সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে বিএনপি গভীরভাবে স্থান করে নিয়েছে। ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বি‌কে‌লে টাঙ্গাইল শহীদ স্মৃ‌তি পৌর উদ‌্যা‌নে জেলা বিএন‌পির আয়ো‌জিত সমা‌বে‌শে এসব কথা ব‌লেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ইদানীং দেখা যাচ্ছে, সরকারের কিছু উপদেষ্টা আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন। শেখ হাসিনার বলতেন আগে উন্নয়ন, পরে গণতন্ত্র।” এটি মূলত গণতন্ত্রকে অস্বীকার করারই নামান্তর। এখন আবার কেউ কেউ বলছেন, “আগে সংস্কার, পরে গণতন্ত্র, পরে নির্বাচন।” কিন্তু নির্বাচন ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না। বাংলাদেশের মানুষ এখন নির্বাচনমুখী, তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।

তিনি বলেন, বিএনপি জনগণের দল, আর জনগণই বিএনপির শক্তি। বর্তমানে বাংলাদেশে যদি একটি নিরপেক্ষ নির্বাচন হয়, তবে বিএনপির বিকল্প নেই। বিএনপির জনপ্রিয়তা ও শক্তির কারণেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কিছু লোক, যারা একসময় আমাদের সাথে ছিল এবং আমাদের ওপর নির্ভর করেই রাজনীতি করেছে, আমরা তাদের অনেক দায়দায়িত্ব নিয়েছি, আজ তারা উল্টো কথা বলছে, ভিন্ন সুর গাইছে।

তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি, কিছু মহল গোপনে ফ্যাসিবাদকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। জাতিসংঘ ইতোমধ্যে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে শেখ হাসিনার সরকারকে গুম, হত্যা ও নির্যাতনের জন্য দায়ী করা হয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাই, এই প্রতিবেদন প্রকাশ্যে আনতে হবে এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি সরকার এ বিষয়ে ব্যবস্থা না নেয়, তবে আমরা মনে করব, তারা শহীদদের রক্তের সাথে বেইমানি করছে।

কেন্দ্রীয় এ নেতা বলেন, দোষীদের বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। বিএনপি ক্ষমতায় এলে জনগণের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা কোন ফাঁসিবাদের দোসরকে আমরা কেউ আশ্রয় প্রশ্রয় দিবো না এই ব্যাপারে কি কেউ সবাই ঐক্যবদ্ধ। দোসরের বিচার এই খুনি হাসিনার বিচার বাংলার মাটিতে হতে হবে।

টুকু বলেন, সামনে রমজান মাস। এ সময়ে দ্রব্যমূল্য যেন সহনীয় পর্যায়ে থাকে, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের দল হিসেবে বিএনপির দায়িত্ব হলো, এ বিষয়ে নজর রাখা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। এজন্যই আজকের এই মিটিং ও সমাবেশ। জনগণের স্বার্থ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব, আর আমরা চাই, ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক।

বিএইচ

.

উৎস: SunBD 24

কীওয়ার্ড: গণতন ত র ব এনপ র জনগণ র আম দ র সরক র

এছাড়াও পড়ুন:

২৫ তারিখে দেশের রাজনীতিতে নতুন জোয়ার সৃষ্টি হবে: আমীর খসরু

‘বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আগামী ২৫ ডিসেম্বর একটি নতুন গণতান্ত্রিক জোয়ার সৃষ্টি হবে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ আয়োজিত বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “নেতা ২৫ তারিখ আসছেন। সেই দিন থেকে বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক অঙ্গনে এক নতুন জোয়ার সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে সেই দিনের জন্য, নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে।”

তিনি বলেন, “আসন্ন নির্বাচন শুধু বিএনপির জয় নয়, এটি হবে গণতন্ত্রের জয়। বিএনপি গণতন্ত্রের টর্চবাহক—এই দায়িত্ব আমাদের পালন করতে হবে।”

দেশ পরিচালনার ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে আমীর খসরু বলেন, “গণতন্ত্রের সুফল ও অর্থনৈতিক সুফল দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। শুধু রাজনৈতিক গণতন্ত্র নয়, অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ক্ষমতায় যাওয়ার প্রথম দিন থেকেই আমাদের কাজ শুরু হবে।”

তিনি আরো বলেন, “উন্নয়নের নামে মেগা প্রকল্প নয়, বরং শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগই হবে বিএনপির অগ্রাধিকার। মানুষের মৌলিক চাহিদা পূরণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।”

গণতন্ত্রবিরোধী অপশক্তির বিষয়ে সতর্ক করে আমীর খসরু বলেন, “ষড়যন্ত্রকারীরা বারবার গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করেছে। কিন্তু জনগণের শক্তির কাছে তারা পরাজিত হবে।”

‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সারা দেশের থেকে বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা/আলী/এস

সম্পর্কিত নিবন্ধ

  • ওসমান হাদীর উপর গুলির ঘটনায় মাসুদুজ্জামানের তীব্র নিন্দা 
  • ওসমান হাদীর উপর গুলির ঘটনায় মাসুদুজ্জামানের গভীর নিন্দা 
  • হাদির ওপর হামলা গণতন্ত্রের ওপর আঘাত: বিএনপি
  • বিজয় ও বিপর্যয়
  • তারেক রহমান দেশে এলে রাজনীতিতে নতুন জোয়ার সৃষ্টি হবে: আমীর খসরু
  • ২৫ তারিখে দেশের রাজনীতিতে নতুন জোয়ার সৃষ্টি হবে: আমীর খসরু
  • নির্বাচন না হওয়ার ষড়যন্ত্র অব্যাহত আছে: আমীর খসরু
  • ষড়যন্ত্র রুখতে পারে গণতন্ত্রের প্র্যাকটিস: তারেক
  • আওয়ামী লীগের ভোট পেতে একটি দল তাদের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করে না: সালাহউদ্দিন আহমদ
  • তফসিল ঘোষণার মধ্য দিয়ে নতুন অধ্যায়ে প্রবেশ করলো বাংলাদেশ: ফখরুল