সিরাজগঞ্জে ৯ ইট ভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা
Published: 18th, February 2025 GMT
ছাড়পত্র না থাকা ও পরিবেশ দূষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জ সদর এবং রায়গঞ্জের ৯টি ইট ভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ইট ভাটার চিমনি এক্সকাভেটর (খনন যন্ত্র) দিয়ে ভেঙে দেওয়া হয় এবং একটি ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম এতথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল সোমবার দিনব্যাপী সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
আরো পড়ুন:
সিলেটে কাচ্চি ডাইনকে লাখ টাকা জরিমানা
কুষ্টিয়ায় ২ ইন্টার্ন চিকিৎসককে জরিমানা
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, জেলার ৯টি ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানাম একটির চিমনি সম্পূর্ণ ভেঙে ফেলা ও আরেকটি বন্ধ করা হয়েছে। ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুন।
পরিবেশ অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিছু ইট ভাটার মালিক পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েই ইট পুড়াচ্ছিলেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, র্যাব-১২ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে রায়গঞ্জ উপজেলার এইচ এস ব্রিকসকে পাঁচ লাখ, এইচ আলী ব্রিকসকে পাঁচ লাখ, মেসার্স সুরমা ব্রিকসকে পাঁচ লাখ, এসএনবি ব্রিকসকে চার লাখ, সান ব্রিকসকে পাঁচ লাখ, হিরো ব্রিকসকে পাঁচ লাখ, সুপার ব্রিকসকে দুই লাখ ৫০ হাজার, রেজা ব্রিকস দুই লাখ ৫০ হাজার এবং সদর উপজেলার মেসার্স রাইন ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানা ও আংশিক চিমনি ভেঙে ফেলা হয়। জেনিন ব্রিকসের চিমনি এক্সকাভেটর মেশিন দিয়ে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে ও আলফা ব্রিকস বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঢাকা/অদিত্য/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইট ভ ট স র জগঞ জ ইট ভ ট
এছাড়াও পড়ুন:
খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রতি আসনে ৯৭ জন
ফাইল ছবি