পঞ্চগড় পৌর বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে মো. তৌহিদুল ইসলামকে। সোমবার বিকেলে কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিটি বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পঞ্চগড় সদর পৌরসভাধীন ওয়ার্ড কমিটিগুলো আহ্বায়ক মো.

তৌহিদুল ইসলাম এবং এক নম্বর সদস্য শামসুজ্জামান বিপ্লবের যৌথ স্বাক্ষরে অনুমোদিত হবে।

গত ২৩ নভেম্বর পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম ও সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ স্বাক্ষরিত পঞ্চগড় পৌর বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। ওই কমিটিতে মো. তৌহিদুল ইসলামকে আহ্বায়ক ও আবদুল বারীকে সদস্যসচিব করা হয়েছিল। পরে ১৫ ডিসেম্বর জেলা বিএনপি কার্যালয়ে পৌর বিএনপির ওই নবগঠিত কমিটির পরিচিত সভাও অনুষ্ঠিত হয়েছিল। এরপর পৌর বিএনপির ওই আহ্বায়ক কমিটি পৌরসভা এলাকার নয়টি ওয়ার্ডে ওয়ার্ড কমিটি গঠন করেছে।

মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘এর আগে জেলা বিএনপি থেকে ৩১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়ে ছিল। এবার ঢাকা থেকে ৪১ সদস্যবিশিষ্ট আরেকটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। দুটি কমিটিতেই আমি আহ্বায়ক। এবারের যে কমিটি দেওয়া হয়েছে, সেখানে নতুন করে আরও ১০ জনকে যুক্ত করা হয়েছে। তবে আগের আহ্বায়ক কমিটি ঘোষণার পর আমরা নয়টি ওয়ার্ডে কমিটি করেছি।’

নতুন আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য শামসুজ্জামান বিপ্লব বলেন, ‘এখানে সবাই তো বিএনপিরই। আর আমাদের আহ্বায়ক সাহেব তো সবারই মুরুব্বি। আমরা আহ্বায়কের সঙ্গে কথা বলে, বাকি কাজগুলো একসঙ্গেই করব। আর ওয়ার্ড কমিটিগুলোর বিষয়ে সবাই আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।’

২০০৯ সালে পঞ্চগড় পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে মো. তৌহিদুল ইসলাম সভাপতি, এ বি এম আখতারুজ্জামান শাহজাহান সাধারণ সম্পাদক এবং আবদুল্লাহ আল মামুন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরে ৭১ সদস্যবিশিষ্ট পৌর বিএনপির পূর্ণাঙ্গ গঠন করা হয়েছিল। ২০১৯ সালে পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করা হলেও আর কমিটি গঠিত হয়নি। সর্বশেষ গত বছরের ২৩ নভেম্বর ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার পর ওই কমিটিতে আরও ১০ জন সংযুক্ত করে। এবার ৪১ সদস্যবিশিষ্ট  আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত হ দ ল ইসল ম হয় ছ ল সদস য

এছাড়াও পড়ুন:

তটিনীর ভ্রমণকাহিনি: সূর্যাস্তের সেই সৌন্দর্য আজও মনে গেঁথে আছে

নাটকের শুটিংয়ে অস্ট্রেলিয়া গিয়েছিলেন অভিনয়শিল্পী তানজিম সাইয়ারা তটিনী। কাজে একটু ফুরসত পেলেই ঘুরে বেড়িয়েছেন দেশটির এ-শহর, ও-শহর। শোনালেন তেমনই একটি অভিজ্ঞতা।

অস্ট্রেলিয়ায় একাধিক নাটকের শুটিং। তাই বলে একটু ঘুরব না! সহশিল্পী খায়রুল বাসারের সঙ্গে বিষয়টা নিয়ে কথাও বলেছিলাম। কিন্তু সিডনিতে টানা শুটিংয়ে সময় বের করাটাই কঠিন হয়ে পড়ল। একঘেয়েমিও পেয়ে বসল। মন চাইছিল কোথাও একটু ঘুরতে যাই। এর মধ্যেই পাওয়া গেল বিরতি। সময়টা ঘুরেফিরে কাটাতে পারলে মন্দ হয় না। ব্যবস্থা করে দিল আমার কাজিন। সে-ও আমার অবসরের অপেক্ষায় ছিল সস্ত্রীক। সিদ্ধান্ত হলো তাদের সঙ্গে লা-পেরুজে যাব।

হলিউডের অনেক সিনেমার শুটিং সিডনির এই শহরতলিতে হয়েছে। জায়গাটা পর্দায় দেখা। সিনেমার সেসব দৃশ্যের কথা মনে পড়তেই আনন্দে নেচে উঠল মন। লা পেরুজের সূর্যাস্তের কথা তো কতই শুনেছি। পরে আমার কাজিনদের কাছ থেকেও জানলাম। তারাও অনেকবার গিয়েছে।

লা পেরুজে পৌঁছেই মনটা ভালো হয়ে গেল। পরিচ্ছন্ন আর খোলামেলা সৈকত, আবহাওয়াটাও দারুণ।

গাঙচিলদের সঙ্গে কিছুটা সময়

সম্পর্কিত নিবন্ধ