উত্তরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে আরোহী দম্পতির মৃত্যু
Published: 18th, February 2025 GMT
রাজধানীর উত্তরা পূর্ব এলাকায় মোটরসাইকেলে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় আব্দুর রহমান রাব্বি (২২) ও কালিমা আকরাম মীম (২০) নামে এক দম্পতি নিহত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে মোটরসাইকেলে অজ্ঞাত ট্রাক ধাক্কা দিলে এ দম্পতি দুর্ঘটনায় পতিত হন। পরে গুরুতর আহত অবস্থায় বন্ধুবান্ধব ও পথচারীরা উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসেন। রাত পৌনে ৩ টার দিকে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ৭ টার দিকে তার স্ত্রী মিমও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতদেরকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মানিক হোসেন বলেন, “রাতে এই দম্পতি মোটরসাইকেলে টঙ্গী থেকে উত্তরা যাওয়ার পথে উত্তরাপূর্ব বিএনএস সেন্টারের সামনে একটি অজ্ঞাত ট্রাক পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তারা আইল্যান্ডে আঘাত লেগে গুরুতর আহত হয়। আমরা খবর পেয়ে দম্পতিকে রাতে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক রাব্বিকে মৃত বলে জানান ও মিম সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।”
তিনি জানান, মৃত রাব্বি টঙ্গীর পশ্চিম রসুলবাগ আউচপাড়ার মোক্তার হোসেনের বাড়ির আব্দুর রবের ছেলে। রাব্বির স্ত্রী মিম গাজীপুরের গোপালপুর ছোট মসজিদ টিএন্ডটি টঙ্গী পূর্ব এলাকার আব্দুল করিমের মেয়ে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, “উত্তরা থেকে সড়ক দুর্ঘটনায় এক দম্পতিকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।”
ঢাকা/বুলবুল/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এয়ার ইন্ডিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী
ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তাঁর কাছে ভাঙা সিটের টিকিট বিক্রি করেছে এয়ার ইন্ডিয়া।
গতকাল শনিবার এ নিয়ে ক্ষোভ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, এয়ার ইন্ডিয়া ‘যাত্রীদের সঙ্গে প্রতারণা’ করছে।
তিনি জানান, ভাঙা সিটের ব্যাপারে বিমানের এক ক্রুকে জিজ্ঞেস করা হলে তাঁকে বলা হয়, সিটটিতে যে ত্রুটি রয়েছে, সেটি সংস্থাকে জানানো হয়েছিল। এর টিকিট বিক্রি না করতেও বলা হয়েছিল।
এক্সে শিবরাজ সিং লেখেন, ‘পুসার কিষাণ মেলা উদ্বোধন করতে আজ আমার ভোপাল থেকে দিল্লি আসতে হয়। সেখানে বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আমার আলোচনা হয়। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নাম্বার এআই৪৩৬ এ একটি টিকিট বুক করি। আমাকে ৮সি সিটটি দেওয়া হয়। বসতে গিয়ে দেখি সিটটি ভাঙা; নিচু হয়ে আছে। সেখানে বসতে অস্বস্তি হচ্ছিল।’ এনডিটিভি।