বিয়েতে বাবাকে আমন্ত্রণ জানাননি প্রতীক, মুখ খুললেন নববধূ পূজা
Published: 17th, February 2025 GMT
১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবসের দিন দীর্ঘদিনের প্রেমিকা পূজা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন বলিউড অভিনেতা প্রতীক বব্বর। এই বিয়েতে ছিল না কোনো জাঁকজমক। গোপনে, অনাড়ম্বরভাবে প্রতীক আর প্রিয়া চিরবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু প্রতীকের বাবা তথা বলিউডের অভিনেতা রাজ বব্বর ছেলের বিয়েতে হাজির ছিলেন না। হাজির ছিলেন না প্রতীকের দুই সৎভাই–বোন। তাই এই বিয়ে নিয়ে এখন জোর আলোচনা বিটাউনে। সম্প্রতি নববধূ পূজা আর এদিকে প্রতীকের সৎভাই আরিয়া বব্বর এ নিয়ে মুখ খুলেছেন। এদিকে চুপ আছেন রাজ বব্বর।
প্রতীক নিজের নাম বদলে প্রতীক স্মিতা পাতিল করে ফেলেছেন। বলিউডের প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী স্মিতা পাতিলের ছেলে প্রতীক। প্রতীক আর পূজা পাঁচ বছর ধরে ‘লিভ ইন’ সম্পর্কে আছেন। ভালোবাসা দিবসের দিন তাঁরা তাঁদের সম্পর্ককে নতুন নাম দিয়েছেন। তবে প্রতীকের বিয়েতে বব্বর পরিবার থেকে কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি বলে জোর আলোচনা সর্বত্র।
সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে এক সাক্ষাৎকারে প্রিয়া বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমরা যেমনটা ভেবেছিলাম, আমাদের বিয়ে সে রকমভাবেই হয়েছে। আমাদের বিয়েটা ব্যক্তিগত ছিল। আর এই বিয়েতে তাঁরাই উপস্থিত ছিলেন, যাঁরা আমাদের ভালোবাসেন। আমাদের বিয়েটা আরও বিশেষ ছিল; কারণ, আমরা প্রতীকের মায়ের বাড়িতে বিয়ে করেছি। তিনি এই বাড়িটা কিনেছিলেন, যাতে প্রতীকের সঙ্গে বাড়িটাতে থাকতে পারেন, কিন্তু দুর্ভাগ্যবশত এমনটা ঘটেনি। আমাদের বিশ্বাস যে এটা আমাদের জন্য ওনার উপহার। তিনি চাইতেন যে এই বাড়িটাতে আমরা বিয়ে করি, আমরা তাই-ই করেছি।’
বিয়ের আসরে পূজা ও প্রতীক। ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম দ র ব
এছাড়াও পড়ুন:
গরমে স্বস্তির পানীয়
চড়া রোদ আর তীব্র গরমে জীবন যখন হয়ে ওঠে ক্লান্তিকর, তখন এক গ্লাস ঠান্ডা পানীয় যেন স্বস্তির চুমুক। এই গরমে শরীর ঠান্ডা রাখতে কিছু সুস্বাদু ও উপকারী পানীয়ের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী ইসরাত জাহান লাকী
ফ্রুট পাঞ্চ
উপকরণ: তরমুজের রস ১ কাপ, ১টি লেবুর রস, আনারসের রস ১ কাপ, সুগার সিরাপ ১ কাপ, বরফ পরিমাণমতো, লবণ ১ চিমটি।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।
কোল্ড ডেভিনশন
উপকরণ: ঘন দুধ ২ কাপ, ভ্যানিলা আইসক্রিম ৪ স্কুপ, চকলেট হরলিক্স সিকি কাপ, চিনি সিকি কাপ ও বরফ।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় ১/২ কাপ নিউট্রেলা বা নসিলা দিলে নিউট্রেলা সেক হয়ে যাবে। এর সঙ্গে ৪ পিচ ওরিও গুঁড়া করে দিতে হবে। পরিবেশনের সময় ওপরে চকলেট কুচি দিয়ে পরিবেশন করতে হবে।
স্মোক ম্যাংগো ধামাকা
উপকরণ: কাঁচা আম ২টি, সরিষার তেল পরিমাণমতো, চিনি সিকি কাপ, কাঁচামরিচ ১টি, কাসুন্দি ১ টেবিল চামচ, টালা জিড়া গুঁড়া ১/২ চামচ, পানি দেড় কাপ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, সামান্য লবণ, বরফ কুচি।
প্রস্তুত প্রণালি: কাঁচা আমের গায়ে তেল মাখিয়ে নিয়ে চুলায় পুড়িয়ে নিন। এরপর পোড়া আম পানি দিয়ে সেদ্ধ করুন। আমের সঙ্গে সব উপকরণ মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
ব্লু মুন ড্রিংকস
উপকরণ: বরফ কুচি ৪/৫ কিউব, সোডা ওয়াটার ১ গ্লাস, লেবুর রস ১ টেবিল চামচ, নীল রঙের ফুড কালার ১ ড্রপ, লবণ ১ চিমটি।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। তারপর লেবুর স্লাইজ ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে
পরিবেশন করুন।