চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে সন্দ্বীপ চ্যানেলে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বাধা দেওয়ায় রাম জলদাস (৩২) নামের এক জেলেকে লোহার রড দিয়ে পিটিয়ে সাগরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর ছোট ভাই লিটন জলদাসকে (২৭) অপহরণ করে নিয়ে যায় তারা।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভুক্তভোগীর পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা মৎস্য কর্মকর্তা, সীতাকুণ্ড থানা-পুলিশ, কুমিরা নৌ পুলিশ ও কোস্টগার্ডের শরণাপন্ন হন। নিখোঁজ রাম জলদাসের বাড়ি বাড়বকুণ্ড ইউনিয়নে।

ওই এলাকার জেলে প্রদীপ জলদাস প্রথম আলোকে বলেন, সকাল ১০টার দিকে রাম জলদাস ও তাঁর ভাই লিটন জলদাস মাছ ধরার জন্য সন্দ্বীপ চ্যানেলে যান। তাঁদের জাল যেখানে বসানো রয়েছে, সেখানে দখলদার একদল লোক বালু উত্তোলন করছিলেন। ফলে জালের খুঁটি ভেঙে যাওয়ার অবস্থা তৈরি হয়। এতে বাধা দেন রাম জলদাস। এরপর শুরু হয় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি। এ সময় বালু উত্তোলন করতে থাকা লোকজন একটি লোহার রড দিয়ে রাম জলদাসের মাথায় আঘাত করে সাগরে ফেলে দেন। ভাইকে সাগরে ফেলে দেওয়ার পর চিৎকার করতে থাকেন লিটন জলদাস। এ সময় তাঁকে নৌকা থেকে একটি বাল্কহেডের তুলে নিয়ে নোয়াখালীর দিকে চলে যায় দুষ্কৃতকারীরা। পরে বাল্কহেড থেকে লিটন জলদাস তাঁর এক বন্ধুকে ফোন করেন। এরপর খবরটি জানাজানি হয়।

প্রদীপ জলদাস প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে তাঁদের এলাকায় বালু উত্তোলনকারী বাল্কহেড চলাচলের জন্য সাগরে বসানো জাল কেটে দিচ্ছিল দুষ্কৃতকারীরা। তাঁরা বাধা দিলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। তাঁরা বিষয়টি উপজেলা মৎস্য কর্মকর্তাকে জানিয়েছেন। কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি।

উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনকারী লোকজন জেলেদের জাল কেটে দেওয়ার অভিযোগ তিনি পেয়েছেন। তিনি মাসিক আইনশৃঙ্খলা মিটিং এ বিষয়টি নিয়ে অভিযোগও করেছেন। কিন্তু বালু উত্তোলন বন্ধ হয়নি। কয়েক দিন আগে তিনজন বালু উত্তোলনকারীকে ১৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছিল। এলাকার জেলে সর্দার তাঁকে জানান, বালু উত্তোলনকারী লোকজন তাঁদের এলাকার এক জেলেকে রোড দিয়ে পিটিয়ে সাগরে ফেলে দিয়েছেন। পাশাপাশি তাঁর এক ভাইকে অপহরণ করেছেন। তিনি বিষয়টি তাৎক্ষণিক উপজেলায় ইউএনওকে জানান।

ইউএনও ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এক জেলেকে মারধর করে সাগরে ফেলে দেওয়ার খবর পেয়ে তিনি কোস্টগার্ড, নৌপুলিশ এবং থানা-পুলিশকে বিষয়টি জানিয়েছেন। এ নিয়ে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং সীতাকুণ্ড থানা-পুলিশ কাজ করছে বলে জানান। উদ্ধারে অংশ নিয়েছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরাও।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

বান্দরবানের লামার অপহরণ চক্রের চারজন গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি দিলেন একজন

বান্দরবানের লামায় অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের গ্রেপ্তার চারজনের মধ্যে একজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। রাবারবাগানের ২৬ শ্রমিক অপহরণ ও মুক্তিপণ নেওয়ার কথা স্বীকার করেছেন তিনি। জবানবন্দি দেওয়া ব্যক্তির নাম শিমন ত্রিপুরা। তিনি আজ শনিবার বান্দরবানের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেন বলে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানিয়েছেন।

জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপহরণকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারের জন্য লামা ও বান্দরবান সদর উপজেলায় অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন থানচি উপজেলার রেমাক্রির হালিরামপাড়ার পিতরাম ত্রিপুরার ছেলে শিমন ত্রিপুরা, রোয়াংছড়ি উপজেলার সাজু ত্রিপুরার দুই ছেলে জ্যাকসন ত্রিপুরা ও প্রশান্ত ত্রিপুরা এবং লামার গজালিয়ার গতিরামপাড়ার খবিচন্দ্র ত্রিপুরার ছেলে জয়ন্ত ত্রিপুরা। তাঁরা ১৬ ফেব্রুয়ারি লামা ফাঁসিয়াখালীর মুরুংঝিরির ছয়টি রাবারবাগান থেকে ২৬ শ্রমিককে অপহরণ করেন। দুই দিন পর ১০ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে শ্রমিকদের ছেড়ে দেওয়া হয়েছে।

চারজনকে গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ে ব্যবহৃত সিম, সাতটি মুঠোফোন, দুটি মোটরসাইকেল, দুটি টর্চলাইট পাওয়া যায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল করিম জানিয়েছেন, এই অপহরণকারী চক্র চলতি বছরের শুরু থেকে লামায় অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছে। তাঁদের দলে ১৪ থেকে ১৬ জন সদস্য রয়েছেন। গ্রেপ্তার শিমন ত্রিপুরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারার জবানবন্দিতে স্বীকার করে বলেছেন, তাঁরা মুরুংঝিরি থেকে ২৬ শ্রমিক ছাড়াও সরই ইউনিয়নে গত ৪ জানুয়ারি তামাকখেতের একজন ও ১৬ জানুয়ারি সাতজন শ্রমিককে অপহরণ করে মুক্তিপণ আদায় করেছেন। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • বান্দরবানের লামার অপহরণ চক্রের চারজন গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি দিলেন একজন
  • মারধর করে সাগরে ফেলে দেওয়া জেলের মরদেহ উদ্ধার
  • পিটিয়ে সাগরে ফেলে দেওয়া জেলের লাশ উদ্ধার
  • নৌকাসহ ১৯ মাঝিমাল্লাকে অপহরণ করল আরাকান আর্মি
  • নাফ নদী থেকে আবারও ১৯ জেলেকে অপহরণ করল আরাকান আর্মি