বালু তুলতে বাধায় দেওয়ায় চট্টগ্রামের সীতাকুণ্ডে এক জেলেকে সাগরে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একই সময় আরেক জেলেকে অপহরণ ও তাদের নৌকা সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মাহামুদাবাদের উপকূলীয় এলাকায় এ ঘটনা ঘটে। 

সংবাদ পেয়ে বিকেলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। এলাকাবাসীর বিক্ষোভের সংবাদ পেয়ে পুলিশ সদস্যের নিয়ে আসেন ইউএনও।

এলাকাবাসী জানায়, মারধরের পর বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে ফেলে দেওয়া হয়েছে জেলে রাম দাসকে (৩২)। দুর্বৃত্তরা অপহরণ করে নিয়েছে অপর জেলে লিটন দাসকে। তারা দু’জনই উপজেলার মাহামুদাবাদ জেলেপাড়ার বাসিন্দা।

রাম দাসের স্ত্রী কনিকা দাস বলেন, অবৈধভাবে ড্রেজার-বাল্কহেড দিয়ে বালু তোলা লোকজন সাগরে মাছ ধরতে গেলে জেলেদের বাধা দেয়। অনেক সময় মারধরও করেন তারা। আজ দুপুরে তাঁর স্বামীসহ কয়েকজন নৌকা নিয়ে সন্দ্বীপ চ্যানেলে মাছ ধরতে যান। দুপুর ২টার দিকে বালু উত্তোলনকারীরা বাধা দেওয়ার অভিযোগ তুলে তাদের পেটাতে থাকে। এক পর্যায়ে রাম দাসকে সাগরে ফেলে দেন তারা।

কনিকার ভাষ্য, বালুদস্যুরা নৌকা থেকে অপর জেলে লিটন দাসকে অপহরণ করে নিয়ে যায়। রাত পর্যন্ত তিনি স্বামী রাম দাসের খোঁজ পাননি। 

সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, এ ঘটনায় দুই জেলের স্ত্রী অভিযোগ করেছেন। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ইউএনও ফখরুল ইসলাম বলেন, মারধরের পর এক জেলেকে সাগরে ফেলে দেওয়া হয়েছে। অপর এক জেলেকে অপহরণ করা হয়েছে– এমন খবরে ঘটনাস্থলে যান তিনি। তাদের উদ্ধারে সংশ্লিষ্ট দপ্তর কাজ করছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অপহরণ

এছাড়াও পড়ুন:

টেকনাফে পাহাড়ি এলাকায় দিনমজুর অপহৃত

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় লাকড়ি সংগ্রহ করতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন এক দিনমজুর। 

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকায় তাকে অপহরণ করা হয়। এ সময় দুজন দিনমজুর অপহরণকারীদের ধাওয়া খেয়ে পালিয়ে আসতে সক্ষম হন। অপহৃত দেলোয়ার হোসেন (২৫) মারিশবনিয়া মৃত আব্দুল মালেক মিস্ত্রির ছেলে।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ফরিদ উল্লাহ জানিয়েছেন, সকালে তিন জন দিনমজুর লাকড়ি আনতে পাহাড়ে গেলে একদল অপহরণকারী তাদের ধাওয়া দেয়। এ সময় এক জনকে অপহরণ করা হয় এবং বাকি দুই জন দৌড়ে পালিয়ে আসে।

তিনি বলেন, “এ ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। ভুক্তভোগীর পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করেছি।”

মোহাম্মদ ফরিদ উল্লাহ জানান, মারিশবনিয়া পাহাড়-সংলগ্ন এলাকা হওয়ায় এখানে প্রায়ই অপহরণ হয়। তাই, পাহাড়ি এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল নিশ্চিত করা জরুরি।

ঢাকা/তারেকুর/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • উদ্ধার হওয়া খুলি-হাড় নিখোঁজ শিশু সাদিয়ার, দাবি পরিবারের
  • উদ্ধার হওয়া খুলি-হাড় নিখোঁজ শিশু সাদিয়ার, দাবি বাবা-মা
  • গাইবান্ধায় অপহরণের চার দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
  • অপহরণের ৩ দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার  
  • পাঁচ মাসে দেড় শ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
  • পাহাড়ে শণ কাটতে গিয়েছিলেন যুবক, অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি
  • মেয়েলি কণ্ঠে সম্পর্ক করে অপহরণ, যুবক গ্রেপ্তার
  • যশোর থেকে অপহৃত যুবক গোপালগঞ্জে উদ্ধার, অপহরণকারী আটক
  • টেকনাফে যুবক অপহরণ, দশ লাখ মুক্তিপণ দাবি  
  • টেকনাফে পাহাড়ি এলাকায় দিনমজুর অপহৃত