রিয়াল–আতলেতিকোকে পেছনে ফেলে সবার ওপরে বার্সা
Published: 18th, February 2025 GMT
রিয়াল মাদ্রিদ এবং আতলেতিকো মাদ্রিদ মঞ্চটা তৈরি করেই দিয়েছিল। বার্সেলোনার প্রয়োজন ছিল শুধু নিজেদের কাজটা ঠিকঠাক করা। গতকাল রাতে রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-০ গোলের জয়ে সেই কাজটা বেশ ভালোভাবেই সেরেছে হান্সি ফ্লিকের দল।
রবার্ট লেভানডফস্কির পেনাল্টি গোলে পাওয়া এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে বার্সা। আর সেই সঙ্গে লা লিগার রোমাঞ্চও দারুণভাবে জমিয়ে তুলেছে তারা।
শনিবার রাতে দুই নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ও আতলেতিকো নিজেদের ম্যাচে পয়েন্ট হারানোয় বার্সার সামনে সুযোগ এসেছিল শীর্ষে ওঠার। ভায়েকানোর বিপক্ষে ম্যাচে অবশ্য সংগ্রাম করতে হয়েছে বার্সাকেও। বার্সার আক্রমণের বিরুদ্ধে ভায়েকানো প্রতিরোধ গড়েছিল বেশ। তবে এর মধ্যেই ম্যাচের ২৬ মিনিটে পেনাল্টি পায় বার্সা। স্পট কিকে ভুল করেননি লেভা।
আরও পড়ুনআজ জিতলেই শীর্ষে বার্সেলোনা, লিভারপুলের হাতেই প্রিমিয়ার লিগের লাগাম১৯ ঘণ্টা আগেগোল করে এগিয়ে দেন দলকে। এই গোলের পর দুই দলই চেষ্টা করেছে ম্যাচে আধিপত্য প্রতিষ্ঠার। এমনকি ভায়েকানো একপর্যায়ে সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিল, কিন্তু অফসাইডের ফাঁদে বাতিল হয় সেই গোল। এরপর ম্যাচের বাকি সময় চেষ্টা করেও আর কোনো গোলের দেখা পায়নি দুই দল। ম্যাচ শেষ হয় বার্সার ১-০ গোলের জয়ে। এ ২০২৫ সালে ১২ ম্যাচ খেলে এখন পর্যন্ত অপরাজিতই থাকল কাতালান পরাশক্তিরা।
এই জয়ে তিন সপ্তাহ আগেও রিয়ালের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে থাকা বার্সা উঠে এল শীর্ষে । ২৪ ম্যাচে বার্সার পয়েন্ট ৫১। সমান ম্যাচে রিয়ালের পয়েন্টও ৫১। কিন্তু গোল ব্যবধানে রিয়ালের (+২৯) চেয়ে অনেকটাই এগিয়ে আছে বার্সা (+৪০)।
জয়ের পর বার্সার খেলোয়াড়দের উদ্যাপন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘আমার বয়সী অভিনেতাদের অপশন কম’
অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে কমেডি সিরিজ ‘দুপাহিয়া’। কমেডির মোড়কে নানা সামাজিক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন পরিচালক সোনম নায়ার। সিরিজে অন্যতম মূল চরিত্রে দেখা গেছে গজরাজ রাওকে। চিত্রনাট্য পড়েই তিনি সিরিজটি করতে আগ্রহী হয়েছিলেন বলে জানান। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে প্রথম আলোর মুম্বাই প্রতিনিধির সঙ্গে আলাপচারিতার সময় গজরাজ রাও বলেন, ‘প্রিয়দর্শন আর সুরজ বরজাতিয়া যদি এক হন, তাহলে যে রকম অনুভূতি হবে, এই সিরিজের কাহিনি শুনে আমার এমনই অনুভূতি হয়েছিল। খুব কম ক্ষেত্রে হয়েছে যে চিত্রনাট্য পড়ার সঙ্গে সঙ্গে প্রকল্পটি করতে উৎসাহী হয়েছি। “দুপাহিয়া”র ক্ষেত্রে তা–ই হয়েছিল।’
‘দুপাহিয়া' সিরিজের পোস্টার। আইএমডিবি