বইমেলায় অপূর্ব খন্দকারের বই ‘নিজেই হয়ে যান ইন্টেরিয়র ডিজাইনার’
Published: 18th, February 2025 GMT
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে অপূর্ব খন্দকারের বই ‘নিজেই হয়ে যান ইন্টেরিয়র ডিজাইনার’। বইটি প্রকাশ করেছে আল হামরা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন লেখক নিজেই।
অপূর্ব খন্দকার বলেন, ‘‘ইট পাথরের এই ধূসর শহরে নিজের একমাত্র শান্তির জায়গা নিজের বাসগৃহ। নিজের এই শান্তির জায়গাটুকু আরামদায়ক, রুচিশীল ও আনন্দময় করতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। সৃষ্টির সেরা প্রতিটি মানুষের মধ্যেই আছে সৃষ্টিশীলতা। সেই সৃষ্টিশীলতা ও রুচিবোধ কাজে লাগিয়ে আপনার নিজের পছন্দের স্পেসটুকু সাজিয়ে গুছিয়ে রাখার নির্দেশনা রেখেছি আমার অভিজ্ঞতার আলোকে। এখানে আমি চেষ্টা করেছি ইন্টেরিয়র ডিজাইন ও ডিজাইনারদের নিয়ে আমাদের মধ্যবিত্ত সমাজের যে ধ্যানধারণা আছে তারও কিছুটা পরিবর্তন ঘটাতে।’’
লেখক আরও বলেন, ‘‘আপনার অন্দর সজ্জা ও ইন্টেরিয়র প্ল্যানিংএ বইটি কিছুটা হলেও ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।’’
আরো পড়ুন:
বিশ্ব সাহিত্যের ম্যাপিংয়ে বাংলা সাহিত্যের অবস্থান দৃশ্যত তৈরি হয়নি: মোজাফ্ফর হোসেন
কবি গালিব রিমান্ডে, ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি চান বিশিষ্টজনেরা
বইটির মূল্য রাখা হয়েছে ৮০০ টাকা।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঈদে ভার্সেটাইল মিডিয়ার তারকাবহুল আয়োজন
ঈদের আনন্দকে আরও বেশি রঙিন করতে ভার্সেটাইল মিডিয়া নিয়ে আসছে তারকাবহুল তিন নাটক। যে নাটকগুলোতে থাকছেন এই সময়ের সেরা নাট্যকার, নির্মাতা ও অভিনয়শিল্পীদের অংশগ্রহণ। এতে অভিনয় করেছেন মুশফিক ফারহান, অর্চিতা স্পর্শিয়া, নিলয় আলমগীর, হিমি, আরশ খান ও তাসনুভা তিশা।
তিনটি বৈচিত্র্যময় গল্পের এই নাটকের একটি ‘প্রতিদান’। ফেরারি ফরহাদের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন শাহ মুহাম্মদ রাকিব। প্রবাসী এক তরুণের দেশে ফেরার পর তার অর্থ ও সম্পর্কের ক্রাইসিস নিয়ে এগিয়েছে এর গল্প। যে গল্পে প্রবাসী তরুণের চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান। তার বিপরীতে আছেন অর্চিতা স্পর্শিয়া। এতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, শিল্পী সরকার অপু, হিমে হাফিজ ও নিকোল কুমার মণ্ডলসহ অনেকেই।
নাটকে এই সময়ের অন্যতম আলোচিত জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। এই জুটিকে নিয়ে ভার্সেটাইল মিডিয়ার নিয়ে আসছে নাটক ‘সামার ভ্যাকেশন’। নাটকটি মূলত কিছুটা কমিডি ঘরানার। কিন্তু তাতে নেই কোনো ভাড়ামি। শহরে বড়লোক বাবার উড়ণচণ্ডি এক জীবনকে উপভোগ করতে গ্রামে যান। এর ঘটে নানা ঘটনা। মূলত নাটকটির গল্পে অজপাড়া গায়ে সুন্দর একটি গল্প চিত্রায়িত হয়েছে এতে। নির্মাতা মাহমুদ হাসান রানার পরিচালনায় এতে নিলয়-হিমি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবরিনা রনি,জুলফিকার চঞ্চল, ইমরান আজান, আশরাফুল ইসলাম বাবু, মোহিত তমালসহ অনেকেই।
তরুণ অভিনেতা আরশ খানের সঙ্গে তাসনুভা তিশাকে জুটি করে নির্মাতা সকাল আহমেদ নির্মাণ করেছেন নাটক ‘পাপজন্ম’। নির্মাতার ভাষ্যে, একটি চমকপ্রদ গল্প, দুর্দান্ত অভিনয় আর অসাধারণ নির্মাণশৈলী দেখা যাবে নাটকটিতে। এতে বিভিন্ন চরিত্রে আরশ-তাসনুভা তিশা ছাড়াও আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু,রকি খান, শম্মা নিজাম, শাখাওয়াত শোভন,মনোজ রয়সহ অনেকেই।
চাঁদরাত থেকে নাটকগুলো ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে।