মানিকগঞ্জ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্য উৎসব। এ উৎসবে গত রোববার রাতে মঞ্চস্থ হয়েছে ‘দ্য ডার্ক ক্রিস্টাল’। এতে নির্দেশনা দিয়েছেন  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাট্যকার ইরা আহমেদ। 
আজ মঙ্গলবার সন্ধ্যায় ‘লাশের দেশ’ নামে নাটকের মধ্য দিয়ে শেষ হবে সাত দিনব্যাপী এ উৎসবের ঢাকা বিভাগের প্রতিযোগিতা। 
মানিকগঞ্জ জেলা কালচারাল অফিসার মুখলেসা হিরারি জানান, গত ১৩ ফেব্রুয়ারি এ উৎসব উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড.

সৈয়দ জামিল আহমেদ। এতে ঢাকা বিভাগের মানিকগঞ্জ, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, গাজীপুর ও মাদারীপুর শিল্পকলা একাডেমির নাট্যদল অংশ নিয়েছে। এখান থেকে সেরা দুটি দল জেলায় নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেবে।
‘দ্য ডার্ক ক্রিস্টাল’ নাটকের নাট্যকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইরা আহমেদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এ নাটকে ৬টি ভাগে ১৪ জন শিল্পী অভিনয় করেছেন। ক্ষমতা, পুঁজিবাদ, নারীর প্রতিবন্ধকতা, ডিজিটাল প্রতারণা, নারীর মানসিক অবস্থা, ধর্ষণ প্রভৃতি বিষয় উঠে এসেছে নাটকটিতে।
তিন সন্তান নিয়ে নাটক দেখতে এসেছেন তৃষ্ণা সরকার। তিনি বলেন, এখনকার সন্তানরা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে। এ ধরনের নাটক নিয়মিত হলে সন্তানরা অনেক কিছু শিখতে পারবে।
কলেজ শিক্ষার্থী সোহেল রানা জানান, এ ধরনের হলে বসে আগে নাটক দেখার সুযোগ হয়নি তাঁর। ‘দ্য ডার্ক ক্রিস্টাল’ নাটকটি অনেক ভালো লেগেছে। এ নাটকে সমাজের অনেক অসংগতি তুলে ধরা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
নাট্যব্যক্তিত্ব ডক্টর ইসলাম শরিফ বলেন, ভাষা আন্দোলনের সময় মুনীর চৌধুরী জেলে বসে নাটক লিখেছেন। ৫ আগস্ট পরবর্তীকালে নাটকের ক্ষেত্রে স্থবিরতা নেমে আসে। শিল্পচর্চাকে গতিশীল করতে সারাদেশে নাট্যকর্মীদের কর্মশালা হয়েছে। শিল্পকলা একাডেমির উদ্যোগে প্রতিটি বিভাগে মঞ্চস্থ হচ্ছে নাটক। এর পর বাছাই করে প্রতিটি বিভাগ থেকে দুটি দল জাতীয় পর্যায়ে নাটক মঞ্চস্থ করবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: শ ল পকল এক ড ম

এছাড়াও পড়ুন:

নতুন প্রেমিকার হাত ধরে ম্যাকাও উৎসবে আমির খান

রীনা দত্ত ও কিরণ রাও আজ আমির খানের জীবনে অতীত। গত মাসেই নতুন প্রেমের কথা জানিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট নিজেই। নতুন প্রেমিকা গৌরীর সঙ্গে সবার আলাপও করিয়ে দেন তিনি। আপাতত প্রেমের জোয়ারে ভাসছেন আমির। এবার চীনের একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল নতুন জুটিকে। 

গত শনিবার ম্যাকাও ইন্টারন্যাশনাল কমেডি অনুষ্ঠানে যোগ দেন আমির। ওই অনুষ্ঠানের এক ঝলক এক্স হ্যান্ডেলে শেয়ার করেন আমিরের এক ভক্ত।

ভিডিওতে দেখা গেছে, গায়ে কালো রঙের শাল জড়ানো আমিরের। গৌরীর পরনে ছিল শাড়ি। দু’জনে হেঁটে যাচ্ছিলেন। এক পর্যায়ে গৌরীর হাত ধরে দাঁড় করান আমির। হাসিমুখে চীনের অভিনেতা শেং টেং এবং মা লি-র সঙ্গে এই জুটিতে ছবিও তোলেন।

বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী। এক সন্তানের মা। আমির খানের সঙ্গে তার বন্ধুত্ব ২৫ বছরের। মাঝে অবশ্য বেশ কয়েক বছর যোগাযোগ ছিল না আমির ও গৌরীর। রীনা এবং কিরণের সঙ্গে বিচ্ছেদের পর ফের যোগাযোগ। বছর দেড়েক আগে মন দেওয়া নেওয়া।

প্রথমে আমির ও গৌরীর সম্পর্কের কথা জানতে পারেননি কেউ। ৬০ তম জন্মদিনে সব লুকোছাপা শেষ। কেক কাটার অনুষ্ঠানে নাকি সকলের সঙ্গে গৌরীর পরিচয় করান আমির। সূত্র: আনন্দবাজার।

সম্পর্কিত নিবন্ধ

  • আল-আকসা মসজিদে সাত শতাধিক ইসরায়েলির ‘তাণ্ডব’
  • ডিএনসিসির বৈশাখী মেলা: শহরের বুকে গ্রামীণ আবহ
  • বসুন্ধরা সিটি শপিং মলে বৈশাখী মেলা
  • আদিবাসীদের সঙ্গে নিয়েই পথ চলতে হবে
  • জাতির আসল পরিচয় তার সংস্কৃতি
  • দেশজুড়ে মেলার উৎসব-উদ্দীপনা
  • সংগীতের আবহে উৎসব
  • চৈত্র সংক্রান্তিতে বেরোবিতে ঘুড়ি উৎসব আয়োজিত
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে চৈত্রসংক্রান্তি উৎসব, শিকড়ে ফেরা, রঙে রাঙানো একদিন
  • নতুন প্রেমিকার হাত ধরে ম্যাকাও উৎসবে আমির খান