জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতিদের মতবিনিময় নতুন নয়। তবে অধিনায়কদের মতামত জানতে চেয়ে একসঙ্গে বসার ঘটনা নতুন। দেশের ক্রিকেটের বড় স্টেকহোল্ডারদের সঙ্গে গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মতবিনিময় করেন সভাপতি ফারুক আহমেদ। মতবিনিময় সভা হলেও অলিখিত মিটিংও বলছেন কেউ কেউ। কারণ বিসিবি সভাপতি অধিনায়কদের কাছে বিপিএল, জাতীয় লিগ, ঢাকা লিগ, স্কুল ক্রিকেটের মানোন্নয়নে করণীয় সম্পর্কে পরামর্শ চেয়েছেন। অভিজ্ঞতার ঝুলি থেকে অধিনায়করাও নিজেদের মতামত দিয়েছেন। তাদের বেশির ভাগের চাওয়া টি২০ ক্রিকেট দিয়ে মৌসুম শুরু করা। আইএল টি২০ ও এসএ২০ লিগের সঙ্গে সংঘর্ষ এড়াতে বেশির ভাগের পরামর্শ বিপিএলের স্লট এগিয়ে আনার পক্ষে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে বিপিএলের স্লট দেওয়া আছে ডিসেম্বর-জানুয়ারি। এই স্লট ২০২৭ সাল পর্যন্ত কার্যকর থাকবে বলে জানান বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস। তাই বিপিএল স্লট নভেম্বর-ডিসেম্বরে আনতে হলে নতুন করে আইসিসির অনুমোদন নেওয়ার ব্যাপার আছে। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার জানান, বিসিবি সভাপতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে সদস্য দেশগুলোর সঙ্গে স্লট নিয়ে কথা বলতে চান।
তিনি বলেন, ‘ফারুক ভাই নিজেও একজন অধিনায়ক। তিনি আমাদের মতামতকে গুরুত্ব সহকারে নিয়েছেন। তিনি জানতে চেয়েছিলেন, কীভাবে বিপিএলকে ভালোভাবে পরিচালনা করা যায়। ঘরোয়া ক্রিকেটের অগ্রগতিতে পরামর্শ চেয়েছেন। আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে বলেছি। ফারুক ভাই নোট নিয়েছেন। এ থেকে বোঝা যায়, অধিনায়কদের মতামতকে গুরুত্ব দিচ্ছেন তিনি। বিপিএল ফোকাসে থাকার কারণ হলো– টুর্নামেন্টের মানোন্নয়ন করতে হলে স্লট এগোতে হবে। ভালোমানের বিদেশি ক্রিকেটার পেতে চাইলে আইএল টি২০ বা এসএ২০ লিগের স্লট এড়াতে হবে। কারণ, এ দুটি লিগে আইপিএলের তিন-চারটি দল খেলে। ওখানে টাকা বেশি, আইপিএলে খেলা বিদেশিদের একটা বাধ্যবাধকতা থাকে। এ ক্ষেত্রে বিপিএল ডিসেম্বরে করা গেলে ভালো। বিসিবি সভাপতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে অন্য বোর্ড সভাপতির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। আশা করি, একটি সুন্দর সমাধান হবে।’
জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন জানান, একাদশ বিপিএলের সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে। যেটা টুর্নামেন্টের শৃঙ্খলা ফেরাতে সহায়ক হবে। তিনি বলেন, ‘সেপ্টেম্বরের শেষ দিকে এনসিএল টি২০ লিগ করার চিন্তা, অক্টোবরের ১৫ তারিখ থেকে জাতীয় লিগের খেলা। চার রাউন্ড হবে। বাকি তিন রাউন্ড হবে বিপিএল শেষে। এতে করে টেস্ট ক্রিকেটারদের লম্বা সময় বিরতি দিতে হবে না।’ বিপিএলকে আকর্ষণীয় করতে ছয়টি দল রাখার পরামর্শ দিয়েছেন অনেকে। অধিনায়কদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ মেয়াদে ফ্র্যাঞ্চাইজি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি সভাপতি।
বিসিবি সভাপতির সঙ্গে মতবিনিময় সভায় গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, হাবিবুল বাশার, রাজিন সালেহ, শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, মুমিনুল হক ও লিটন কুমার দাস সশরীরে উপস্থিত ছিলেন। খালেদ মাসুদ পাইলট, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান জুমে যুক্ত হয়েছিলেন।
আশরাফুল নিজের মতামতে বলেছেন, ‘ফারুক ভাই জানতে চেয়েছিলেন, ঘরোয়া ক্যালেন্ডার কেমন হওয়ায় উচিত। আমাদের মৌসুম শুরু হয় চার দিনের ক্রিকেট দিয়ে। আমি মনে করি, মৌসুম শুরু হওয়া উচিত টি২০ দিয়ে। কারণ অক্টোবরে বৃষ্টির প্রভাব থাকে। চার দিনের ছয়টি ম্যাচের দুটি অন্তত খেলা হয় না। টি২০ দিয়ে শুরু হলে বৃষ্টি বন্ধ হলে খেলতে পারবে। এনসিএল টি২০ দিয়ে শুরু হলে বিপিএল ফ্র্যাঞ্চাইজিরাও খেলোয়াড় নির্বাচন করতে পারবে মাঠের পারফরম্যান্স দেখে। এ ছাড়া বলেছি, বিপিএল চলাকালে এক থেকে দেড়শ খেলোয়াড় ঘরে বসে থাকে। মুমিনুলের মতো খেলোয়াড় প্রায় ৪৫ দিন ঘরে বসে ছিল। অনেক কোচ আছে, যারা বিপিএলে দল পায় না। তাদের দিয়ে রাজশাহী বা বগুড়াতে বিসিবির তত্ত্বাবধানে আরেকটি টুর্নামেন্ট হতে পারে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল দ র মত মত ট ২০ দ য় প এল র ব প এল
এছাড়াও পড়ুন:
জুলাই আন্দোলন চলাকালে ধর্ষণের অভিযোগ
জুলাই আন্দোলন চলাকালে ছাত্রলীগের কর্মীদের কাছে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, উমামা ফাতেমা, নুসরাত তাবাসসুমসহ অন্যদের বিষয়টি জানালেও কাউকে পাশে না পাওয়ার অভিযোগও করেছেন তিনি।
শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে ‘জুলাই গণঅভ্যুত্থানে নারীদের সম্মুখ ভূমিকা’ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি করেন তিনি। প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (পুনাব) এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে ওই শিক্ষার্থী বলেন, ৪ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের চাষাড়া গোল চত্বর থেকে ছাত্রলীগের ২০ থেকে ২৫ জনের একটি দল আমাকে তুলে নিয়ে যায়। তারা আমাকে কলেজ রোডের পেছনে আজমেরি ওসমানের বাসার নিচের একটি অফিসে নিয়ে যায়। সেখানে তারা আমাকে অনেক গালিগালাজ করে। গালিগালাজের এক পর্যায়ের অফিস থেকে সবাই বেরিয়ে যায়। তবে দুইজন অফিসে ছিলেন। তারা সেখানে আমাকে ধর্ষণ করে। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
সমন্বয়কদের ধর্ষণের বিষয়টি জানিয়েও কোনো সাহায্য পাননি বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থী। তিনি বলেন, উমামা ফাতেমাকে যখন জানাই, তখন তিনি বলেন- ‘ও তোমার সঙ্গে অনেক খারাপ হইছে, দেখব বিষয়টা।’ নুসরাত তাবাসসুমকে যখন বলি, তখন তিনি বলেন- ‘আমাকে হোয়াটসঅ্যাপে নক দিস।’ এরপর তাকে একাধিকবার মেসেজ করেছি। তিনি মেসেজ সিন করে রেখে দিয়েছেন। সারজিসও হোয়াটসঅ্যাপে নক দিতে বলেছিল। তিনি দায়িত্ব নিয়েছিলেন। তবে সারজিস ভাইও কোনো কিছু করেননি।
ওই শিক্ষার্থীর অভিযোগ, আমার এই ঘটনা এমন কেউ নেই যে জানে না। যাদের কারণে আমার জীবন শেষ হয়ে গেছে তারা এখনও ঘুরে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই আন্দোলনের পরও আমাদের বৈষম্যের শিকার হতে হয়। সন্তানের পরিচয় নিশ্চিত করার জন্য আমি একজন বয়স্ক ব্যক্তিকে বিয়ে করেছি। গত ডিসেম্বরে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে। জুলাই আন্দোলনের ছয় মাস পার হলেও আমি ন্যায্য বিচার পাইনি।
ওই শিক্ষার্থীর অভিযোগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। আহনাফ নামে একজন বিষয়টি নিয়ে সমালোচনা করে একটি পোস্ট দেন। এর পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম আহনাফের পোস্টটি শেয়ার করে লেখেন, আদৃতাকে একবার আমার সামনে এনে অভিযোগ করতে বলেন যে- তাকে সাহায্য করতে চাওয়া হয়নি। আদৃতাকে সব রকম সাহায্য দিতে চাওয়া হয়েছিল, তার পরিবারের সঙ্গে কথা বলে তার সুচিকিৎসা, নারায়ণগঞ্জের ঘটনাস্থলে তদন্ত, মামলা সবকিছুর কথা বলা হয়েছিল।
তিনি আরও লেখেন, কিন্তু সে চেয়েছিল অন্য কিছু, কিন্তু তার অনুমতি ব্যতিরেকে আমি সেটা প্রকাশ করতে পারছি না। আদৃতাকে বলুন নাম নিয়ে অভিযোগ করতে, অন্যথায় তার স্টেটমেন্ট এবং আপনার বিরুদ্ধে না জেনে অভিযোগ করার নিন্দা একসঙ্গে উপযুক্ত স্থানে পৌঁছে দেয়া হবে।