আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রিকেট উন্মাদনার পারদও তুঙ্গে। ক্রিকেট–বিশ্বের অন্যতম প্রতীক্ষিত এই টুর্নামেন্ট ঘিরে উত্তেজনার যেন শেষ নেই। এ উন্মাদনাকে আরও উপভোগ্য করে তুলতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম ‘টফি’ পুরো টুর্নামেন্ট লাইভ স্ট্রিমিং করবে। ফলে যেকোনো স্থান থেকে বিরামহীনভাবে সরাসরি ম্যাচ উপভোগ করা যাবে।

১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে আগামী ৯ মার্চ পর্যন্ত চলবে এই ক্রিকেট টুর্নামেন্ট। ক্রিকেটপ্রেমীদের নিরবচ্ছিন্নভাবে খেলা উপভোগের বিষয়টিকে আরও সহজ ও সাশ্রয়ী করে তুলতে বাংলালিংক ও অন্যান্য অপারেটর ব্যবহারকারীদের জন্য বেশ কয়েক রকম সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে এসেছে টফি। ৯৯ টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে পুরো টুর্নামেন্ট উপভোগ করা যাবে। এ ছাড়া এতে বিকাশ, ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে।

এ বিষয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, ‘বাংলাদেশের মানুষের জন্য ক্রিকেট কেবল একটি খেলা নয়, বিশাল এক উৎসবও বটে। টফিতে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই, ক্রিকেটপ্রেমীরা যে যেখানেই থাকুক না কেন, তাঁরা যেন খেলার একটি রোমাঞ্চকর মুহূর্তও মিস না করেন। আমরা দেশের সব ক্রিকেটপ্রেমীর জন্য নিরবচ্ছিন্ন ও উচ্চ মানসম্পন্ন স্ট্রিমিং অভিজ্ঞতা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’

বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপভ গ

এছাড়াও পড়ুন:

ভয় পেলে গেল স্পাইডার ম্যান!

প্রযোজনা সংস্থার পেজ থেকে

সম্পর্কিত নিবন্ধ