ভারতের কাছে পাকিস্তানকে ওয়ানডে শিখতে বললেন বাসিত
Published: 17th, February 2025 GMT
ত্রিদেশীয় সিরিজের ফাইনালসহ দু’বার নিউজিল্যান্ডের কাছে হারায় তুমুল সমালোচনা চলছে পাকিস্তান ক্রিকেট দলের। এর মধ্যে চাঁছাছোলা মন্তব্যের জন্য পরিচিত বাসিত আলি পাকিস্তান ক্রিকেট দলকে কটাক্ষ করে পরামর্শ দিয়েছেন, ভারতের কাছ থেকে ওয়ানডে খেলা শিখতে।
চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে বিপরীত অবস্থানে উপমহাদেশের দুই ক্রিকেট দল। পাকিস্তান ত্রিদেশীয় সিরিজে তিন ম্যাচে দুটি হেরেছে। আর ভারত ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে। ১৯ ফেব্রুয়ারি করাচিতে সেই নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান।
সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্সে সমালোচনা করে নিজের ইউটিউব চ্যানেলে সাবেক এ পাকিস্তানি ব্যাটার বলেন, ‘কোচ আকিভের (জাভেদ) চিন্তাধারা ভালো, কিন্তু তাঁর সঙ্গে থাকা লোকগুলো হলো এই (হাত দিয়ে জিরো দেখান)। আপনাকে জানতে হবে করাচির মতো পিচে কীভাবে রান বানাতে হয়। বোলারকে মোকাবিলা করা জানতে হবে। কিন্তু তারা সেটা পারেনি। অবশ্যই মাথা খাটাতে হবে।’
এর পরই ভারতের উদাহরণ টানেন তিনি, ‘নিউজিল্যান্ডকে ভারতের বিপক্ষে খেলতে দাও, তাহলেই পার্থক্যটা বোঝা যাবে। স্যান্টনার বিরামহীনভাবে ফ্লাইটেড ডেলিভারি দিয়ে গেছেন। কারণ তিনি জানতেন, পাকিস্তানি ব্যাটাররা এগিয়ে এসে তাঁকে মারবেন না। তাঁকে এই ধরনের ফ্লাইট শুভমান, রোহিত, কোহলি, রাহুল এমনকি পান্ডিয়ার বিপক্ষে দিতে বলেন, বল গ্যালারির তৃতীয় তলায় গিয়ে জমা হবে।’
পাকিস্তানের ব্যাটাররা নাকি আগে ব্যাটিং ও রান তাড়ার মেজাজটাও ঠিক ধরতে পারছেন না। ওপেনার ফখর জামানের উদাহরণও দিয়েছেন বাসিত, ‘প্রথমে ব্যাটিং করা এবং রান তাড়া করা, দুটি ভিন্ন বিষয়। যে দুটি ম্যাচে পাকিস্তান রান তাড়া করেছে, সে দুটিতে ফখর ভালো ব্যাট করেছেন। কিন্তু যে ম্যাচে প্রথমে ব্যাট করেছে, সেটায় ব্যর্থ হয়েছেন। প্রথমে ব্যাটিং করলে তাঁর অন্তত ১৫ থেকে ২০ ওভার উইকেটে থাকা উচিত। তিনি ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। আপনি যদি কাভার ড্রাইভ, স্ট্রেইট ড্রাইভ ও পুল শট খেলতে ভালোবাসেন এবং দুটি চার মেরে আউট হয়ে যান, তাহলে দলের ভীষণ ক্ষতি হয়।’
পাকিস্তানের স্পিনারদেরও সমালোচনা করেন তিনি, ‘ভারতীয় স্পিনাররা রান আটকে উইকেট নেওয়ার চেষ্টা করেন। তারা প্রতি বলে উইকেট নেওয়ার বদলে ধারাবাহিকভাবে ভালো বোলিং করে ব্যাটারের ওপর চাপ সৃষ্টি করেন। কিন্তু আমাদের (পাকিস্তানি) স্পিনাররা প্রতি বলে উইকেট নেওয়ার চেষ্টা করেন। এটাই পার্থক্য।’ ভারতের কাছ থেকে এসব শেখার পরামর্শও দেন তিনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও কার্তুজ উদ্ধার
খাগড়াছড়িতে পুলিশের অভিযানে একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা সদর পৌরসভার কলেজ গেইট মোহাম্মদপুর এলাকার পাহাড় থেকে এসব উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে- কলেজ গেইট মোহাম্মদপুর এলাকায় বেশ কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধার নেতৃত্বে সঙ্গীয় পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছতেই পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখানে স্থানীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি এলজি (বন্দুক) ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে এবং পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।