চ্যাম্পিয়নস ট্রফি কড়া নাড়ছে দুয়ারে। অপেক্ষা আর দুই দিনের। কোনো টুর্নামেন্ট মানেই তাকে ঘিরে নানা জল্পনাকল্পনা—কোন দল চ্যাম্পিয়ন হবে, কে বেশি রান করবেন, সবচেয়ে বেশি উইকেট কে পাবেন—এ নিয়ে আলাপ চলতে থাকে। সাবেক ক্রিকেটাররাও তাঁদের ভাবনা জানান, দেন মতামত।

এবার যখন আরও একটি আইসিসি ইভেন্ট সামনে, তখনো একই রকম আলোচনা চলছে চারদিকে। অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক মাইকেল ক্লার্ক যেমন মনে করেন, এবারের চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতবে ভারত। শুধু যে সেরা দল বেছেই থেমেছেন, এমন নয়।

ভারতকেই চ্যাম্পিয়ন ভাবছেন মাইকেল ক্লার্ক.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভিটামিন ডি পাওয়ার জন্য কখন এবং কতক্ষণ রোদে থাকবেন?

ঈদের ছুটিতে প্রকৃতির কাছে যাওয়ার সুযোগ পেয়েছেন নিশ্চয়? আর এই সময়ে প্রাকৃতিক ভিটামিন ডি পাওয়ার সুযোগ মোটেও হাতছাড়া করবেন না। কিন্তু কড়া রোদ আপনার ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। চিকিৎসকেরা বলছেন, সাধারণত ভিটামিন ডি পেতে হলে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে রোদের সংস্পর্শে আসতে হবে। এই সময় রোদের তীব্রতা কম থাকে। এর ফলে বেশি তাপ লাগে না। ফলে ‘ইউভিবি’ রশ্মিও পাওয়া যায়।

ভারতীয় চিকিৎসক শুভাশিস ঘোষ এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে বিস্তারিত বলেছেন। এই চিকিত্সক জানাচ্ছেন, ‘‘সকাল ১০টা থেকে দুপর ৩টে পর্যন্ত রোদে যত কম বেরোনো যায়, ততই ভালো। বাইরে গেলে সানবার্ন, ত্বকের বয়স বেড়ে যাওয়া এবং ত্বকের আরও অনেক সমস্যা দেখা দিতে পারে।’’

শুভাশিষ ঘোষ আরও জানিয়েছেন,  সকালের দিকে ১০-২০ মিনিট রোদে থাকলেই প্রয়োজনীয় ভিটামিন ডি পাওয়া যায়। সকালে রোদের আঁচ কম থাকে। ফলে হালকা পোশাক পরে রোদে যাওয়া যেতে পারে। এতে শরীর ভালোভাবে ভিটামিন ডি শোষণ করতে পারে।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ