Samakal:
2025-02-22@23:25:04 GMT

বরিশালে জীবনানন্দ মেলা শুরু

Published: 18th, February 2025 GMT

বরিশালে জীবনানন্দ মেলা শুরু

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৬তম জন্মদিন উপলক্ষে বরিশাল বিএম কলেজে গতকাল সোমবার শুরু হয়েছে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলা। কলেজের উত্তরণ সাংস্কৃতিক সংগঠন এ আয়োজন করেছে। জীবনানন্দ দাশের জন্মদিনে উত্তরণ প্রতিবছর কলেজ ক্যাম্পাসে এ মেলার আয়োজন করে।

সকালে মেলা উদ্বোধনকালে বিএম কলেজ অধ্যক্ষ তাজুল ইসলাম বলেন, জীবনানন্দ দাশ এই কলেজের ছাত্র ছিলেন। পরে এখানে অধ্যাপনা করেছেন। তাঁর স্মৃতি বিএম কলেজের পরতে পরতে জড়িত। কবিতায় আমাদের কাছে অমর হয়ে আছেন কবি।

এরপর জাতীয় সংগীত গেয়ে দেশের পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় কবির প্রতিকৃতিতে। জীবনানন্দ মেলা উদযাপন পর্ষদের সদস্য সচিব জায়েদ ইবনে হারুন জানান, ২১ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। প্রতিদিনের আয়োজনে থাকবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ ছাড়া বরিশাল চারুকলার উদ্যোগে সোমবার নগরীর বান্দ রোডে শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে ‘জীবনানন্দ দাশের প্রকৃতি’ শীর্ষক এক দিনের চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বর শ ল

এছাড়াও পড়ুন:

এয়ার ইন্ডিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী

ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তাঁর কাছে ভাঙা সিটের টিকিট বিক্রি করেছে এয়ার ইন্ডিয়া। 

গতকাল শনিবার এ নিয়ে ক্ষোভ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, এয়ার ইন্ডিয়া ‘যাত্রীদের সঙ্গে প্রতারণা’ করছে। 

তিনি জানান, ভাঙা সিটের ব্যাপারে বিমানের এক ক্রুকে জিজ্ঞেস করা হলে তাঁকে বলা হয়, সিটটিতে যে ত্রুটি রয়েছে, সেটি সংস্থাকে জানানো হয়েছিল। এর টিকিট বিক্রি না করতেও বলা হয়েছিল।

এক্সে শিবরাজ সিং লেখেন, ‘পুসার কিষাণ মেলা উদ্বোধন করতে আজ আমার ভোপাল থেকে দিল্লি আসতে হয়। সেখানে বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আমার আলোচনা হয়। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নাম্বার এআই৪৩৬ এ একটি টিকিট বুক করি। আমাকে ৮সি সিটটি দেওয়া হয়। বসতে গিয়ে দেখি সিটটি ভাঙা; নিচু হয়ে আছে। সেখানে বসতে অস্বস্তি হচ্ছিল।’ এনডিটিভি। 
 

সম্পর্কিত নিবন্ধ