ওএমএসের চাল কালোবাজারে বিক্রি, ছাত্রদল নেতাকে লাখ টাকা জরিমানা
Published: 17th, February 2025 GMT
হবিগঞ্জের বানিয়াচংয়ে খোলা বাজারে পণ্য বিক্রির চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ডিলার এমদাদুল ইসলাম রকিকে (৩৪) আটক করেছে সেনাবাহিনী। আজ সোমবার দুপুরে বানিয়াচং সদরের বড়বাজারে তাকে আটক করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ডিলারের লাইসেন্স বাতিল ও এক লাখ টাকা জরিমানা করেন।
এমদাদুল বানিয়াচং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
স্থানীয় সূত্র জানায়, বানিয়াচং উপজেলার ১নং ইউনিয়নে ওএমএসের চালের ডিলার এমদাদুল ইসলাম রকি। বানিয়াচং বড়বাজারে আইএফআইসি ব্যাংক সংলগ্ন একটি দোকানে ৩০ টাকা কেজি দরে বিক্রি করে আসছিলেন। গত ৩ দিন ধরে তিনি এ কার্যক্রম পরিচালনা করছিলেন। বিষয়টি জানতে পেরে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় ওএমএসের ৫০ কেজির পাঁচ বস্তা চাল জব্দ করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.
বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম বলেন, ওএমএসের চাল খোলা বাজারে বিক্রির অভিযোগে সেনাবাহিনী তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার লাইসেন্স বাতিল করা হয়েছে এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: আটক ছ ত রদল ওএমএস র ল ইসল ম এমদ দ ল উপজ ল
এছাড়াও পড়ুন:
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা, নিহত ৫৮
ইয়েমেনের রাস ইসা বন্দরে মার্কিন ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত ৫৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২৬ জন। সাম্প্রতিক সময়ে দেশটিতে যুক্তরাষ্ট্রের চালানো ভয়াবহ হামলাগুলোর মধ্যে এটি একটি। খবর আল জাজিরার।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, হুথি যোদ্ধাদের জ্বালানির উৎস বন্ধ করার জন্যই এই হামলা চালানো হচ্ছে।
ওয়াশিংটন জানিয়েছে, ইয়েমেনের হুথিদের অবস্থানগুলোতে তারা হামলা চালিয়ে যাবে যতক্ষণ না লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর এই গোষ্ঠীর আক্রমণ বন্ধ হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই হামলার উদ্দেশ্য ছিল হুথিদের অর্থনৈতিক শক্তির উৎস কমানো।
অন্যদিকে গাজায় প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে বৃহস্পতিবার ৩২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তবে শুক্রবার সকালে চালানো হামলায় অবরুদ্ধ উপত্যকাটির খান ইউনিসে এক পরিবারের ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে, গাজা আমাদের প্রজন্মের সবচেয়ে খারাপ মানবিক ব্যর্থতাগুলোর মধ্যে একটি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত মোট ৫১ হাজার ৬৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক লাখ ১৬ হাজার ৫০৫ জন।
যদিও গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০। কারণ ধ্বংসস্তূপের নিচে যারা চাপা পড়েছে তাদেরও নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।