ঈশ্বরদীতে শহীদ মিনার পুনঃস্থাপনের দাবি
Published: 17th, February 2025 GMT
২০২২ সালের ২ ফেব্রুয়ারি রাতে গুঁড়িয়ে দেওয়া শহীদ মিনার এক মাসের মধ্যে তৈরি করার প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি। এ বাস্তবতায় ভেঙে ফেলা শহীদ মিনার পুনঃস্থাপনের দাবিতে গতকাল সাঁড়াগোপালপুর স্কুল মাঠে অবস্থান কর্মসূচি করেছে সুহৃদ সমাবেশের ঈশ্বরদী ইউনিট। এতে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা, শিক্ষক রাজিবুল আলম ইভান, আরিফুল ইসলাম, মাসুম সিদ্দিকী, আলী হোসেন প্রমুখ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
টেকনাফে পাহাড় থেকে দুজনকে অপহরণ
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাহাড় থেকে দুজনকে অপহরণের খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড় থেকে দুজনকে অপহরণ করা হয় বলে জানিয়েছেন বাহারছড়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম।
অপহৃত দুজন হলেন- জাহাজপুরা এলাকার আবছার আহমদের ছেলে আহমদ উল্লাহ (৪৮) ও আবদুস সালামের ছেলে জসিম উদ্দিন (১৮)।
ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, গরু নিয়ে পাহাড়ে যাওয়া দুজনকে মুখোশধারী সন্ত্রাসীরা গভীর পাহাড়ের দিকে নিয়ে যেতে দেখেছেন স্থানীয়রা। এখন পর্যন্ত কোনো ধরনের ফোন করা হয়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভরঞ্জন শাহ জানিয়েছেন, জনপ্রতিনিধির মাধ্যমে অপহরণের খবর পাওয়ার পর পাহাড়ি এলাকায় অভিযান চালানো হচ্ছে।