ভারতের কাছে পাকিস্তানকে ওয়ানডে শিখতে বললেন বাসিত
Published: 17th, February 2025 GMT
ত্রিদেশীয় সিরিজের ফাইনালসহ দু’বার নিউজিল্যান্ডের কাছে হারায় তুমুল সমালোচনা চলছে পাকিস্তান ক্রিকেট দলের। এর মধ্যে চাঁছাছোলা মন্তব্যের জন্য পরিচিত বাসিত আলি পাকিস্তান ক্রিকেট দলকে কটাক্ষ করে পরামর্শ দিয়েছেন, ভারতের কাছ থেকে ওয়ানডে খেলা শিখতে।
চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে বিপরীত অবস্থানে উপমহাদেশের দুই ক্রিকেট দল। পাকিস্তান ত্রিদেশীয় সিরিজে তিন ম্যাচে দুটি হেরেছে। আর ভারত ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে। ১৯ ফেব্রুয়ারি করাচিতে সেই নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান।
সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্সে সমালোচনা করে নিজের ইউটিউব চ্যানেলে সাবেক এ পাকিস্তানি ব্যাটার বলেন, ‘কোচ আকিভের (জাভেদ) চিন্তাধারা ভালো, কিন্তু তাঁর সঙ্গে থাকা লোকগুলো হলো এই (হাত দিয়ে জিরো দেখান)। আপনাকে জানতে হবে করাচির মতো পিচে কীভাবে রান বানাতে হয়। বোলারকে মোকাবিলা করা জানতে হবে। কিন্তু তারা সেটা পারেনি। অবশ্যই মাথা খাটাতে হবে।’
এর পরই ভারতের উদাহরণ টানেন তিনি, ‘নিউজিল্যান্ডকে ভারতের বিপক্ষে খেলতে দাও, তাহলেই পার্থক্যটা বোঝা যাবে। স্যান্টনার বিরামহীনভাবে ফ্লাইটেড ডেলিভারি দিয়ে গেছেন। কারণ তিনি জানতেন, পাকিস্তানি ব্যাটাররা এগিয়ে এসে তাঁকে মারবেন না। তাঁকে এই ধরনের ফ্লাইট শুভমান, রোহিত, কোহলি, রাহুল এমনকি পান্ডিয়ার বিপক্ষে দিতে বলেন, বল গ্যালারির তৃতীয় তলায় গিয়ে জমা হবে।’
পাকিস্তানের ব্যাটাররা নাকি আগে ব্যাটিং ও রান তাড়ার মেজাজটাও ঠিক ধরতে পারছেন না। ওপেনার ফখর জামানের উদাহরণও দিয়েছেন বাসিত, ‘প্রথমে ব্যাটিং করা এবং রান তাড়া করা, দুটি ভিন্ন বিষয়। যে দুটি ম্যাচে পাকিস্তান রান তাড়া করেছে, সে দুটিতে ফখর ভালো ব্যাট করেছেন। কিন্তু যে ম্যাচে প্রথমে ব্যাট করেছে, সেটায় ব্যর্থ হয়েছেন। প্রথমে ব্যাটিং করলে তাঁর অন্তত ১৫ থেকে ২০ ওভার উইকেটে থাকা উচিত। তিনি ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। আপনি যদি কাভার ড্রাইভ, স্ট্রেইট ড্রাইভ ও পুল শট খেলতে ভালোবাসেন এবং দুটি চার মেরে আউট হয়ে যান, তাহলে দলের ভীষণ ক্ষতি হয়।’
পাকিস্তানের স্পিনারদেরও সমালোচনা করেন তিনি, ‘ভারতীয় স্পিনাররা রান আটকে উইকেট নেওয়ার চেষ্টা করেন। তারা প্রতি বলে উইকেট নেওয়ার বদলে ধারাবাহিকভাবে ভালো বোলিং করে ব্যাটারের ওপর চাপ সৃষ্টি করেন। কিন্তু আমাদের (পাকিস্তানি) স্পিনাররা প্রতি বলে উইকেট নেওয়ার চেষ্টা করেন। এটাই পার্থক্য।’ ভারতের কাছ থেকে এসব শেখার পরামর্শও দেন তিনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
ফরিদপুরে ঈদের জুতা পরিবর্তন নিয়ে সংঘর্ষ, আহত ৭
ফরিদপুর শহরতলীর কানাইপুরে ঈদের জুতা ক্রয়ের পর তা পরিবর্তনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৭ জন আহত হয়েছেন।
শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শহরতলীর কানাইপুর বাজারে এ ঘটনা ঘটে। তবে জুতা ক্রেতা, ব্যবসায়ী ও আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের এক ব্যক্তি কানাইপুর বাজারের রহমান সু-স্টোর থেকে শনিবার রাতে এক জোড়া জুতা কেনেন। পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে তিনি ওই জুতা পরিবর্তন করতে গেলে দোকানদারের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দোকানদার ওই ক্রেতাকে মারধর করেন।
এর জের ধরে ওই ক্রেতা কিছু সময় পর তার লোকজন নিয়ে এসে দোকানদারের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। এসময় তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় উভয়পক্ষের অন্তত সাত জন আহত হন। গুরুতর আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর কোতায়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঢাকা/তামিম/এস