ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: টুকু
Published: 17th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে বিএনপি গভীরভাবে স্থান করে নিয়েছে। ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ইদানীং দেখা যাচ্ছে, সরকারের কিছু উপদেষ্টা আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন। শেখ হাসিনার বলতেন আগে উন্নয়ন, পরে গণতন্ত্র।” এটি মূলত গণতন্ত্রকে অস্বীকার করারই নামান্তর। এখন আবার কেউ কেউ বলছেন, “আগে সংস্কার, পরে গণতন্ত্র, পরে নির্বাচন।” কিন্তু নির্বাচন ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না। বাংলাদেশের মানুষ এখন নির্বাচনমুখী, তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।
তিনি বলেন, বিএনপি জনগণের দল, আর জনগণই বিএনপির শক্তি। বর্তমানে বাংলাদেশে যদি একটি নিরপেক্ষ নির্বাচন হয়, তবে বিএনপির বিকল্প নেই। বিএনপির জনপ্রিয়তা ও শক্তির কারণেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কিছু লোক, যারা একসময় আমাদের সাথে ছিল এবং আমাদের ওপর নির্ভর করেই রাজনীতি করেছে, আমরা তাদের অনেক দায়দায়িত্ব নিয়েছি, আজ তারা উল্টো কথা বলছে, ভিন্ন সুর গাইছে।
তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি, কিছু মহল গোপনে ফ্যাসিবাদকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। জাতিসংঘ ইতোমধ্যে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে শেখ হাসিনার সরকারকে গুম, হত্যা ও নির্যাতনের জন্য দায়ী করা হয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাই, এই প্রতিবেদন প্রকাশ্যে আনতে হবে এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি সরকার এ বিষয়ে ব্যবস্থা না নেয়, তবে আমরা মনে করব, তারা শহীদদের রক্তের সাথে বেইমানি করছে।
কেন্দ্রীয় এ নেতা বলেন, দোষীদের বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। বিএনপি ক্ষমতায় এলে জনগণের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা কোন ফাঁসিবাদের দোসরকে আমরা কেউ আশ্রয় প্রশ্রয় দিবো না এই ব্যাপারে কি কেউ সবাই ঐক্যবদ্ধ। দোসরের বিচার এই খুনি হাসিনার বিচার বাংলার মাটিতে হতে হবে।
টুকু বলেন, সামনে রমজান মাস। এ সময়ে দ্রব্যমূল্য যেন সহনীয় পর্যায়ে থাকে, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের দল হিসেবে বিএনপির দায়িত্ব হলো, এ বিষয়ে নজর রাখা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। এজন্যই আজকের এই মিটিং ও সমাবেশ। জনগণের স্বার্থ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব, আর আমরা চাই, ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক।
বিএইচ
.উৎস: SunBD 24
কীওয়ার্ড: গণতন ত র ব এনপ র জনগণ র আম দ র সরক র
এছাড়াও পড়ুন:
নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে অন্তর্বর্তী সরকার, বললেন রিজভী
নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ডিসেম্বর না জুনে; মার্চেও হবে– সরকার একেক সময় একেক কথা বলছে। এটা তো শেখ হাসিনার কিছু কথাবার্তার সঙ্গে মিলে যাচ্ছে।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটোচালক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। এ সময় ছাত্র-জনতার অভ্যুত্থানে রিকশা, ভ্যান, অটোচালকদের মধ্যে যারা নিহত হয়েছেন, তাদের পরিবার ও আহতদের হাতে তারেক রহমানের ঈদ উপহার তুলে দেন তিনি।
রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের রক্তের ওপর গঠিত সরকার। গত ১৬ বছর বিএনপির নেতৃত্বে গণতান্ত্রিক সংগ্রামের আপসহীন ধারায় ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পরাজিত করে গঠিত সরকার। তাদের উচিত জনগণের কাছে নির্দিষ্ট তারিখ বলে নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করা। কিন্তু সরকারের বক্তব্য পেন্ডুলামের মতো ঝুলছে।
আমাকে হারানো হয়েছে: ইশরাক
একই অনুষ্ঠানে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত হইনি। আমাকে হারিয়ে দেওয়া হয়েছে– এটি কাগজে-কলমে প্রতিষ্ঠা পাক, সেটিই ছিল আমার লক্ষ্য। তিনি আরও বলেন, ভোট জালিয়াতি করে মেয়র পদ দখল করেছিল– এটি প্রতিষ্ঠা করতে আমি আইনি লড়াই করেছি। রায়টি ১৮০ দিনের মধ্যে হওয়ার কথা ছিল। কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা এ রায় হতে দেননি।
বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল এক রায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফলাফল বাতিল করে তার প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন।
অনুষ্ঠানে বক্তৃতা করেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটোচালক দলের প্রধান আরিফুর রহমান তুষার প্রমুখ।