ভারতীয় আধিপত্যবাদের শিকড় উপড়ে ফেলতে হবে: মামুনুল হক
Published: 18th, February 2025 GMT
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, “ভারতীয় আধিপত্যবাদকে শিকড়সহ উপড়ে ফেলতে হবে। ভারতীয় এজেন্ডা আর বাংলাদেশে দেখতে চাই না। আমরা বৈষম্যহীন ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র ও সমাজ গঠন করতে চাই।”
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়া হাইস্কুল মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার, জুলাই-আগস্ট বিপ্লবের ঘোষণাপত্রে আলেম সমাজের অবদানের স্বীকৃতি ও খেলাফত প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, “ভারতে পালিয়ে যাওয়ার আগের দিনেও বললেন, ‘শেখ হাসিনা পালায় না।’ এই কথা বলে তিনি তার নেতাকর্মীদের জনগণের মুখোমুখি দাঁড় করান। তারপর পালিয়ে যান। পালিয়ে গিয়ে নিজের এবং পরিবারের আখের গুছিয়েছেন তিনি। ঐতিহ্যবাহী আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে গেছেন শেখ হাসিনা।”
তিনি আরো বলেন, “২০২৪ সালে যে ঐতিহাসিক বিজয় আমরা অর্জন করেছি। এই বিজয়কে কাঙ্ক্ষিত লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে হবে। বৈষম্যের করব রচনা করতে হবে। সমস্ত জুলুম ও শোষণকে শেকড়সহ উপড়ে ফেলতে হবে।”
বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে গণসমাবেশ উপস্থিত ছিলেন- দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, যুগ্ম মহাসচিব মাওলানা শরীফ সাইদুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা শরাফত হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ কামাল উদ্দীন।
ঢাকা/কাঞ্চন/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সেই মিয়ানমারেই সাবিনাদের পরীক্ষা
আর্থিক সংকটের কথা বলে ২০২৩ সালে বাংলাদেশ দলকে অলিম্পিক বাছাইয়ে খেলতে পাঠায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই সময় ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে বাফুফের পাঠানো বাজেট নিয়েও ছিল নেতিবাচক আলোচনা। দুই বছর পর সেই মিয়ানমারে এবার অন্য পরীক্ষায় নামতে হচ্ছে সাবিনা খাতুন-আফেইদা খন্দকারদের।
জুনে মিয়ানমারে অনুষ্ঠেয় নারী এশিয়ান কাপ বাছাই পর্বে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ দল। গ্রুপ ‘সি’তে স্বাগতিক মিয়ানমার ছাড়াও বাংলাদেশ খেলবে বাহরাইন এবং তুর্কমেনিস্তানের বিপক্ষে। ২৩ জুন থেকে ৫ জুলাই হবে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব। এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব হবে ২০২৬ সালের ১-২১ মার্চ অস্ট্রেলিয়ায়।
নারী এশিয়ান কাপ বাছাই পর্বে আট গ্রুপে ৩৪টি দল অংশ নেবে। ছয় গ্রুপ চারটি করে, বাকি দুই গ্রুপে ৫টি করে দল। বর্তমান চ্যাম্পিয়ন চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে আট গ্রুপের চ্যাম্পিয়ন দল চূড়ান্ত পর্বে নাম লেখাবে। এশিয়ান কাপের মূল পর্বের টিকিট কাটার লড়াইয়টি বাংলাদেশের জন্য কঠিনই বলা চলে। তুর্কমেনিস্তান ছাড়া বাকি দুই দলই র্যাঙ্কিংয়ে সাবিনা-সানজিদাদের চেয়ে এগিয়ে। বাংলাদেশের বর্তমান র্যাঙ্কিং ১৩৩। মিয়ানমার ৫৫ ও বাহরাইনের অবস্থান ৯২তম। তুর্কমেনিস্তানের র্যাঙ্কিং ১৪১।
এএফসি কাপ সামনে রেখে ঈদের পর জাতীয় নারী দলের ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। ৬ এপ্রিল ক্যাম্প শুরুর তারিখ ঘোষণা করেছে বাফুফে। সেই ক্যাম্পে ডাকা হয়েছে বিদ্রোহী নারী ফুটবলারদেরও। ঈদের পর তারা ক্যাম্পে যোগ দেন কিনা কিংবা যোগ দিলে বিদ্রোহীদের কীভাবে গ্রহণ করেন নারী দলের কোচ পিটার বাটলার, সেটাই দেখার বিষয়।