হবিগঞ্জের বানিয়াচংয়ে খোলা বাজারে পণ্য বিক্রির চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ডিলার এমদাদুল ইসলাম রকিকে (৩৪) আটক করেছে সেনাবাহিনী। আজ সোমবার দুপুরে বানিয়াচং সদরের বড়বাজারে তাকে আটক করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ডিলারের লাইসেন্স বাতিল ও এক লাখ টাকা জরিমানা করেন। 

এমদাদুল বানিয়াচং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

স্থানীয় সূত্র জানায়, বানিয়াচং উপজেলার ১নং ইউনিয়নে ওএমএসের চালের ডিলার এমদাদুল ইসলাম রকি। বানিয়াচং বড়বাজারে আইএফআইসি ব্যাংক সংলগ্ন একটি দোকানে ৩০ টাকা কেজি দরে বিক্রি করে আসছিলেন। গত ৩ দিন ধরে তিনি এ কার্যক্রম পরিচালনা করছিলেন। বিষয়টি জানতে পেরে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় ওএমএসের ৫০ কেজির পাঁচ বস্তা চাল জব্দ করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.

সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এমদাদুল ইসলাম রকিকে জরিমানা করেন। 

বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম বলেন, ওএমএসের চাল খোলা বাজারে বিক্রির অভিযোগে সেনাবাহিনী তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার লাইসেন্স বাতিল করা হয়েছে এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: আটক ছ ত রদল ল ইসল ম এমদ দ ল উপজ ল

এছাড়াও পড়ুন:

জিম্বাবুয়ের বিপক্ষে ভালো উইকেট চাইলেন বাংলাদেশ কোচ

বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স মনে করেন, জিম্বাবুয়ের বিপক্ষে স্পিন বান্ধব উইকেট তৈরি না করে টেস্ট মানসম্পন্ন রাখাই বেশি গুরুত্বপূর্ণ। তার মতে, ভালো উইকেটই দলকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।

বাংলাদেশের বেশিরভাগ টেস্ট মাঠে, বিশেষ করে মিরপুরে, স্পিনারদের জন্য স্বর্গ বলা হয়ে থাকে। তবে সিলেটের উইকেটে তুলনামূলকভাবে পেসারদের জন্য বাড়তি সহায়তা থাকে। আর চট্টগ্রামে ব্যাটাররাও বেশ দাপট দেখান। ২০ এপ্রিল সিলেটে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও তাই ভিন্ন ধরনের উইকেট চান টাইগার কোচ।

সিমন্স বলেন, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে একটি ভালো উইকেট তৈরি করা, যেখানে আমরা আমাদের টেস্ট দলকে এগিয়ে নিতে পারব। জিম্বাবুয়ের বিপক্ষে আলাদা করে স্পিন উইকেট বানানোর দরকার আছে বলে মনে করি না।’

তিনি আরও বলেন, ‘আমরা আজ উইকেট দেখেছি, মনে হয়েছে শক্ত এবং ভালো মানের। দেখা যাক কাল সকালে পরিস্থিতি কেমন থাকে। আমরা জয় পেতে চাই, উইকেট যেমনই হোক।’

২০২৩ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর দীর্ঘ বিরতিতে সাদা পোশাকের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। এই ফাঁকে ১৩ এপ্রিল থেকে সিলেটে প্রস্তুতি শুরু করেছে শান্ত-মুমিনুল-মিরাজরা। প্রস্তুতির বিষয়েও সন্তুষ্ট সিমন্স।

তিনি বলেন, ‘প্রস্তুতি খুবই ভালো হয়েছে। এখানে যে সুযোগ-সুবিধা আছে, তা যেন স্বপ্নের মতো। হোটেল থেকে মাঠের দূরত্ব কম, সময়ের মধ্যে অনেক কিছু করা যাচ্ছে।’

সিরিজে হোয়াইটওয়াশের পরিকল্পনা থাকলেও, ফিল সিমন্স ধাপে ধাপে এগোনোর পক্ষে। ‘আমরা এখনই হোয়াইটওয়াশ নিয়ে ভাবছি না। প্রথম টেস্টটা জিততে চাই। এরপর সিরিজ জয় নিয়ে ভাবব। প্রথম দিনটা ভালো কাটাতে হবে, ধাপে ধাপে এগোতে হবে। এখন মনোযোগ সিলেটেই, চট্টগ্রার কথা পরে ভাবব।’

সম্পর্কিত নিবন্ধ