‘পাকিস্তান-ভারত একপেশে ম্যাচ হবে’
Published: 18th, February 2025 GMT
পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে অযথাই বাড়াবাড়ি হচ্ছে বলে মনে করছেন হরভজন সিং। সাবেক এ ভারতীয় স্পিনারের মতে, ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে একপেশে ম্যাচ হবে। যেখানে পুরোপুরি দাপট থাকবে ভারতের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে উপমহাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী এ দু’দল একই গ্রুপে খেলছে।
নিজের ইউটিউব চ্যানেলে এ লড়াইয়ে ভারতের আধিপত্যের পুরোপুরি নিশ্চয়তা দিয়েছেন হরভজন। তাঁর এই আত্মবিশ্বাসের কারণ, দু’দলের শক্তির ব্যবধান ও পাকিস্তানের সাম্প্রতিক অধারাবাহিক পারফরম্যান্স। তাঁর মতে, ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না, ‘ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অযথাই হাইপ তোলা হচ্ছে। কারণ, এখানে আসলে কিছু হওয়ার নয়। ভারত বেশ শক্তিশালী একটি দল। আর পাকিস্তান সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হেরেছে। পাকিস্তান ভীষণ অধারাবাহিক একটি দল। আপনি যদি পরিসংখ্যানের দিকে তাকান এবং ভারতের ব্যাটার ও বোলারের সঙ্গে তাদের তুলনা করেন, তাহলে একটি পরিষ্কার চিত্র পাওয়া যায়।’
ক্রিকেটে অতীতে ভালো খেলার রেকর্ড ভবিষ্যতে জেতার নিশ্চয়তা দেয় না। তার পরও ভারতকে নিয়ে আত্মবিশ্বাসী হরভজন, ‘আসলে দুই দলের পার্থক্যটা বিশাল। ভারত অনেক শক্তিশালী একটি দল। আর বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ছাড়া পাকিস্তান তো একটি দুর্বল দল। তাদের বলার মতো আর কোনো ব্যাটার নেই। তাদের বোলিং ইউনিটও ফর্মে নেই। কিউইদের কাছে নাস্তানাবুদ হয়েছে তাদের বোলিং।’
তবে ফখর জামানকে ভারতের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছেন হরভজন, ‘পাকিস্তানের প্রধান ব্যাটার হলেন বাবর আজম। ভারতের বিপক্ষে তাঁর গড় ৩১। ভারতের বিপক্ষে রিজওয়ানের গড় ২৫। একজন ভালো ব্যাটারের গড় ৫০-এর আশপাশে থাকা উচিত। একমাত্র ফখর জামানের গড় ৪৬। সেই কেবল ভারতের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিতে পারে। সে ছাড়া বলার মতো আর কেউ নেই। ফাহিম আশরাফের গড় ১২.
আর রোহিত শর্মা ও শুভমান গিল রানে ফিরেছেন বলে ভারত আরও অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে বলেও মনে করছেন হরভজন। আর বড় টুর্নামেন্টে বিরাট কোহলি, লোকেশ রাহুলরা সব সময় রান করেন বলেও আত্মবিশ্বাসী তিনি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
হরভজনের কাছে হিন্দি পরীক্ষা দিয়ে কত পেলেন উইলিয়ামসন
এবারের আইপিএলে ক্রিকেটার হিসেবে নেই কেইন উইলিয়ামসন। তবুও এই টুর্নামেন্টে ঠিকই আছেন তিনি—ধারভাষ্য দিচ্ছেন, করছেন খেলার বিশ্লেষণ। ওখানে মাঝেমধ্যে তাঁর ‘সেন্স অব হিউমার’ দিয়ে দিচ্ছেন আনন্দও।
তেমন একটি মজার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছে স্টার স্পোর্টস। আইপিএলের সম্প্রচারক চ্যানেলটির এক অনুষ্ঠানে উইলিয়ামসনের হিন্দি ভাষাজ্ঞানের পরীক্ষা নেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং।
কিউই তারকার কাছে তিনি জানতে চান হিন্দি ‘শতক’ শব্দটির অর্থ কী। এ জন্য ক্লুও দেওয়া হয় উইলিয়ামসনকে, ‘এই জিনিস তোমার অনেকগুলো আছে।’ অনুমান করতে গিয়ে উইলিয়ামসন বললেন, ‘ছেলেমেয়ে?’ সঙ্গে সঙ্গেই অট্টহাসিতে ফেটে পড়েন হরভজন ও উপস্থাপক। উত্তরটা যে ভুল, বুঝতে পারেন উইলিয়ামসন, তাঁকে জিজ্ঞেস করা হয়, কয়টা ছেলেমেয়ে তাঁর? কিউই ব্যাটসম্যান জানান, ‘তিনটি’। তখন হরভজন বলেন, ‘না, এটা আরও বেশি।’
তখন আবারও অনুমান করেন উইলিয়ামসন— ‘উইকেট’। ব্যাটসম্যান হিসেবে খ্যাতি থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৭৩টি উইকেটও আছে। তবে ওই উত্তরটিও যে সঠিক হয়নি, বুঝতে খুব বেশি সময় লাগেনি উইলিয়ামসনের। একটু পরই তাঁকে জানিয়ে দেওয়া হয় আসল উত্তর, ‘শতক’ মানে ‘সেঞ্চুরি’ ।
আরও পড়ুন৪১ বলে ১৩ ছক্কা, ১২৩ রান—হায়দরাবাদের অনিকেতের আসল পরিচয় কী১ ঘণ্টা আগেআইপিএলের গত আসরে ক্রিকেটার হিসেবেই ছিলেন উইলিয়ামসন—তবে গুজরাট টাইটানসের হয়ে দুটি ম্যাচে খেলেছেন তিনি। এ বছরের নভেম্বরে মেগা অকশন থেকেও উইলিয়ামসনকে নেওয়ার আগ্রহ ছিল না কারও। এরপর ধারাভাষ্যকার হিসেবে এবারের আইপিএলে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন উইলিয়ামসন।
ক্রিকেটের মাঠটাও অবশ্য এখনো ছাড়েননি উইলিয়ামসন। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলেছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে সেঞ্চুরিও করেছেন তিনি। পরে তাঁর দল নিউজিল্যান্ড উঠেছে ফাইনালে। এখন পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের সিরিজ খেলছে নিউজিল্যান্ড। তবে ওয়ানডে সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন উইলিয়ামসন।
আরও পড়ুনঋষভ পন্তের ওপর রেগে গিয়ে টেলিভিশন ভাঙলেন উপস্থাপক৪ ঘণ্টা আগে