তাত্ত্বিক -
সন্নিকটে অবস্থান; সম্পর্কের দৃঢ় ভিত্তি
ভদ্রতা আর বিনয়ী; সুসম্পর্কের টনিক
যোগাযোগ আর কেয়ার; সুসম্পর্কের আয়ু।
আর বাস্তবে যা ঘটে-
সন্নিকটে অবস্থান; অবহেলার পাত্র হওয়া
ভদ্রতা আর বিনয়ী; সুম্পর্কের ব্যাধি- দুর্বল ভাবা,
যোগাযোগ আর কেয়ার; সুম্পর্কের ক্যান্সার- যেন এক মরণব্যাধি।
ফলাফল-
সন্নিকটের গুরুত্ব হারিয়ে ফেললে বুঝে আসে তার সুফল-কুফল,
ভদ্রতা আর বিনয়ী কতটা ছিল দামী; বুঝে তখন, দূরত্ব হয় যখন।
যোগাযোগ আর কেয়ার কত উপকারী; বিপদে পড়িলে আর পাবে না তাহারে, তখন বুঝিবে কি ভুল করেছিল জীবনে।
করণীয়-
অবহেলার পাত্র হওয়ার আগে, দূরত্ব তৈরি করে গুরুত্ব বুঝানো,
ভদ্রতা আর বিনয়ী, যোগাযোগ আর কেয়ার'কে দুর্বল ভাবার আগে যোগ্যতার চেয়ে বেশি গুরুত্ব না দেওয়া।
সারকথা-
সময় পার হলে, দূরত্ব তৈরি হলে, সব হারিয়ে গুরুত্ব বুঝে লাভ নেই।
আরো পড়ুন
বইমেলায় সাংবাদিক কাজী আনিসুল হকের ‘স্বয়ং বাংলাদেশ’
পাঠক প্রিয়তা পাচ্ছে সাব্বির সেন্টু’র ‘স্বপ্নভরা দুটি চোখ’
ইতিহাসের এক আকড় গ্রন্থ ‘নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য’
বইমেলায় প্রিন্সের “জোছনা ছুঁয়ে যায়” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
বাজারে এলো অন্যকাল’র মাতৃভাষা দিবস সংখ্যা
একুশের বইমেলায় প্রিন্সের কাব্যগ্রন্থ ‘জোছনা ছুঁয়ে যায়’
অমর একুশে বইমেলায় লিজা কামরুন্নাহারের দু’টি বই
সাব্বির সেন্টু’র উপন্যাস গ্রন্থ ‘স্বপ্নভরা দুটি চোখ’র মোড়ক উম্মোচ
২৩১/১ বঙ্গবন্ধু সড়ক (৬ষ্ঠ তলা, লিফটের ৫)
নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন, নারায়ণগঞ্জ
নির্বাহী সম্পাদক: মোশতাক আহমেদ (শাওন)
ফোন:+৮৮০১৯৩৩-৩৭৭৭২৪
ইমেইল : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।
© ২০২৫ | সকল স্বত্ব নারায়ণগঞ্জ টাইমস কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ গ আর ক য় র বইম ল য়
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে নিখোঁজের ছয় দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ছয় দিন পর সিরাজুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকার বালুর মাঠের ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সিরাজুল ইসলাম সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, তিনি বয়সজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। ৬ এপ্রিল সকালে বাড়ি থেকে হাঁটতে বের হয়ে আর ফেরেননি সিরাজুল। ওই দিন সন্ধ্যায় তাঁর ছেলে শামীম রেজা সোনারগাঁ থানায় একটি ডায়েরি করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল আটটার দিকে স্থানীয় বাসিন্দারা কান্দারগাঁও এলাকায় মেঘনা শাখানদীর পাশের বালুর মাঠে ঝোপের ভেতর একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে পরিবারের সহায়তায় মরদেহটি সিরাজুল ইসলামের বলে শনাক্ত করে। বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, ‘নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে হচ্ছে—এটি স্বাভাবিক মৃত্যু। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছি।’