ব্যবহারকারীদের মেসেজিং অভিজ্ঞতা উন্নত করতে ‘চ্যাট থিম’ সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধার মাধ্যমে চ্যানেল, গ্রুপ ও ব্রডকাস্ট মেসেজে চ্যাটের বাবল ও ব্যাকগ্রাউন্ডের রং সহজেই পরিবর্তন করা যাবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের তথ্য মতে, চ্যাট থিম সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা পছন্দমতো থিম বেছে নিতে বা নিজের মতো করে তৈরি করতে পারবেন। চাইলে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিলিয়ে বা নিজেদের পছন্দমতো বাবলের রং পরিবর্তনের সুযোগও মিলবে। ব্যাকগ্রাউন্ড বা বাবলগুলো শুধু ব্যবহারকারীই দেখতে পারবেন।

প্রাথমিকভাবে নতুন এ সুবিধায় বেশ কয়েকটি প্রিসেট থিম ব্যবহার করা যাবে। তবে ব্যবহারকারীরা চাইলে নিজেদের পছন্দমতো রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন থিমও তৈরি করতে পারবেন। এ ছাড়া, হোয়াটসঅ্যাপে নতুন করে ৩০টি ওয়ালপেপার যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীরা চাইলে এগুলোর যেকোনো একটি ব্যবহার করতে পারবেন অথবা নিজেদের গ্যালারি থেকে পছন্দের ছবি আপলোড করে চ্যাট ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন।

সব চ্যাটের জন্য একই ডিফল্ট থিম নির্ধারণ করতে হলে হোয়াটসঅ্যাপ থেকে সেটিংস অপশনে যেতে হবে। এরপর চ্যাটস থেকে ডিফল্ট চ্যাট থিম অপশনে ক্লিক করতে হবে। তবে নির্দিষ্ট কোনো ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটের জন্য আলাদাভাবে থিম পরিবর্তন করতে হলে আইওএস ব্যবহারকারীদের চ্যাট স্ক্রিনের ওপরে থাকা নামের ওপর ট্যাপ করতে হবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের চ্যাটের তিন ডট মেনুতে গিয়ে চ্যাট থিম অপশনটি নির্বাচন করতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ য় টসঅ য প ব যবহ র পছন দ

এছাড়াও পড়ুন:

চ্যানেল যখন অ্যাপে

সারাবিশ্বেই সক্রিয় অ্যাপ হিসেবে তুমুল জনপ্রিয় হোয়াটসঅ্যাপ, যার মাধ্যমে গ্রাহক খুলতে পারবেন বিশেষ চ্যানেল। ব্যক্তিগতভাবে জরুরি আপডেট পৌঁছে দিতে যা কাজ করে। গ্রাহক যাকে ফলো করবেন, তা অন্য ফলোয়াররা দেখতে পাবেন না। ফিচারটি উদ্যোক্তা ও ফলোয়ার– দুই তরফের ব্যক্তিতথ্য সুরক্ষিত রাখবে বলে মেটার দাবি। হোয়াটসঅ্যাপ চ্যানেল পাওয়া যাবে ‘আপডেট’ নামে নতুন ট্যাবে। এখানেই গ্রাহক সেসব চ্যানেল ও তাদের পোস্ট দেখতে পাবেন। যাদের তারা ফলো করেন বা ফলো করতে চান। চ্যানেলের আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য প্রথমেই অ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করতে হবে। ইতোমধ্যে ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইওএস সিস্টেমে সক্রিয়। প্রথমে অ্যাপ খুললেই স্ক্রিনের ঠিক ওপরের দিকে ‘আপডেটস’ নামক অপশন দৃশ্যমান হবে। অপশনে রয়েছে চ্যানেলের তালিকা, আগ্রহীরা যেসব চ্যানেল ফলো করার সুযোগ পাবেন। চ্যানেল ফলো করতে গেলে প্রথমে ‘+’ বাটনে ক্লিক করতে হবে, যা চ্যানেলের নামের পাশেই থাকে। প্রোফাইলটি দেখতে চাইলে ওই চ্যানেলের নামে ট্যাপ করলেই হবে। চ্যানেলের যে কোনো আপডেটে অ্যাপের ডিফল্ট ইমোজি ব্যবহার করে রিঅ্যাক্ট করা যাবে। তার জন্য মেসেজ প্রেস করে হোল্ড করলে কাজটি হয়ে যাবে।

সম্পর্কিত নিবন্ধ

  • চ্যানেল যখন অ্যাপে