ট্রিজের পরিচালক আজিমুল ইসলাম
  • ২৫ হাজার টন সুগন্ধি চাল রপ্তানির সিদ্ধান্ত
  • স্বাস্থ্যসেবায় বরাদ্দ কমে অর্ধেক
  • দ্বিতীয় প্রান্তিকে লোকসান বেড়েছে বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের
  • তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ দেবে ফেলোশিপ, আবেদন শেষ কাল বৃহস্পতিবার