ব্যবহারকারীদের মেসেজিং অভিজ্ঞতা উন্নত করতে ‘চ্যাট থিম’ সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধার মাধ্যমে চ্যানেল, গ্রুপ ও ব্রডকাস্ট মেসেজে চ্যাটের বাবল ও ব্যাকগ্রাউন্ডের রং সহজেই পরিবর্তন করা যাবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের তথ্য মতে, চ্যাট থিম সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা পছন্দমতো থিম বেছে নিতে বা নিজের মতো করে তৈরি করতে পারবেন। চাইলে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিলিয়ে বা নিজেদের পছন্দমতো বাবলের রং পরিবর্তনের সুযোগও মিলবে। ব্যাকগ্রাউন্ড বা বাবলগুলো শুধু ব্যবহারকারীই দেখতে পারবেন।

প্রাথমিকভাবে নতুন এ সুবিধায় বেশ কয়েকটি প্রিসেট থিম ব্যবহার করা যাবে। তবে ব্যবহারকারীরা চাইলে নিজেদের পছন্দমতো রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন থিমও তৈরি করতে পারবেন। এ ছাড়া, হোয়াটসঅ্যাপে নতুন করে ৩০টি ওয়ালপেপার যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীরা চাইলে এগুলোর যেকোনো একটি ব্যবহার করতে পারবেন অথবা নিজেদের গ্যালারি থেকে পছন্দের ছবি আপলোড করে চ্যাট ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন।

সব চ্যাটের জন্য একই ডিফল্ট থিম নির্ধারণ করতে হলে হোয়াটসঅ্যাপ থেকে সেটিংস অপশনে যেতে হবে। এরপর চ্যাটস থেকে ডিফল্ট চ্যাট থিম অপশনে ক্লিক করতে হবে। তবে নির্দিষ্ট কোনো ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটের জন্য আলাদাভাবে থিম পরিবর্তন করতে হলে আইওএস ব্যবহারকারীদের চ্যাট স্ক্রিনের ওপরে থাকা নামের ওপর ট্যাপ করতে হবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের চ্যাটের তিন ডট মেনুতে গিয়ে চ্যাট থিম অপশনটি নির্বাচন করতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ য় টসঅ য প ব যবহ র পছন দ

এছাড়াও পড়ুন:

হোয়াটসঅ্যাপে লিংকের প্রিভিউ দেখা না গেলে যা করতে হবে

হোয়াটসঅ্যাপের লিংক প্রিভিউ সুবিধা কাজে লাগিয়ে অন্যদের পাঠানো লিংকযুক্ত যেকোনো বার্তার প্রিভিউ দেখা যায়। অর্থাৎ ওয়েবসাইটের লিংকের সঙ্গে শিরোনাম ও ছবি দেখা যায়। ফলে ওয়েবসাইটে প্রবেশ না করেও লিংকে থাকা তথ্য সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। তবে কখনো কখনো হোয়াটসঅ্যাপে লিংক প্রিভিউ কাজ করে না। তখন অন্যদের পাঠানো ওয়েবসাইটের লিংকের প্রিভিউ দেখা যায় না, যা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। হোয়াটসঅ্যাপে লিংক প্রিভিউ কাজ না করলে সেটি চালুর পদ্ধতি দেখে নেওয়া যাক।

হোয়াটসঅ্যাপে লিংক প্রিভিউ চালুর জন্য প্রথমে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে। এরপর ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেন্যুতে ট্যাপ করার পর সেটিংস থেকে প্রাইভেসি অপশন নির্বাচন করতে হবে। এবার পরের পেজে স্ক্রল করে অ্যাডভান্সড অপশন নির্বাচন করতে হবে। এরপর ডিজঅ্যাবল লিংক প্রিভিউয়ের পাশে চালু থাকা টগলটি বন্ধ করলেই অন্যদের পাঠানো ওয়েবসাইটের লিংকের প্রিভিউ দেখা যাবে।

সম্পর্কিত নিবন্ধ

  • হোয়াটসঅ্যাপে লিংকের প্রিভিউ দেখা না গেলে যা করতে হবে
  • ভিডিও বিশ্লেষণ করে তাৎক্ষণিক তথ্য ও পরামর্শ জানাবে জেমিনি চ্যাটবট
  • ‘আমার বয়সী অভিনেতাদের অপশন কম’