পাবনার আটঘরিয়ায় দোকানে বাকির টাকা নিয়ে বিবাদে নাফিজ কামাল (২৭) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছে। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে আটঘরিয়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত নাফিজ কামাল আটঘরিয়া পৌরসভার রুস্তমপুর মহল্লার নাজমুল হুদার ছেলে। রুস্তমপুর বাজারে তার ভুসি মালের দোকান রয়েছে। 

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

শফিকুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, আটঘরিয়া পৌরসভার কুষ্টিয়াপাড়া মহল্লার আমানত আলীর ছেলে জাহিদুল ইসলামের আটঘরিয়া বাজারে একটি মুদি দোকান রয়েছে। 

এই দোকান থেকে বাকিতে মালামাল নিতেন নাফিজ কামাল। এভাবে জাহিদুল ইসলামের দোকানে নাফিজ কামালের প্রায় ১০ হাজার টাকা বকেয়া পড়ে যায় । বেশ কয়েকবার এই টাকা চেয়েও পাননি জাহিদুল। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাহিদুল লোকজন নিয়ে বাকি টাকা আদায়ে রুস্তমপুর বাজারে নাফিজ কামালের দোকানে যান। কিন্তু বিফল হয়ে ফেরত আসেন। এ নিয়ে
ওইদিন রাতেই জাহিদুল এর দোকানের সামনে যান ক্ষুব্ধ নাফিজ কামাল। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাহিদুল ও তার লোকজন নিয়ে নাফিজ কামালকে মারধর করে। নাফিজ এসময় ছুরিকাঘাতেরও শিকার হন। নাফিজ কামালকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাতে ওসি মো. শফিকুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।” 

ওসি জানান, কে বা কারা তাকে হত্যা করেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যারাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

ঢাকা/শাহীন/টিপু 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ইসরায়েলি হামলায় সাংবাদিক নিহতের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বর্বর হামলায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয়, জেলা ও মহানগর শাখা। শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় রাজশাহী নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এতে অংশ নেন। কর্মসূচি থেকে ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়।
 
মানববন্ধনে বক্তারা বলেন, ‘‘ফিলিস্তিনের মজলুম জনগণের ওপর ইসরায়েলের চলমান গণহত্যা আমাদের ব্যথিত করেছে। গাজায় গত ৮ এপ্রিল পর্যন্ত ইসরায়েলি হামলায় ২১১ জন সাংবাদিক নিহত হয়েছেন। এই বর্বরতার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও আগ্রাসনের নেপথ্যে থাকা অন্যান্য কুশীলবদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করতে হবে।’’ 

বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী মহানগরের সভাপতি গুলবার আলী জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক রফিক আলম, সরকার শরিফুল ইসলাম, আফজাল হোসেন, ফজলুল করিম বাবলু প্রমুখ।
 

আরো পড়ুন:

সিরাজগঞ্জে হাতুড়িপেটায় যুবকের মৃত্যু

টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যা করেছে তাদের মা: পুলিশ

ঢাকা/কেয়া/বকুল

সম্পর্কিত নিবন্ধ