Samakal:
2025-03-28@21:39:20 GMT

বই হোক শৈশবের বন্ধু

Published: 17th, February 2025 GMT

বই হোক শৈশবের বন্ধু

রাজবাড়ী সুহৃদ সমাবেশের উদ্যোগে স্কুল পরিভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে চলছে বই পড়া প্রতিযোগিতা। কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের সুভা গল্প থেকে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে সেরাদের বই ও শিক্ষা উপকরণ পুরস্কার দেওয়া হয়। 
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ছোটবেলা থেকেই পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়তে হবে। শুধু এমন প্রতিযোগিতার জন্য নয়, জানতে হলে পড়তে হবে বই। এ আয়োজন শিক্ষার্থীদের বই পড়ার আগ্রহ বাড়াবে।
প্রতিযোগিতায় রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি কমল কান্তি সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা ও সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যাপক আহসান হাবীব, মীর মশাররফ হোসেন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সহসভাপতি ও রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাহেদ মুশতার, আনিছুর রহমান প্রমুখ।
রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে 
উৎসবমুখর প্রতিযোগিতা 
রাজবাড়ী  সরকারি  উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বই পড়া প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীরা তাদের অভিব্যক্তি প্রকাশ করে। 
আলোচনা করেন রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, জ্যেষ্ঠ শিক্ষক রেজাউল করিম, শিক্ষক ওলিউল আজম তৈমুর প্রমুখ। পুরো আয়োজনের সমন্বয় করেন সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন।
রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বই পড়া প্রতিযোগিতার ভূয়সী প্রশংসা করেন। নিয়মিত এ আয়োজন করার প্রত্যাশা করেন। 
সাধারণ সম্পাদক সুহৃদ সমাবেশ, রাজবাড়ী

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অন ষ ঠ সরক র

এছাড়াও পড়ুন:

ঈদে ভার্সেটাইল মিডিয়ার তারকাবহুল আয়োজন

ঈদের আনন্দকে আরও বেশি রঙিন করতে ভার্সেটাইল মিডিয়া নিয়ে আসছে  তারকাবহুল তিন নাটক। যে নাটকগুলোতে থাকছেন এই সময়ের সেরা নাট্যকার, নির্মাতা ও অভিনয়শিল্পীদের অংশগ্রহণ।  এতে অভিনয় করেছেন মুশফিক ফারহান,  অর্চিতা স্পর্শিয়া, নিলয় আলমগীর, হিমি, আরশ খান ও তাসনুভা তিশা। 

তিনটি বৈচিত্র্যময় গল্পের এই নাটকের একটি ‘প্রতিদান’। ফেরারি ফরহাদের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন শাহ মুহাম্মদ রাকিব। প্রবাসী এক তরুণের দেশে ফেরার পর তার অর্থ ও সম্পর্কের ক্রাইসিস নিয়ে এগিয়েছে এর গল্প। যে গল্পে প্রবাসী তরুণের চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান। তার বিপরীতে আছেন অর্চিতা স্পর্শিয়া। এতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, শিল্পী সরকার অপু, হিমে হাফিজ ও নিকোল কুমার মণ্ডলসহ অনেকেই। 

নাটকে এই সময়ের অন্যতম আলোচিত জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। এই জুটিকে নিয়ে ভার্সেটাইল মিডিয়ার নিয়ে আসছে নাটক ‘সামার ভ্যাকেশন’। নাটকটি মূলত কিছুটা কমিডি ঘরানার। কিন্তু তাতে নেই কোনো ভাড়ামি।  শহরে বড়লোক বাবার উড়ণচণ্ডি  এক জীবনকে উপভোগ করতে গ্রামে যান। এর ঘটে নানা ঘটনা। মূলত নাটকটির গল্পে অজপাড়া গায়ে সুন্দর একটি গল্প চিত্রায়িত হয়েছে এতে। নির্মাতা মাহমুদ হাসান রানার পরিচালনায় এতে নিলয়-হিমি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবরিনা রনি,জুলফিকার চঞ্চল, ইমরান আজান, আশরাফুল ইসলাম বাবু, মোহিত তমালসহ অনেকেই।

তরুণ অভিনেতা আরশ খানের সঙ্গে তাসনুভা তিশাকে জুটি করে নির্মাতা সকাল আহমেদ নির্মাণ করেছেন নাটক ‘পাপজন্ম’। নির্মাতার ভাষ্যে, একটি চমকপ্রদ গল্প, দুর্দান্ত অভিনয় আর অসাধারণ নির্মাণশৈলী দেখা যাবে নাটকটিতে। এতে বিভিন্ন চরিত্রে আরশ-তাসনুভা তিশা ছাড়াও আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু,রকি খান, শম্মা নিজাম, শাখাওয়াত শোভন,মনোজ রয়সহ অনেকেই। 

চাঁদরাত থেকে নাটকগুলো ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে। 
 

সম্পর্কিত নিবন্ধ