বিএনপি ও জামায়াতের ডাকে দোটানায় ইসলামি দলগুলো
Published: 18th, February 2025 GMT
বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থী দলগুলোকে নিয়ে মৈত্রী গড়ার চেষ্টা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইভাবে বিএনপিও তৎপর নির্বাচনী যাত্রায় ইসলামপন্থীদের পাশে পেতে।
সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নির্বাচন ঘিরে এ দুটি দলের তৎপরতায় ইসলামি দলগুলোর মধ্যে দোটানা ভাব দেখা দিয়েছে। আগামী নির্বাচনে কী ধরনের ভূমিকা নেওয়া সঠিক হবে, তা নিয়ে আলোচনা আছে এসব দলে। যদিও দলগুলোর সব উদ্যোগই এখনো প্রাথমিক পর্যায়ে।
বিএনপি তৎপর ইসলামপন্থী দলগুলোকে পাশে রেখে প্রয়োজনে ‘আসন সমঝোতা’ করে নির্বাচনী মাঠে যেতে। অন্যদিকে ইসলামপন্থীদের ভোট ‘এক বাক্সে’ আনার চিন্তা নিয়ে অগ্রসর হচ্ছে জামায়াত ও চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ লক্ষ্যে দুই পক্ষই পৃথক তৎপরতা শুরু করেছে। ইতিমধ্যে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের সঙ্গে আলাদা বৈঠক করেছে বিএনপি। শিগগির অন্যান্য ইসলামপন্থী দলের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
বিএনপির উচ্চপর্যায়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বিগত ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে সেভাবে সক্রিয় ছিল না, এমন ইসলামি দলগুলোর সঙ্গেও বৈঠক করার সিদ্ধান্ত রয়েছে বিএনপির। এ জন্য স্থায়ী কমিটির একজন জ্যেষ্ঠ সদস্যকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে জামায়াত প্রকাশ্যে তৎপরতা না চালালেও নির্বাচন ঘিরে ভেতরে-ভেতরে বিভিন্ন দলের সঙ্গে রাজনৈতিক মৈত্রী গড়ার চেষ্টা করছে। দলটির এই ঐক্য প্রচেষ্টার সঙ্গে ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা রয়েছে বলে ইসলামপন্থীদের মধ্যে আলোচনা আছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই জামায়াতের আমির বিভিন্ন ইসলামি দল ও সংগঠনের নেতাদের সঙ্গে কয়েক দফায় শুভেচ্ছা বিনিময় করেন। এরপর দলটি বিভিন্ন ইসলামি বক্তা, আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের সঙ্গেও পৃথক মতবিনিময় করে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পরবর্তী রাজনৈতিক লক্ষ্য স্থির করেই জামায়াত এ কার্যক্রম শুরু করে। দীর্ঘদিনের বিরোধ এড়িয়ে চরমোনাই পীরের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও আতিথেয়তা গ্রহণের ঘটনা ওই কার্যক্রমেরই অংশ।
বিএনপি তৎপর ইসলামপন্থী দলগুলোকে পাশে রেখে প্রয়োজনে ‘আসন সমঝোতা’ করে নির্বাচনী মাঠে যেতে। অন্যদিকে ইসলামপন্থীদের ভোট ‘এক বাক্সে’ আনার চিন্তা নিয়ে অগ্রসর হচ্ছে জামায়াত ও চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক প্রথম আলোকে বলেন, ‘আপাতত যেটা মনে করছি, বিএনপি জোট করবে কি না, সন্দেহ আছে। তারা বিভিন্ন ইসলামি দলের বড় নেতাদের আসন দিয়ে সমঝোতার চেষ্টা করবে; কিন্তু তাতে বিএনপি তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে মনে হয় না। অন্যদিকে জামায়াত ও ইসলামী আন্দোলন অতীতের তিক্ততা মিটিয়ে এখন ঘনিষ্ঠ। তারা ইসলামপন্থীদের ভোট “এক বাক্সে” দেওয়ার যে উদ্যোগ নিয়েছে, এটার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে। সব ইসলামি দল ঐক্যবদ্ধ হলে এটা অসম্ভব মনে করি না।’
দেশের ধর্মভিত্তিক প্রধান ইসলামি দল জামায়াত। এর পরেই রয়েছে ইসলামী আন্দোলন। নির্বাচন সামনে রেখে দল দুটি ঘনিষ্ঠ হয়েছে। সম্প্রতি ইসলামী আন্দোলনের প্রধান নেতা সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের বরিশালের বাড়িতে যান জামায়াতের আমির শফিকুর রহমান। এরপর বিভিন্ন বিষয়ে দল দুটির শীর্ষ নেতৃত্বের বক্তব্য এবং আগামী নির্বাচন ও সংস্কার প্রশ্নে প্রায় অভিন্ন অবস্থান প্রকাশ পায়। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন। ‘ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো পরস্পর আঘাত করে কথা না বলা’সহ ১০টি বিষয়ে একমত হন তাঁরা। কার্যত এ দুটি ঘটনার মধ্য দিয়েই নির্বাচন সামনে রেখে বিএনপি ও জামায়াতের পৃথক তৎপরতা প্রকাশ পায়।
তারা ইসলামপন্থীদের ভোট “এক বাক্সে” দেওয়ার যে উদ্যোগ নিয়েছে, এটার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে। সব ইসলামি দল ঐক্যবদ্ধ হলে এটা অসম্ভব মনে করি না।বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকজামায়াতে ইসলামীর সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক মৈত্রী ছিল বিএনপির। দল দুটি একসঙ্গে জোটবদ্ধ আন্দোলন, নির্বাচন ও সরকারেও ছিল; কিন্তু জুলাই-আগস্টের গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব দেখা দেয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগামী জাতীয় নির্বাচনই এর মূল কারণ। জামায়াত এবার অন্যান্য ইসলামি দলের সঙ্গে সখ্য গড়ে ঐক্যবদ্ধ নির্বাচন করতে চায়।
কথা বলে জানা গেছে, জামায়াতে ইসলামী ছাড়া অন্য ইসলামি দলগুলোর সঙ্গে সমঝোতা করে নির্বাচন করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপিও। দুটি দলের পৃথক তৎপরতায় ইসলামপন্থী দলগুলোর অনেকে দোটানায় পড়েছে। এমন প্রেক্ষাপটে বিএনপি ও জামায়াতের পাশাপাশি ইসলামি দলগুলোও পরস্পর বৈঠকে মিলিত হচ্ছে। ইতিমধ্যে আমার বাংলাদেশ (এবি) পার্টির সঙ্গে খেলাফত মজলিস বৈঠক করেছে। তার আগে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের বৈঠক হয়েছে। দল দুটির নেতারা জানিয়েছেন, বৈঠকে আগামী নির্বাচনে ইসলামী দলের ভোট ‘এক বাক্সে’ করার বিষয়ে তাঁরা মতবিনিময় করেছেন। এ ছাড়া ইসলামি ও দেশপ্রেমী দলগুলোর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য তাঁরা নিজ নিজ অবস্থান থেকে কাজ করার বিষয়ে একমত হয়েছেন।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু প্রথম আলোকে বলেন, নির্বাচনে একটি বড় জোট করা যায় কি না, সংস্কার ও নির্বাচন নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তা নিরসনে কোনো ভূমিকা রাখা যায় কি না, এসব বিষয়ে আলোচনা হয়েছে।
অবশ্য জামায়াত ও বিএনপির পৃথক তৎপরতার মধ্যে অন্য ইসলামি দলগুলোর তৎপরতা নিয়ে ইসলামপন্থীদের মধ্যে নানা আলোচনা আছে। কেউ কেউ মনে করছে, পৃথক তৎপরতা চালিয়ে কোনো কোনো দল নির্বাচনকেন্দ্রিক রাজনীতিতে একটা অবস্থান তৈরি করতে চাইছে। এমন কথাও বলাবলি আছে, যেহেতু বিএনপির সঙ্গে জামায়াতের একটা দূরত্ব তৈরি হয়েছে, তাতে আগামী নির্বাচনে বিএনপির সমর্থনে থাকলে সমঝোতায় কিছু আসন পাওয়া যেতে পারে। এ কারণে কোনো কোনো দলের বিএনপির সমর্থনে থাকার সম্ভাবনা রয়েছে।
যদিও একমাত্র ইসলামী আন্দোলন ছাড়া একসময় জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপির সঙ্গে জোটে ছিল। বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে তারা জোট থেকে বেরিয়ে যায়।
এ বিষয়টির উল্লেখ করে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘কেন তারা (ইসলামি দল) বিএনপির জোট থেকে বেরিয়ে এল, নিশ্চয়ই প্রতিকূল অবস্থা তৈরি হয়েছিল। আবার বিএনপি আন্তরিক হলে তাদের তো বের হয়ে আসারও কথা না। ইসলামি দলগুলোকে অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত। প্রকৃত সত্য হচ্ছে, বিএনপি বা আওয়ামী লীগের সঙ্গে গিয়ে কোনো দলই শক্তিশালী হয়নি; বরং দুর্বল হয়েছে। আমরা মনে করি, এখন ইসলামি দলগুলোকে নিজেদের স্বার্থেই ঐক্যবদ্ধ হতে হবে।’
নির্বাচনে একটি বড় জোট করা যায় কি না, সংস্কার ও নির্বাচন নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তা নিরসনে কোনো ভূমিকা রাখা যায় কি না, এসব বিষয়ে আলোচনা হয়েছে।এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুআগামী জাতীয় নির্বাচনের সময়ক্ষণ নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা বিতর্ক চলছে। এর মধ্যেই বিএনপি এবং জামায়াতের পাশাপাশি ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোও পরস্পর মতবিনিময় করছে।
এতে ইসলামি দলগুলোতে কোনো ধরনের দোটানা অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন না জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ১৩ ফেব্রুয়ারি প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে তিনি বলেন, ‘আমি মনে করি না এতে কোনো দোটানা অবস্থার তৈরি করছে। কারণ, সবাইকে (ইসলামি দলগুলো) আমি যথেষ্ট ইন্টেলিজেন্ট মনে করি, ম্যাচিউরড মনে করি। সবাই সবকিছু দেখে, চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবে।’
অবশ্য বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জাতীয় সরকার গঠনের ধারণা নিয়েই এগোচ্ছে বলে জানান বিএনপির লিয়াজোঁ কমিটির অন্যতম নেতা ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি প্রথম আলোকে বলেন, ‘গণতন্ত্র সম্পর্কে বিএনপির ধারণা অত্যন্ত পরিষ্কার। গণতন্ত্র মানে হলো সবার মতপ্রকাশের স্বাধীনতা। ওই বিশ্বাস থেকে মনে করি, যাঁরা ইসলামকে পছন্দ করেন, তাঁরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামি রাজনীতি করতে পারেন। বিগত দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কোনো জোট ছিল না। অনেকে যুগপৎ আন্দোলনে ছিল। আমরা বলেছি, তাদের সঙ্গে নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনা করব।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন য ইসল ম এক ব ক স য় ইসল ম র রহম ন দলগ ল ক ল ইসল ম ন ইসল ম দল র স দল দ ট র আম র সমঝ ত অবস থ
এছাড়াও পড়ুন:
মাধবপুরে ঈদ ঘিরে পুলিশের তৎপরতা
হবিগঞ্জের মাধবপুরে ঈদে চুরি, ছিনতাই ও বিভিন্ন অপরাধ ঠেকাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। সিলেট বিভাগের প্রবেশদ্বার ঢাকা-সিলেট মহাসড়কে অপরাধ ঠেকাতে নির্মাণ করা হয়েছে দুটি অস্থায়ী ওয়াচ টাওয়ার। এর ফলে মাধবপুর বাস টার্মিনাল, হাট বাজারসহ বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে এসেছে। আগে ঈদকে সামনে রেখে মাধবপুর বাজারে আইনশৃঙ্খলার অবনতি হতো। কিন্তু বাজারে ওয়াচ টাওয়ার দিয়ে নজরদারির কারণে বাজার এখন অপরাধ মুক্ত।
মাধবপুর বাজার কমিটির ব্যবসায়ী নেতা এমরান খান জানান, প্রতিবছর ঈদকে সামনে রেখে একটি অপরাধী চক্রকে খুব তৎপর দেখা যেত। বাজারে জিনিসপত্র কিনতে আসা লোকজনের টাকা পয়সা স্বর্ণালংকার চুরি ছিনতাই হয়ে যেত। নারীরা এসব অপরাধের সঙ্গে জড়িত ছিল। কিন্তু এবার পুলিশ এসব অপরাধ রোধে আগাম প্রস্তুতি নেওয়ার কারণে কোনো অপরাধ ঘটেনি। বাজারে ব্যবসায়ী নেতারাও পুলিশকে সহযোগীতা করছে।
ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, ঢাকা-সিলেট মহাসড়কে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর ও মাধবপুর উপজেলা সদরে দুটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। ওয়াচ টাওয়ার বসানোর কারণে পুলিশ পরিস্থিতি সহজে নিয়ন্ত্রণে নিতে পেরেছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ইতোমধ্যে ঈদ উপলক্ষে বিভিন্ন বিপণিবিতান, হাট বাজার, সড়কের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা জোরদারের লক্ষ্যে স্পর্শকাতর স্থান, সড়ক, স্থাপনা, বিপণিবিতান, বাসস্ট্যান্ড, পুলিশ নজরদারি জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা ভাল রাখতে ৪টি ফাঁড়িসহ থানা পুলিশের সব সদস্য তাদের দায়িত্ব পালন করছে। কোনো পুলিশ ঈদে বাড়িতে যাবে না।
হবিগঞ্জ পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান জানান, ঈদকে সামনে রেখে হবিগঞ্জের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ এলাকাভিত্তিক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। মাধবপুরে ওয়াচ টাওয়ার থেকে সবার গতিবিধি অনুসরণ করা সহজ। কেউ অপরাধ করার চিন্তা করলে তাকে অপরাধ করার আগেই ধরা যাবে। এছাড়া ঈদে বিভিন্ন জেলা থেকে লোকজন হবিগঞ্জের চা বাগানসহ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ভিড় করেন। এ সময় যাতে কোন ধরনের অঘটন না ঘটে পুলিশ সে ব্যবস্থা গ্রহণ করেছে।