অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তির অর্থ শিগগির মিলছে না। চলতি মাসের ৫ ফেব্রুয়ারি আইএমএফের নির্বাহী পর্ষদের বৈঠকে এ প্রস্তাব ওঠার কথা ছিল। পরে তারিখটি পিছিয়ে করা হয় ১২ মার্চ। এখন ওই তারিখেও প্রস্তাব উঠছে না। আবার পিছিয়ে তা গেছে আগামী জুনে। 
গতকাল সোমবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এ কথা জানান। তিনি বলেন, জুনে দুই কিস্তির (চতুর্থ ও পঞ্চম) অর্থ ছাড়ের প্রস্তাব একসঙ্গে উঠবে আইএমএফের নির্বাহী পর্ষদের সভায়। চতুর্থ কিস্তিতে পাওয়ার কথা ৬৪ কোটি ৫০ লাখ ডলার। 
অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা বলেছি যে আমাদের কিছু কাজ আছে। তাই আমরা অত তাড়া করছি না। একটি বিষয় বলি, আপনারা তো ভাবছেন ভিক্ষা করে টাকা-পয়সা নিয়ে আসি। আসলে অনেক শর্ত মেনে এবং আমাদের নিজস্ব তাগিদে অর্থ আনতে হয়। কিছু শর্ত আছে, তা বললেই আমরা পালন করব, এমন নয়।’
সালেহউদ্দিন আহমেদ বলেন, এখন দেশের সামষ্টিক অর্থনীতি ভালো। চলতি হিসাব, আর্থিক হিসাব ও প্রবাসী আয় ইতিবাচক। তাই আমরা মরিয়া হয়ে উঠছি না। আগামী মার্চে কি আইএমএফ পর্ষদে প্রস্তাব উঠছে– এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘মার্চে নয়। আমরা বলেছি যে একটু অপেক্ষা করব। আগামী জুনে দুই কিস্তির প্রস্তাব একসঙ্গে উঠুক।’ সরকারই কি পেছানোর কথা বলেছে, নাকি আইএমএফ– এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘সরকার বলেছে। ওরাও চেয়েছে।’
আইএমএফের ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশকে প্রতিটি কিস্তি পেতে কিছু শর্ত পরিপালন করতে হচ্ছে। চতুর্থ কিস্তির জন্য গত জুনভিত্তিক  বিভিন্ন শর্তের মধ্যে কর সংগ্রহ ছাড়া সব শর্ত পূরণ হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সমকালকে জানান, শুধু চতুর্থ কিস্তির জন্য নয়, আগের কিস্তিগুলোতেও কর আহরণের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। এর পাশাপাশি মুদ্রা বিনিময় হার পুরোপুরি বাজারের ওপর ছেড়ে না দেওয়াকে কেন্দ্র করে চতুর্থ কিস্তি পিছিয়ে গেছে।
চতুর্থ কিস্তি ছাড়ের আগে শর্ত বাস্তবায়ন অগ্রগতি দেখতে এসে গত ১৯ ডিসেম্বর মিশনপ্রধান আইএমএফের গবেষণা বিভাগের ডেভেলপমেন্ট ম্যাক্রোইকোনমিকসের প্রধান ক্রিস পাপাজর্জিও অর্থ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন বলেন, চতুর্থ কিস্তির ৬৪ কোটি ৫০ লাখ ডলার ছাড়ে তারা বাংলাদেশ সরকারের সঙ্গে ঐকমত্যে পৌঁছেছেন। চলমান কর্মসূচির আওতায় ঋণের পরিমাণ বাড়িয়ে ৫৩০ কোটি করতেও তারা সম্মত।
আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচি শুরু হয় ২০২৩ সালের ৩০ জানুয়ারি। এরপর তিন কিস্তিতে সংস্থাটি থেকে প্রায় ২৩১ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। ২০২৬ সাল নাগাদ পুরো অর্থ পাওয়ার কথা রয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আইএমএফ আইএমএফ র

এছাড়াও পড়ুন:

ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে পাঁচ গান

গেল কয়েক সপ্তাহে চলচ্চিত্রের গানের পাশাপাশি কয়েকজন গায়ক-গায়িকার গান প্রকাশিত হয়েছে ইউটিউবে। আজ বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে কোন গানগুলো, একনজরে দেখে নিতে পারেন ট্রেন্ডিংয়ে থাকা গানগুলো।

‘চাঁদ মামা’
প্রকাশের ২০ দিনে ইউটিউবে আড়াই কোটি ভিউ পার করেছে ‘বরবাদ’ সিনেমার ‘চাঁদ মামা’ গানটি। ৩ মিনিট ৩ সেকেন্ড ব্যাপ্তির গানটি কথা-সুর করার পাশাপাশি এতে কণ্ঠ দিয়ে প্রীতম হাসান। তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান। ইউটিউবে ১ কোটি ৫৯ লাখের বেশি এবং প্রীতম হাসানের ইউটিউব থেকে ১ কোটি ১ লাখের বেশি ভিউ হয়েছে। দুটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাওয়ায় গানটি ড্রেন্ডিংয়ে এক ও দুই নম্বরে অবস্থান করছে।

‘তুমি আমায় ভালোবাসো’
প্রথমবার জনপ্রিয় টিভি শো ‘ইত্যাদি’তে গান গেয়ে বাজিমাত করেছেন নায়ক সিয়াম আহমেদ। ঈদের বিশেষ ইত্যাদিতে ‘তুমি আমায় ভালোবাসো’ শিরোনামে সিয়ামের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। এই দুই শিল্পী একসঙ্গে কখনও অভিনয় না করলেও ইত্যাদিতে তারা একসঙ্গে গাইলেন একটি চমৎকার রোমান্টিক গান। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। গেল ৫ এপ্রিল গানটি প্রকাশ্যের পর আজ বিকেল পর্যন্ত ৫৬ লাখ ১৫ হাজারের বেশি মানুষ এটি দেখে। ইউটিউব ট্রেন্ডিংয়ে এটি তিন নম্বরে রয়েছে।

‘কন্যা’
এবার ঈদে মুক্তি পাওয়া সিনেমার গানের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল নুসরাত ফারিয়া-ও সজলের ‘জ্বীন ৩’ ছবির গান ‘কন্যা’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। কণ্ঠের পাশাপাশি ‘কন্যা’র সুর সংগীতও করেছেন ইমরান। ১৭ মার্চ গানটি ইউটিউবে প্রকাশ করা হয়। প্রকাশে কয়েকদিন পরই এটি ইউটিউব ট্রেন্ডিংয়ে চলে আসে। ৩০ দিন পরও গানটি ইউটিউবের ট্রেন্ডিংয়ে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গানটি ভিউ পেয়েছে ১ কোটি ৫১ লাখ ৪১ হাজারের বেশি। বর্তমানে এটি ইউটিউব ট্রেন্ডিংয়ে এটি রয়েছে চার নম্বরে।

‘ঈদ মোবারাক’
গেল ২৪ মার্চ প্রকাশ পায় ‘ঈদ মোবারাক’ শিরোনামে একটি গান। গত ২৪ দিনে ৬৮ লাখ ১৬ হাজারের বেশি দেখেছে সিথি খানের গাওয়া গানটি। হানিফ খানের লেখা ও আহমেদ সজীবের সংগীত আয়োজনে গানটি বর্তমানে ইউটিউব ট্রেন্ডিংয়ের পাঁচ নম্বরে অবস্থান করছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ইসরায়েলি হামলায় একসঙ্গে পরিবারের ১০ সদস্য নিহত
  • গাজায় ইসরায়েলি হামলায় একসঙ্গে নিহত হলেন পরিবারের ১০ সদস্য
  • আইএমএফের শর্ত পূরণে চার ক্ষেত্রে পিছিয়ে বাংলাদেশ 
  • যুক্তরাষ্ট্রের শুল্কের কারণে প্রবৃদ্ধি কমলেও বৈশ্বিক মন্দার ঝুঁকি নেই: আইএমএফ
  • কিস্তি নিয়ে সমঝোতা ছাড়াই ঢাকা ছাড়ল আইএমএফ
  • চলতি মাসেই আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে সমঝোতা, জুনে চূড়ান্ত সিদ্ধান্ত
  • আইএমএফের ঋণের বাকি কিস্তি মিলবে কবে, জানা যাবে জুনে
  • ঋণের বাকি কিস্তি কবে মিলবে জানা যাবে জুনে
  • কিস্তি ছাড়ের সমঝোতা এখনো হয়নি, তবে আলোচনা চলবে: আইএমএফ
  • ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে পাঁচ গান