রাজধানীর একটি হোটেলে মেঘনা ব্যাংক পিএলসির আয়োজনে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় ‘ব্রাঞ্চ বিজনেস ডায়ালগ: অ্যালাইনিং স্ট্র্যাটেজি অ্যান্ড ভিশন’।

এ সময় উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ, পরিচালক এস এম জাহাঙ্গীর আলম, উজমা চৌধুরী, মো. মাহমুদুল আলম, তারানা আহমেদ এবং প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক কাজী আহ্সান খলিল।

অনুষ্ঠানে ব্যাংকটির শাখা ও উপশাখার ব্যবস্থাপকেরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ব্যাংকের ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য কৌশলগত মতামত উপস্থাপন করেন। অংশগ্রহণমূলক এই আলোচনার মাধ্যমে শাখা ব্যবস্থাপক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং ব্যাংকের শীর্ষ পর্যায়ের মধ্যে মতবিনিময় হয়, যা ব্যাংকের দীর্ঘ মেয়াদে উন্নয়নের দিকনির্দেশনা প্রদান করবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশাবাদ ব্যক্ত করেন।

মেঘনা ব্যাংকের ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ বলেন, ‘আমাদের গ্রাহকেরা আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার, তাই ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি গ্রাহকসেবাকেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব।’

মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী আহ্সান খলিল বলেন, ‘আমাদের ব্যাংকের প্রতিটি শাখা-উপশাখায় ম্যানেজাররা ব্যাংকের উন্নয়নে সর্বোচ্চ শ্রম দিচ্ছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ২০২৫ সালে সবার সম্মিলিত প্রচেষ্টায় মেঘনা ব্যাংক সফলতার শীর্ষে অবস্থান করবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবস থ

এছাড়াও পড়ুন:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট - www.jnu.ac.bd অথবা https://jnuadmission.com অথবা www.admission.jnu.ac.bd-এ ফলাফল জানা যাবে।

আরও পড়ুনআইডিবি দেবে ৭২০ ঘণ্টা প্রশিক্ষণ, মিলবে হাতখরচের অর্থ২৩ মার্চ ২০২৫

বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ৮ হতে ১৭ এপ্রিল পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা ওয়েবসাইটটে লগইন করে বিষয় পছন্দ (Subject Choice) দিতে পারবেন।

আরও পড়ুনএসএসসি ২০২৫-এর একটি পরীক্ষা পেছাল, নতুন রুটিনে কোন পরীক্ষা কবে২০ মার্চ ২০২৫

এর আগে গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনুষ্ঠিত বি (কলা ও আইন অনুষদ), সি (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ডি (সামাজিক বিজ্ঞান অনুষদ) ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ