স্মার্টফোন ব্যবহারকারীদের সতর্ক করল এফবিআই
Published: 17th, February 2025 GMT
স্মার্টফোন ব্যবহারকারীদের প্রতারণা থেকে রক্ষা রাখতে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সংস্থাটি জানিয়েছে, সম্প্রতি প্রতারকেরা ফোনকল ও এসএমএসের মাধ্যমে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য ও অর্থ হাতিয়ে নিতে নতুন নতুন কৌশল অবলম্বন করছে। এ ধরনের প্রতারণা আগের তুলনায় আরও বাস্তবসম্মত হওয়ায় সহজেই ব্যবহারকারীরা বিভ্রান্ত হচ্ছেন।
এফবিআইয়ের তথ্যমতে, প্রতারকেরা ‘স্পুফিং’ প্রযুক্তির মাধ্যমে সরকারি সংস্থা বা ব্যাংকের প্রাতিষ্ঠানিক নম্বর থেকে ফোনকল করছে। ফলে ফোনকলটি আসল ভেবে অনেকে প্রতারণার শিকার হচ্ছেন। কিছু ক্ষেত্রে প্রতারকেরা নিজেদের মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ভীতি দেখায়। তারা দাবি করে, ভুক্তভোগীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয়েছে বা শুল্কসংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। এরপর সমস্যা দ্রুত সমাধানের কথা বলে নির্দিষ্ট ফি বা জরিমানা পরিশোধের নির্দেশ দেয়। অনেক ক্ষেত্রে প্রতারকেরা ফোনে সফটওয়্যার বা অ্যাপ ডাউনলোড করতে বলে, যা ইনস্টল করলেই স্মার্টফোনে ম্যালওয়্যার প্রবেশ করে ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকি বাড়িয়ে দেয়। এই প্রতারণার মাত্রা এতটাই বিস্তৃত যে প্রতারকেরা বিভিন্ন দেশের স্থানীয় পুলিশ বিভাগের সদস্য পরিচয়েও ফোনকল করে থাকে।
প্রতারণার আরেকটি কৌশল হলো ভুয়া টোল বিল পরিশোধের দাবি করে এসএমএস পাঠানো। এসব বার্তায় নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের কথা উল্লেখ থাকে এবং একটি লিংক দেওয়া হয়, যেখানে ক্লিক করে অর্থ পরিশোধ করতে বলা হয়। ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) জানিয়েছে, এসব বার্তার মাধ্যমে শুধু অর্থ হাতিয়ে নেওয়া নয়, ব্যক্তিগত তথ্যও চুরি করা হয়। তবে প্রতারকেরা লক্ষ্য নির্ধারণে ভুল করছে, যার ফলে এমন অনেক ব্যক্তি এসব বার্তা পাচ্ছেন, যাঁরা কখনো সংশ্লিষ্ট টোল সিস্টেম ব্যবহার করেননি বা ওই রাজ্যের সঙ্গে কোনো সংযোগ নেই।
এ ধরনের প্রতারণা থেকে নিরাপদ থাকতে সবাইকে সতর্ক থাকতে হবে। অপরিচিত বা সন্দেহজনক নম্বর থেকে ফোন এলে ব্যক্তিগত তথ্য প্রকাশ করা যাবে না। যদি কেউ সরকারি সংস্থা বা ব্যাংকের পরিচয়ে ফোন করে, তাহলে নম্বরটি যাচাই করা জরুরি। সন্দেহ হলে সংশ্লিষ্ট সংস্থার অফিশিয়াল নম্বরে ফোন করে নিশ্চিত হতে হবে। একইভাবে কোনো লিংক পাঠানো হলে সেটিতে ক্লিক করা যাবে না এবং ব্যাংক বা কার্ডের তথ্য দেওয়া উচিত নয়। প্রতারণার শিকার হলে দ্রুত স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে হবে।
সূত্র: ডেইলি মেইল
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইসরায়েলে ৩ বাসে বিস্ফোরণ
ইসরায়েলের প্রাণকেন্দ্রে তেল আবিবের দুটি এলাকায় পর পর তিনটি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। তবে এই ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বিস্ফোরণের পর তেল আবিব শহরতলির ব্যাট ইয়ামের হালকা রেললাইনে সকল রেল চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া ইসরায়েলজুড়ে বাস চালকদেরও তাদের গাড়ি থামাতে এবং সন্দেহজনক বস্তু আছে কিনা তা তল্লাশি করার নির্দেশও দেওয়া হয়।
শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তেল আবিব শহরতলির ব্যাট ইয়াম এবং হোলোনের পার্কিং লটে তিনটি খালি বাসে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে।
পুলিশের একটি বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণস্থলে বিপুল সংখ্যক অফিসার মোতায়েন করা হয়েছে, সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পরীক্ষা-নিরীক্ষা করছেন যাতে সেখানে কোনও অতিরিক্ত বিস্ফোরক ডিভাইস বা সন্দেহজনক বস্তুর উপস্থিত না থাকে।
পুলিশ ঘটনাস্থল থেকে ছবিও প্রকাশ করেছে কিন্তু বিস্ফোরণের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
পুলিশ হোলোন এবং ব্যাট ইয়ামে বাসের সাথে সংযুক্ত দুটি অবিস্ফোরিত ডিভাইসও খুঁজে পেয়েছে বলে ইয়েদিওথ আহরোনোথের প্রতিবেদনে বলা হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও পরে জানিয়েছে, ব্যাট ইয়ামে পাওয়া ডিভাইসগুলোর একটিতে (অধিকৃত পশ্চিম তীরের) “তুলকারেম ক্যাম্পে (হামলার) প্রতিশোধ” লেখা ছিল।
ইসরায়েলের আরেক সংবাদমাধ্যম চ্যানেল ১২ পরে জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইসরায়েলি সেনাবাহিনীকে বিস্ফোরণের প্রতিক্রিয়ায় পশ্চিম তীরে সামরিক অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন।
এদিকে চ্যানেল ১৩ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, নেতানিয়াহু বাসে বিস্ফোরক ডিভাইস লাগানোর বিষয়টিকে অত্যন্ত গুরুতর বলে মনে করেন এবং পশ্চিম তীরে সশস্ত্র গ্রুপগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবেন।