তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা যাওয়ায় তাঁর বন্ধু ও সহকর্মীরা প্রশ্ন তুলেছেন, সানী মেধাবী অভিনয়শিল্পী হলেও সিন্ডিকেটের শিকার তিনি। দীর্ঘদিন ধরে চেষ্টা করেও অনেকের সঙ্গে কাজ করতে পারছিলেন না। বাদও পড়ছিলেন কাজ থেকে। কাজ নিয়ে অভিমান ছিল তাঁর। যে কারণে কেউ কেউ এই অভিনেতার প্রয়াণে নাট্যাঙ্গনে সিন্ডিকেটকে নতুন করে সামনে আনছেন।

একসময় ইমরান রবিনের নাটকে অভিনয় করেছেন শাহবাজ সানী। সেই পরিচালক সানীর প্রয়াণে অভিমান করে লিখেছেন, ‘সানীর অকাল মৃত্যু আবারও প্রমাণ করল আমাদের সময় যখন তখন শেষ হয়ে যাবে। কী হবে এত সিন্ডিকেট, অহংকার আর অভিশাপ দিয়ে.

..সময় তো অল্প।’

আরেক পরিচালক আমিনুল শিকদার লিখেছেন, ‘মানুষ মারা গেলে কদর বেড়ে যায়।’ একই কথা লিখেছেন আরেক অভিনেতা সিয়াম নাসির। তিনি লিখেছেন, ‘মানুষ মারা গেলে ভালোবাসা উথলাইয়া পড়ে। বেঁচে থাকতে খবর লয় না।’

শাহবাজ সানী। ছবি: ফেসবুক থেকে

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

৯ দিনের ছুটিতে বাসা ছাড়ার আগে এই ৬টি কাজ করে যান

১. বাসার নিরাপত্তা নিশ্চিত করুন

বাড়ি যাওয়ার আগে দরজা-জানালা ঠিকঠাক বন্ধ করেছেন কি না, খেয়াল করুন। প্রয়োজনে বারবার দেখে নিন, বাসায় তালা ঠিকভাবে লাগানো হয়েছে কি না। ঈদের সময়টায় চুরি-ডাকাতি বেড়ে যায়। তাই বাসার সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে এরপর যাত্রাপথে বের হবেন।

২. গ্যাস ও পানির লাইনগ্যাসের চুলা ঠিকমতো বন্ধ করুন

সম্পর্কিত নিবন্ধ