কাজের গতি নিয়ে কৃষকের টাকা নিয়ে পিআইসির ক্ষোভ
Published: 17th, February 2025 GMT
ছাতকে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ চলছে অনেকটা ধীরগতিতেই। সেই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে নির্ধারিত বরাদ্দের দ্বিতীয় কিস্তির টাকা না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন প্রকল্প কমিটির সংশ্লিষ্টরা।
প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) প্রকল্পগুলো কোথাও ৭০ ভাগ, আবার কোথাও ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। কিছু এলাকায় বাঁধের ঘাস সংগ্রহ করতে ভোগান্তিতে পড়েছে কমিটি। এসব প্রকল্পের কয়েকটি কাজ দৃশ্যমান হলেও অধিকাংশ বাঁধের কাজের গতি কম বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে পিআইসি কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন, কাজ শুরুর পর প্রথম কিস্তির মাত্র ২৩ ভাগ টাকা দেওয়া হয়েছে। তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে টেকসই বাঁধ নির্মাণের জন্য ২য় কিস্তির টাকা পরিশোধ করা দরকার।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্র মতে, কাবিটা নীতিমালা অনুযায়ী চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন হাওর রক্ষা বাঁধের ভাঙন বন্ধ করা বা মেরামতের জন্য ১৫ ডিসেম্বর কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা।
পাউবো কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত উপজেলায় পিআইসি বাস্তবায়ন কমিটির হিসাবে গড়ে ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে মোট ২৮টি প্রকল্পের অধীনে উপজেলার নোয়ারাই, জাউয়াবাজার, চরমহল্লা, দক্ষিণ খুরমা ও সিংচাপইড় ইউনিয়নে ৩ কোটি ২৯ লাখ ৭৮ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি নীতিমালা অনুযায়ী নভেম্বর মাসের মধ্যে প্রকল্প নির্ধারণ ও পিআইসি গঠনের কাজ শেষ করার কথা থাকলেও নানা জটিলতায় কমিটি গঠনে দেরি হয়। বাঁধের কাজের জন্য এলাকার স্থানীয় কৃষক ও সুবিধাভোগীদের নিয়ে পিআইসি গঠন করার কথা থাকলেও অধিকাংশ কমিটি গঠন করা হয়েছে আগের মতোই রাজনৈতিক বিবেচনায়।
রোববার সরেজমিন হাওরের একাধিক বাঁধ এলাকা ঘুরে দেখা যায়, স্থানীয় দিনমজুর ও কৃষকরা নাইন্দার, মাছুখাল, ডেকার হাওর, মির্জাখাল ও কুড়িবিলের ক্লোজারের কাজে ব্যস্ত। বাঁধগুলোতে ড্রেসিং স্লোপিং ও ঘাস লাগিয়ে পানি দেওয়ার কাজ চলছে। তবে বেশ কয়েকটি নির্মাণাধীন বাঁধের আশপাশে ঘাস না থাকায় পিআইসির প্রকল্পের লোকজন বেশ কষ্টে পড়েছেন।
কৃষকরা জানান, স্থানীয় পাউবো কর্তৃপক্ষের পক্ষ থেকে নিয়মিতই প্রকল্পের কাজ তদারকি করা হচ্ছে। বিশাল ডেকার হাওরের বাঁধটি বোরো ফসল রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ হাওরটি ছাতক উপজেলা ছাড়াও দোয়ারাবাজার, শান্তিগঞ্জ ও সুনামগঞ্জ সদর উপজেলা পর্যন্ত বিস্তৃত হওয়ায় বাঁধের পাশাপাশি এটি ক্লোজার হিসেবে পরিচিত।
১ নম্বর পিআইসি কমিটির সদস্য আবদুর নুর জানান, এখানে মাটির কাজ শেষ। ঘাস না পাওয়ায় কাজ দেরি হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা যাবে। ২৩ নম্বর পিআইসির সভাপতি নোয়ারাই ইউনিয়নের কচুদাইড় এলাকার বাসিন্দা বদরুল আলম জানান, মাটির কাজ শেষ। এখন ড্রেসিং ও স্লোপিংয়ের কাজ চলছে। আরেক কিস্তির টাকা পরিশোধ করা হলে কাজ দ্রুত শেষ করা যাবে।
জাউয়াবাজার ইউনিয়নের ১৬ নম্বর পিআইসির বুকার ভাঙ্গা-চেচান প্রকল্পের সভাপতি জাহাঙ্গীর আলম জানান, কমিটি গঠন শেষে কার্যাদেশ পাওয়ার পর হাওরে বাঁধের কাজ দ্রুতগতিতেই চলছে। এখানে বাঁধের ৭০ ভাগ কাজ সম্পন্ন করা হয়েছে। স্লোপিং ও ড্রেসিং চলমান।
একই ইউনিয়নের রাউলি গ্রামের বাসিন্দা ১৮ নম্বর পিআইসির প্রকল্পের সভাপতি জাবের আহমদ তইমুছ জানান, মাটির কাজ শেষ হয়েছে অনেক আগেই। ড্রেসিংয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ২৫ নম্বর পিআইসির সাহেব খাল বাঁধ নির্মাণ প্রকল্পের সভাপতি কামাল উদ্দিন বলেন, আমার মাটির কাজ শেষ, শুধু ঘাস লাগানোর কাজ বাকি। ঘাস অনেকদূর থেকে সংগ্রহ করে পানি আনতে হবে। মাত্র একটি বিল পেয়েছেন তারা। দ্রুত আরেক কিস্তির বিল দিলে কাজের সুবিধা হবে।
২৮টি পিআইসি প্রকল্পের মধ্যে নোয়ারাই ইউনিয়নের অতি গুরুত্বপূর্ণ নাইন্দার হাওরের বোরো ফসল রক্ষায় মাছুখাল ক্লোজারটির জন্য এখন পর্যন্ত কাজ শুরু করা যায়নি। মূলত এখানে খালের মুখ দিয়ে বেশ পানি প্রবাহিত হওয়ায় কাজ শেষ করতে কিছুটা দেরি হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
উপজেলা ‘হাওর বাঁচাও আন্দেলন’ কমিটির সাধারণ সম্পাদক শাহ্ মো.
উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ও কাবিখা কমিটির সদস্য সচিব মাসুম চৌধুরী জানান, নিয়মিতই পিআইসি বাঁধের কাজ মনিটর করছেন তারা।
উৎস: Samakal
কীওয়ার্ড: প রকল প র কম ট র স র জন য শ ষ কর উপজ ল
এছাড়াও পড়ুন:
‘নয় মাসে অর্জন করেছি এক চিমটি ঘৃণা, একমুঠো অবিশ্বাস ও এক আকাশ ভ
ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পান শফিকুল আলম।
সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় ৯ মাসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে কী অর্জন করেছেন, তা তুলে ধরেছেন তিনি।
শফিকুল আলমের ফেসবুক পোষ্ট
আরো পড়ুন:
পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ
আমাদের সম্পর্ক হিমায়িত ছিল, বাধা অতিক্রম করতে হবে: প্রধান উপদেষ্টা
বাংলাদেশের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্র সচিব
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোষ্টে শফিকুল আলম লিখেছেন, ‘গত নয় মাসে আমি কী অর্জন করেছি: এক চিমটি ঘৃণা, একমুঠো অবিশ্বাস ও এক আকাশ ভালোবাসা।’
ঢাকা/সাইফ