১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবসের দিন দীর্ঘদিনের প্রেমিকা পূজা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন বলিউড অভিনেতা প্রতীক বব্বর। এই বিয়েতে ছিল না কোনো জাঁকজমক। গোপনে, অনাড়ম্বরভাবে প্রতীক আর প্রিয়া চিরবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু প্রতীকের বাবা তথা বলিউডের অভিনেতা রাজ বব্বর ছেলের বিয়েতে হাজির ছিলেন না। হাজির ছিলেন না প্রতীকের দুই সৎভাই–বোন। তাই এই বিয়ে নিয়ে এখন জোর আলোচনা বিটাউনে। সম্প্রতি নববধূ পূজা আর এদিকে প্রতীকের সৎভাই আরিয়া বব্বর এ নিয়ে মুখ খুলেছেন। এদিকে চুপ আছেন রাজ বব্বর।

প্রতীক নিজের নাম বদলে প্রতীক স্মিতা পাতিল করে ফেলেছেন। বলিউডের প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী স্মিতা পাতিলের ছেলে প্রতীক। প্রতীক আর পূজা পাঁচ বছর ধরে ‘লিভ ইন’ সম্পর্কে আছেন। ভালোবাসা দিবসের দিন তাঁরা তাঁদের সম্পর্ককে নতুন নাম দিয়েছেন। তবে প্রতীকের বিয়েতে বব্বর পরিবার থেকে কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি বলে জোর আলোচনা সর্বত্র।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে এক সাক্ষাৎকারে প্রিয়া বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমরা যেমনটা ভেবেছিলাম, আমাদের বিয়ে সে রকমভাবেই হয়েছে। আমাদের বিয়েটা ব্যক্তিগত ছিল। আর এই বিয়েতে তাঁরাই উপস্থিত ছিলেন, যাঁরা আমাদের ভালোবাসেন। আমাদের বিয়েটা আরও বিশেষ ছিল; কারণ, আমরা প্রতীকের মায়ের বাড়িতে বিয়ে করেছি। তিনি এই বাড়িটা কিনেছিলেন, যাতে প্রতীকের সঙ্গে বাড়িটাতে থাকতে পারেন, কিন্তু দুর্ভাগ্যবশত এমনটা ঘটেনি। আমাদের বিশ্বাস যে এটা আমাদের জন্য ওনার উপহার। তিনি চাইতেন যে এই বাড়িটাতে আমরা বিয়ে করি, আমরা তাই-ই করেছি।’

বিয়ের আসরে পূজা ও প্রতীক। ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম দ র ব

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাকের ধাক্কায় মহিউদ্দিন (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বলুহর মৎস্য হ্যাচারি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত মহিউদ্দিন রাজাপুর গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে। তিনি রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহিউদ্দিন কোটচাঁদপুর বাজার থেকে মোটরসাইকেলে রাজাপুরের নিজ বাসায় ফিরছিলেন। বলুহর মৎস্য হ্যাচারি এলাকায় সাবদারপুর থেকে কোটচাঁদপুরগামী একটি কলা বোঝাই ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন মহিউদ্দিন। এলাকাবাসী তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

সাভারে ২টি সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ 

কাশিয়ানীতে দুই বাসের সংঘর্ষে নিহত ২

কোটচাঁদপুর মডেল থানার ওসি কবীর হোসেন মাতুব্বর বলেন, “ঘটনা শুনেছি। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।”

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ