‘গুডবাই জুন’ দিয়ে পরিচালনায় অভিষেক হচ্ছে কেট উইন্সলেটের
Published: 18th, February 2025 GMT
নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অস্কার জয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। নেটফ্লিক্সের 'গুডবাই জুন'-চলচ্চিত্র দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করছেন তিনি। পাশাপাশি সিনেমাটি প্রযোজনা ও এতে অভিনয়ও করবেন কেট।
কেট ছাড়াও এতে অভিনয় করেছেন টনি কোলেট, জনি ফ্লিন, অ্যান্ড্রিয়া রাইজবোরো, টিমোথি স্প্যাল ও হেলেন মিরেন। ছবিটির চিত্রনাট্য লিখেছেন উইন্সলেটের ছেলে জো অ্যান্ডারস।
কেটের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন কেট সলোমন।
কেটের নতুন সিনেমা 'লি'-এরও প্রযোজক ছিলেন সলোমন। সিনেমাটি মডেল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফটোগ্রাফারে পরিণত হওয়া মার্কিন আলোকচিত্রী এলিজাবেথ লি মিলারের বায়োপিক। কেট এতে এলিজাবেথ লি মিলারের ভূমিকায় অভিনয় করেন।
কেট এই চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব মনোনয়ন পেয়েছেন এবং 'লি' বছরের সেরা ব্রিটিশ চলচ্চিত্র বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করে।
নেটফ্লিক্স 'গুডবাই জুন'কে একটি 'মর্মস্পর্শী, তবে হাস্যকর' হিসেবে বর্ণনা করেছে। শিগগিরই যুক্তরাজ্যে এর নির্মাণ কাজ শুরু হবে।
এর আগে 'লি' সিনেমার প্রচারণার সময় 'হাউ টু ফেইল' পডকাস্টে এলিজাবেথ ডে'র সঙ্গে আলাপকালে কেট জানান, আগে না চাইলেও এখন তিনি ক্যামেরার পিছনে কাজ করতে চান।
তিনি জানান, এতদিন অনেকেই আমাকে জিজ্ঞেস করতেন কেন আমি সিনেমা পরিচালনা করছি না। এতদিন আমি এই অনুরোধ করতে নিষেধ করতাম।
নারী পরিচালকদের উদ্দেশে কেট বলেছেন, আমরা যত বেশি এটা (পরিচালনা) করব, তত বেশি অন্যরা এই কাজে আসার অনুপ্রেরণা পাবে।
'লি' ছাড়াও কেট সম্প্রতি এইচবিওর লিমিটেড সিরিজ 'দ্য রেজিম'-এ অভিনয় করেন। এতে অভিনয়ের জন্যও তিনি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং একই অনুষ্ঠানে একাধিক চরিত্রের জন্য মনোনয়ন পাওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেন।
২০০৯ সালে 'দ্য রিডার' ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর অস্কার জেতেন কেট উইন্সলেট।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
ইংলিশের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রেকর্ড গড়া জয়
চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েও জয় পেল না ইংল্যান্ড। বেন ডাকেটের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ৩৫১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল ইংলিশরা। কিন্তু জস ইংলিশের সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ৫ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটিই রান তাড়া করা সবচেয়ে বড় জয়। এর আগে ২০১৭ সালে ভারতের দেওয়া ৩২২ রানের জবাব দিতে নেমে জয় তুলে নিয়েছিল শ্রীলঙ্কা।
শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। শুরুতেই ফিল সল্ট (১০) ও জেমি স্মিথের (১৩) উইকেট হারালেও দলের হাল ধরেন বেন ডাকেট ও জো রুট। তৃতীয় উইকেটে ১৫৮ রানের দুর্দান্ত জুটি গড়েন তারা। রুট ৬৮ রান করে এলবিডব্লিউর শিকার হন, কিন্তু ডাকেট ছিলেন আরও ভয়ংকর। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলে ১৬৫ রান করে ফেরেন তিনি। শেষ দিকে জোফরা আর্চারের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫১ রান করে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে বেন ডোয়ারশুইস, অ্যাডাম জ্যাম্পা ও মারনাস লাবুশেন ২টি করে উইকেট নেন।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ৬ রান করে ফেরেন ট্রাভিস হেড, আর ৫ রান করেন অধিনায়ক স্টিভেন স্মিথ। তবে এরপর ম্যাথিউ শর্ট ও লাবুশেনের ব্যাটে ঘুরে দাঁড়ায় দল। শর্ট ৬৩ রান করে আউট হলেও লাবুশেন (৪৭) ও অ্যালেক্স ক্যারি (৬৯) দলের ভিত গড়ে দেন।
এরপর আসল কাজটা করেন জস ইংলিশ। ৭৭ বলে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ দিকে গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো ১৫ বলে ৩২ রান আর ইংলিশের ৮৬ বলে অপরাজিত ১২০ রানের ইনিংসে ভর করে ৪৭.৩ ওভারে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে উইকেট শিকার করেন মার্ক উড, জোফরা আর্চার, ব্রাইডন কার্স, আদিল রশিদ ও লাইম লিভিংস্টোন।