বারডেম হাসপাতালে প্যালিয়েটিভ কেয়ার কর্মশালা
Published: 17th, February 2025 GMT
বারডেম জেনারেল হাসপাতালে সেন্ট ক্লেয়ার হসপিসের (যুক্তরাজ্য) সহায়তায় প্রথমবারের মতো প্যালিয়েটিভ কেয়ার–বিষয়ক তিন দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে।
সোমবার সকালে বারডেম হাসপাতালের অডিটোরিয়ামে এই কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যুগ্ম মহাসচিব অধ্যাপক রশিদ-ই-মাহবুব, বারডেম জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগের পরিচালক ও প্রধান ছাড়াও বিশিষ্ট চিকিৎসক ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় দেশি ও বিদেশি বিশেষজ্ঞরা প্যালিয়েটিভ কেয়ারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আগামী বুধবার পর্যন্ত এই কর্মশালা চলবে।
এ কর্মশালার মাধ্যমে দেশে প্যালিয়েটিভ কেয়ারের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে বিশিষ্টজনেরা মত দিয়েছেন। জেরিয়াট্রিক ডে–কেয়ার সার্ভিসের মতো যুগোপযোগী চিকিৎসাসেবার সঙ্গে প্যালিয়েটিভ কেয়ার চালুর মাধ্যমে বারডেম জেনারেল হাসপাতাল আবারও দেশের স্বাস্থ্য খাতে অসামান্য অবদান রাখতে চলেছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব রড ম
এছাড়াও পড়ুন:
ছাগলনাইয়ায় সড়কের পাশে মিলল যুবকের মরদেহ
ফেনীর ছাগলনাইয়ায় বেলাল হোসেন মোছাদ্দির (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার পৌরসভার দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয়ের সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক একই ওয়ার্ডের মিন্টু মোছাদ্দিরের ছেলে।
পুলিশ জানায়, বেলাল ছাগলনাইয়া বাজারে মুদি দোকানের চাকরি করলেও প্রতিদিনের মতো মঙ্গলবার রাত দশটায় বাড়িতে আসলে তার এক ঘণ্টা পর বাড়ির পাশে দোকানে গেলে আর বাড়ি ফিরে আসেননি। বুধবার ফজরের নামাজের পর রাস্তার পাশে বেলালের মরদেহ দেখতে পায় এলাকার লোকজন।
নিহত বেলালের বাবা জানান, নিহত বেলালের মা অনেক আগেই মারা গেছেন। তাদের পারিবারিকভাবে কোনও শত্রু নেই। কিন্তু মা-হীন ছেলের মৃত্যু কীভাবে হয়েছে তা খুঁজে বের করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন। ছাগলনাইয়া থানা পুলিশ বেলালের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর এলাকায় একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। খোঁজখবর নেওয়া হচ্ছে। বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।