ভাষা আন্দোলনের অমর স্মৃতি শহীদ মিনার। বছরজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনাটি পড়ে থাকে অযত্ন-অবহেলায়। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসকে সামনে রেখে বগুড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়, পাবনার ঈশ্বরদী, কিশোরগঞ্জসহ বিভিন্ন ইউনিটের সুহৃদরা শহীদ মিনারে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন
সরকারি আজিজুল হক কলেজ
আব্দুর রউফ
ফেব্রুয়ারি আমাদের জন্য শুধু একটি ক্যালেন্ডারের মাস নয়– আমাদের গৌরব, ইতিহাস ও আত্মত্যাগের মাস। শহীদদের প্রতি সম্মান, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক হলো শহীদ মিনার।
উত্তরবঙ্গের অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজের শহীদ মিনার দীর্ঘদিন ধরে অবহেলিত। ধুলাবালি, ময়লা, গাছের শুকনো পাতা জমে অযত্নে পড়েছিল। ভাষাশহীদদের প্রতি যথাযথ সম্মান জানাতে সুহৃদ সমাবেশ সরকারি আজিজুল হক কলেজ ইউনিটের নতুন কমিটি গঠনের পর প্রথম কাজ হিসেবে শহীদ মিনার পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচিতে অংশ নেন নবগঠিত কমিটির সুহৃদ– আবু সাঈদ মিয়া, হৃদয় হোসেন, আব্দুর রউফ, সানজিদা আক্তার, সারজেল হোসেন, মুইন ইসলাম, সোহেল রানা, পারভেজ আলী, রিশান আফ্রিদি, সুমাইয়া জাহান নিপুণ, শ্রুতি রহমান, দেবাশীষ সরকার, সাদিয়া আক্তার, হোসনে আরা, সাদিয়া সাবা, কোরআতুল আইন প্রমুখ।
কর্মসূচি সম্পর্কে সুহৃদরা বলেন, ‘কলেজে ভবিষ্যতেও শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সবার মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। শহীদ মিনার শুধু একটি স্থাপনা নয়, আমাদের আত্মপরিচয়ের প্রতীক। সারাবছর পরিচ্ছন্ন ও সম্মানজনক রাখা আমাদের দায়িত্ব।’
সুহৃদ সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
কিশোরগঞ্জ
মোস্তফা কামাল
কিশোরগঞ্জ আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে সুহৃদরা। ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কর্মসূচি জাতীয় সংগীত ও শপথ পাঠের মধ্য দিয়ে শুরু হয়। পরে শিক্ষার্থীরা শহীদ মিনার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়। সমন্বয় করেন জেলা সুহৃদ সভাপতি স্বপন কুমার বর্মণ। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে শহীদ মিনারের পবিত্রতা ও মাহাত্ম্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা। সুহৃদদের দেখিয়ে দেওয়া পথে সারাবছর নিজেদের শহীদ মিনার পরিচ্ছন্ন রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। এ সময় জেলা সুহৃদ সমাবেশের উপদেষ্টা ও সমকালের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোস্তফা কামালও উপস্থিত ছিলেন।
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, কিশোরগঞ্জ
উৎস: Samakal
কীওয়ার্ড: ক শ রগঞ জ আম দ র সরক র
এছাড়াও পড়ুন:
ঈদের নামাজে মাইকের শব্দ নিয়ে সংঘর্ষ, আহত ১২
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ঈদের নামাজ আদায়ের সময় মাইকের শব্দ বাড়ানো-কমানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে।
সোমবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার দহকোলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামে স্থানীয় মাতব্বর আবুল হোসেন কাবুল ও নওয়াব আলীর সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে গ্রামের ঈদগাহে নামাজ আদায়ের সময় মাইকের শব্দ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১২ জন আহত হয়। এ সময় বেশ কয়েকটি বাড়ি-ঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরো পড়ুন:
বরিশালে প্রধান জামাতে বিএনপি-জামায়াতের নেতাদের নামাজ আদায়
সাইপ্রাসে প্রবাসীদের ঈদ উদযাপন
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়নি। কাউকে আটকও করা যায়নি।
ঢাকা/সোহাগ/বকুল