‘বারোটা ছোট্ট বুলেট তোর পিঠ ফুঁড়ে বারো দিকে বেরিয়ে গেছে’
Published: 18th, February 2025 GMT
১২টি গুলিতে বুক ঝাঁজরা একটি লাশ পড়ে আছে। তার সৎকার হয়নি। পচে ফুলে ঢোল হয়ে উঠেছে। শেয়াল-শকুন-মাছিরা এই গন্ধে এসে নাচানাচি করছে। মানুষকে ব্যঙ্গ করে তারা বলছে, ‘আমাদের হাতে কাঁটাচামচ নাই কিন্তু আমাদের হাতে নখ আছে। আমাদের টাই নাই কিন্তু আমাদের গলায় খাই খাই সুড়সুড়ি আছে।’
লাশের সৎকার হয়নি। সে তাদের কাছে মিনতি করে বলছে, ‘আমার এখনো সৎকার হয়নি। তোরা এভাবে একটা মানুষ খেতে পারিস না। ইঁদুর খা, গরু খা, উট খা, ছাগল খা, যা পাস তাই খা, আমারে কেন?’ উত্তরে ওরা লাশকে বলছে, ‘তুই কি সৎ যে তোর সৎকার হবে? তুই কোন সভ্য দেশের সন্তান? তোরা সন্তান না শয়তান, তোরা সবগুলো শয়তান। দুপায়া বানর।’
‘ঊনমানুষ’ নাটকে বিদ্রূপাত্মক এই সংলাপে বিপন্ন মানবতা ও মানবসভ্যতার প্রতি তীব্র শ্লেষ দর্শকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আমরা এখনো মানুষ হয়ে উঠতে পারিনি। আমরা আসলে অসম্পূর্ণ মানুষ। এখানেই ‘ঊনমানুষ’ নামকরণের সার্থকতা।
জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে সব জেলায় প্রযোজনাকেন্দ্রিক নাট্য কর্মশালা ও শহীদ মুনীর চৌধুরীকে স্মরণ করে প্রথমবারের মতো মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসবে গতকাল রোববার রাতে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম দ র
এছাড়াও পড়ুন:
টিভিতে আজকের খেলা
ক্রিকেট
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
দিল্লি ক্যাপিটালস-রাজস্থান রয়্যালস
সরাসরি, রাত ৮টা
স্টার স্পোর্টস ১
পাকিস্তান সুপার লিগ
ইসলামাবাদত ইউনাইটেড-মুলতান সুলতান্স
সরাসরি, রাত ৯টা
সনি টেন ১
ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
রিয়াল মাদ্রিদ-আর্সেনাল
সরাসরি, রাত ১টা
সনি টেন ২
ইন্টার মিলান-বায়ার্ন মিউনিখ
সরাসরি, রাত ১টা
সনি টেন ১
ইংলিশ প্রিমিয়ার লিগ
নিউক্যাস্-েক্রিস্টাল প্যালেস
স্টার স্পোর্টস সিলেক্ট ১
ঢাকা/ইয়াসিন