ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী-২০২৪ শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে অনুষদের ওসমান জামাল মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ প্রদর্শনীটি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম শেখ। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইকবাল আলী। স্বাগত বক্তব্য দেন প্রদর্শনী কমিটির আহ্বায়ক অধ্যাপক দুলাল চন্দ্ৰ গাইন।
প্রদর্শনীতে ১১ শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটেগরিতে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন– রাকিন নাওয়ার, দেওয়ান মো.

ফয়সাল হাসান পাশা, বনানী সিমলাই, মামুন অর রশিদ লিয়ন, ঐশী রানী মণ্ডল, অভিজিৎ চন্দ্র দে, অরৈনি হোসেন অথৈ, কৌস্তভ মানি পাঠক, ঝলক সাহা, তানজিলা ইসলাম ও সমুদ্র সাহা সকাল। এই প্রদর্শনী চলবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে। 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

অনুশীলনে অনুপস্থিত বাবর, কেমন হবে পাকিস্তানের একাদশ

বাবর আজম ভারতের বিপক্ষে পাকিস্তানের একাদশে থাকবেন তো? প্রশ্নটা উঠছে। কারণ, গতকাল দলের অনুশীলনে ছিলেন না বাবর। যে অনুশীলন সেশনে পিসিবি প্রধান মহসিন নাকভি উপস্থিত ছিলেন, সেখানে বাবরের না থাকা কিছু প্রশ্নের জন্ম দিয়েছে।

এর আগে ফখর জামান চোটে পড়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে। এমন অবস্থায় পাকিস্তান ভারতের বিপক্ষে অনেকটা বাঁচা মরার লড়াইয়ে নামবে। এই ম্যাচে কেমন হতে পারে পাকিস্তানের একাদশ?

পাকিস্তান দলে একটি পরিবর্তন অবশ্যম্ভাবী। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ওপেনার ফখরের জায়গায় স্কোয়াডে এসেছেন ইমাম-উল-হক। দলে আছেন আরেক ওপেনার উসমান খানও।  এরপরও আজ ইমামের খেলার সম্ভাবনাই বেশি। কারণ, উসমানের এখনো ওয়ানডে অভিষেক হয়নি। লিস্ট ‘এ’ ক্রিকেটে তিনি ব্যাটিং করেন ৪ নম্বরে।

বাবরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি পিসিবি। তিনি যদি খেলেন তাহলে ইমামের সঙ্গে ওপেন করবেন তিনি। গত ম্যাচে ওপেন করা সৌদ শাকিল ফিরতে পারেন তিন নম্বরে। চার নম্বরে রিজওয়ান ও পাঁচ নম্বরে খেলবেন সালমান আগা।

দল থেকে বাদ পড়তে পারেন তৈয়ব তাহির। তাঁর জায়গায় ফিরতে পারেন কামরান গুলাম। গত ম্যাচে ফিফটি করা খুশদিল শাহ খেলবেন লোয়ার মিডল অর্ডারে। যথারীতি থাকবেন তিন পেসার শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও এক স্পিনার আবরার আহমেদ। দুবাইয়ের উইকেটের সুবিধা নিতে চাইলেও আরেক বিশেষজ্ঞ স্পিনার খেলানোর সুযোগ তাদের নেই। স্কোয়াডেই তো আছেন শুধু বিশেষজ্ঞ স্পিনার একজন—আবরার।

ভারতের সংসার সুখের। সেখানে ফর্মের কারণেই এই মুহূর্তে কারও বাদ পড়ার সম্ভাবনা নেই। দলের কম্বিনেশনের কারণে হয়তো কেউ একাদশের বাইরে থাকতে পারেন। সে ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে বোলিং আক্রমণে। স্পিন শক্তি আরও বাড়াতে যোগ হতে পারেন বরুণ চক্রবর্তী। যদিও সেই সম্ভাবনা কম।

২৯ বছর অপেক্ষার পর ঘরের মাঠে পাকিস্তান খেলছে আইসিসির কোনো টুর্নামেন্ট। দীর্ঘ অপেক্ষার এই টুর্নামেন্ট শুরুর তিন দিনের মধ্যেই বাদ পড়ার শঙ্কায় স্বাগতিক পাকিস্তান। দেখা যাক এমন পরিস্থিতিতে পাকিস্তান জ্বলে উঠতে পারে কি না।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আগা সালমান, বাবর আজম, ইমাম-উল-হক, কামরান গুলাম, সৌদ শাকিল, খুশদিল শাহ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল (সহ-অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব/বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা।

সম্পর্কিত নিবন্ধ