হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, জুয়া খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের গুনই গ্রামের মদন মুরত এলাকায় ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

ক্রিকেট খেলা নিয়ে রাবিতে সংঘর্ষ, শিক্ষকসহ আহত ২০

স্থানীয় ইউপি সদস্য কুমেদ আলী জানান, গত শনিবার গ্রামের কয়েকজন জুয়ার আসর বসান। এ নিয়ে সাবেক ইউপি সদস্য আবু মিয়া ও কুতুব উদ্দিনের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সেখানে উপস্থিত লোকজন পরিস্থিতি শান্ত করেন। গত রবিবার কুতুব উদ্দিনের পক্ষের এক লোককে একা পেয়ে আবু মিয়ার পক্ষের লোকজন মারধর করে। পরে গ্রামের মুরব্বিরা বিষয়টি সমাধানে শালিসের উদ্যোগ নেন। 

তিনি আরো জানান, সোমবার বিকেলে আবু মিয়ার পক্ষের কয়েকজনকে মারধর করে কুতুব উদ্দিনের পক্ষের লোকজন। এ নিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অনেকেই আহত হয়েছেন।

বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তফা বলেন, “সোমবার বিকেলে গ্রামের দুই শিশুর মধ্যে ফুটবল খেলা নিয়ে ঝগড় হয়। এ নিয়ে পরে ওই শিশুদের পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।”

ঢাকা/আজহারুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ আহত স ঘর ষ

এছাড়াও পড়ুন:

ঈদের নামাজে মাইকের শব্দ নিয়ে সংঘর্ষ, আহত ১২

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ঈদের নামাজ আদায়ের সময় মাইকের শব্দ বাড়ানো-কমানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে।

সোমবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার দহকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামে স্থানীয় মাতব্বর আবুল হোসেন কাবুল ও নওয়াব আলীর সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে গ্রামের ঈদগাহে নামাজ আদায়ের সময় মাইকের শব্দ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১২ জন আহত হয়। এ সময় বেশ কয়েকটি বাড়ি-ঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আরো পড়ুন:

বরিশালে প্রধান জামাতে বিএনপি-জামায়াতের নেতাদের নামাজ আদায়

সাইপ্রাসে প্রবাসীদের ঈদ উদযাপন

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়নি। কাউকে আটকও করা যায়নি।

ঢাকা/সোহাগ/বকুল

সম্পর্কিত নিবন্ধ