১২টি গুলিতে বুক ঝাঁজরা একটি লাশ পড়ে আছে। তার সৎকার হয়নি। পচে ফুলে ঢোল হয়ে উঠেছে। শেয়াল-শকুন-মাছিরা এই গন্ধে এসে নাচানাচি করছে। মানুষকে ব্যঙ্গ করে তারা বলছে, ‘আমাদের হাতে কাঁটাচামচ নাই কিন্তু আমাদের হাতে নখ আছে। আমাদের টাই নাই কিন্তু আমাদের গলায় খাই খাই সুড়সুড়ি আছে।’
লাশের সৎকার হয়নি। সে তাদের কাছে মিনতি করে বলছে, ‘আমার এখনো সৎকার হয়নি। তোরা এভাবে একটা মানুষ খেতে পারিস না। ইঁদুর খা, গরু খা, উট খা, ছাগল খা, যা পাস তাই খা, আমারে কেন?’ উত্তরে ওরা লাশকে বলছে, ‘তুই কি সৎ যে তোর সৎকার হবে? তুই কোন সভ্য দেশের সন্তান? তোরা সন্তান না শয়তান, তোরা সবগুলো শয়তান। দুপায়া বানর।’

‘ঊনমানুষ’ নাটকে বিদ্রূপাত্মক এই সংলাপে বিপন্ন মানবতা ও মানবসভ্যতার প্রতি তীব্র শ্লেষ দর্শকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আমরা এখনো মানুষ হয়ে উঠতে পারিনি। আমরা আসলে অসম্পূর্ণ মানুষ। এখানেই ‘ঊনমানুষ’ নামকরণের সার্থকতা।
জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে সব জেলায় প্রযোজনাকেন্দ্রিক নাট্য কর্মশালা ও শহীদ মুনীর চৌধুরীকে স্মরণ করে প্রথমবারের মতো মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসবে গতকাল রোববার রাতে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়েছে।  

‘ঊনমানুষ’ নাটকের দৃশ্য। প্রথম আলো.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম দ র

এছাড়াও পড়ুন:

এয়ার ইন্ডিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী

ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তাঁর কাছে ভাঙা সিটের টিকিট বিক্রি করেছে এয়ার ইন্ডিয়া। 

গতকাল শনিবার এ নিয়ে ক্ষোভ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, এয়ার ইন্ডিয়া ‘যাত্রীদের সঙ্গে প্রতারণা’ করছে। 

তিনি জানান, ভাঙা সিটের ব্যাপারে বিমানের এক ক্রুকে জিজ্ঞেস করা হলে তাঁকে বলা হয়, সিটটিতে যে ত্রুটি রয়েছে, সেটি সংস্থাকে জানানো হয়েছিল। এর টিকিট বিক্রি না করতেও বলা হয়েছিল।

এক্সে শিবরাজ সিং লেখেন, ‘পুসার কিষাণ মেলা উদ্বোধন করতে আজ আমার ভোপাল থেকে দিল্লি আসতে হয়। সেখানে বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আমার আলোচনা হয়। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নাম্বার এআই৪৩৬ এ একটি টিকিট বুক করি। আমাকে ৮সি সিটটি দেওয়া হয়। বসতে গিয়ে দেখি সিটটি ভাঙা; নিচু হয়ে আছে। সেখানে বসতে অস্বস্তি হচ্ছিল।’ এনডিটিভি। 
 

সম্পর্কিত নিবন্ধ