আসন্ন রমজান ও গ্রীষ্মকালে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি হবে না বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তবে সম্ভাব্য সংকট মোকাবিলায় সচিবালয়সহ সরকারি-বেসরকারি অফিস, মসজিদ ও বাসাবাড়িতে এসির (শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র) তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

এসব তদারকির জন্য সারা দেশে নিয়ন্ত্রণ দল গঠন করা হবে বলেও জানান তিনি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ডিসি সম্মেলনে অংশ নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব বলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ‘‘গ্রীষ্মে লোডশেডিং কমাতে সচিবালয়ে এসির ডিগ্রি ২৫-২৬ তে রাখার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নজরদারিতে রাখতে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেবে বিদ্যুৎ মন্ত্রণালয়। একই চিঠি যাবে বাংলাদেশ ব্যাংকে। আর ধর্ম উপদেষ্টার মাধ্যমে মসজিদে এ নিয়ে বয়ান দেওয়ার অনুরোধ করা হবে।’’

ফাওজুল কবীর বলেন, ‘‘আসছে গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ-এর কারণে যাতে সেচের সমস্যা না হয়, তা তদারকির জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। সেচ কাজকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ সঞ্চালন বাড়াতে চায় সরকার। শুধু সেচেই ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। এটার ঘাটতি যাতে না হয়, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে ডিসিদের।’’

উপদেষ্টা আরো বলেন, ‘‘গ্যাস সংকট কাটাতে এলএনজি এবং কয়লা আমদানির সিদ্ধান্ত বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের। এজন্য অর্থ ছাড় করতে চিঠি দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়কে।’’

ঢাকা/হাসান/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট মন ত র

এছাড়াও পড়ুন:

২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে নিজের সঙ্গে ‘সৎ’ থাকতে চান মেসি

আর্জেন্টিনার ফুটবল নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন সম্ভবত—লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না? মেসি নিজেই এ নিয়ে কথা বলেছেন এর আগে। গত বছর নভেম্বরে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, তিনি এখনো নিশ্চিত নন। আগে বছরটা ভালোভাবে শেষ করতে চান। ২০২৬ বিশ্বকাপের পথে এগোতে চান প্রতিটি দিন ধরে ধরে।

আরও পড়ুনইউনাইটেডের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে শিশুটির চোখে পানি, ঠোঁটে হাসি১ ঘণ্টা আগে

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মেসির আগামী বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন গত মার্চে। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে হারানোর পর স্কালোনি বলেছিলেন, দেখা যাক কী হয়, এখনো তো হাতে সময় আছে। মেসির সিদ্ধান্ত মেসিকেই নিতে হবে বলে জানিয়েছিলেন স্কালোনি।

মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি

সম্পর্কিত নিবন্ধ