নারায়ণগঞ্জে যুগান্তর স্বজন সমাবেশের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। সোমবার  বিকেল ৫টায় দৈনিক ডান্ডিবার্তা পত্রিকা কার্যালয়ে কেক কেটে যুগান্তর স্বজন সমাবেশের রজতজয়ন্তী উদযাপন করা হয়।

যুগান্তর স্বজন সমাবেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি জাহাঙ্গীর ডালিম এর উদ্যোগে অনুষ্ঠানে নারায়ণগঞ্জ নিউজ পেপার ওর্নাস এসোসিয়েশন এর সভাপতি ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান বাদল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

প্রধান অতিথি  হাবিবুর রহমান বাদল বলেন, দৈনিক যুগান্তর সংবাদ পত্রের নীতিমালা ধরে রেখেছে। একটা কথা বলতেই হয়। যুগন্তর চেষ্টা করে গ্রামবাংলার প্রত্যন্ত অঞ্চলের খরবগুলি তুলে এনে প্রচার করতে।

বাংলার মানুষ প্রত্যন্ত অঞ্চলের খরবগুলি পেয়ে উপকৃত হচ্ছে। আশা করি যুগান্তর তার ধারাবাহিকতা ধরে রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক  আবুল হোসেন,  দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার বার্তা সম্পাদক, মো: নাসিরউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা ফোটজার্নালিস্ট এর সাবেক সভাপতি, সংবাদ সারা বেলার নারায়ণগঞ্জ প্রতিনিধি মাহামুদুল হাসান কচি।

এসময়ে স্বজন সমাবেশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বজন সমাবেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রিন্স, নারী বিষয়ক সম্পাদিকা শিরিনা আক্তার রীনা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: ফয়সাল, তথ্য প্রযুক্তি সম্পাদক সঞ্জয় দও, প্রচার সম্পাদক জনি,  সদস্য শাহাদাত হোসেন শ্যামল, মামুন হোসাইন, জয়দেব সহ অন্যান্য স্বজনেরা।

 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

বিকল হওয়া ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিকল ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

বুধবার (১৬ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকার রিনালয় সিএনজি পাম্পের সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘটনাটি ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

নিহত দুইজন হলেন- শরীয়তপুর জেলার সদর থানার রুদ্রকর এলাকার মো. সুলতান ঢালী (৫০) এবং একই জেলার ফজলু মাদবরের ছেলে মো. সুমন মিয়া (৪৪)। তারা দুইজনই ট্রাক চালক।

আরো পড়ুন:

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

ফরিদপুরে তরমুজ বোঝাই ট্রাক উল্টে চালক-হেলপার নিহত

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) আবু নাঈম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন ।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিমরাইল এলাকার রিনালয় সিএনজি পাম্পের সামনে চট্টগ্রামগামী একটি ট্রাক বিকল হয়। একটি বড় লরির সাহায্যে বিকল হওয়া ট্রাকটি চেইন দিয়ে বাঁধা হচ্ছিল। এসময় চট্টগ্রামগামী আলুবাহী অপর একটি ট্রাক বিকল হওয়া ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ ঘটনায় বিকল হওয়া ট্রাক এবং ট্রাকটি উদ্ধারে আসা লরির চালক নিহত হন। পরে হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।

ঢাকা/অনিক/মাসুদ

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • বন্দরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সমাবেশ 
  • দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে দক্ষ ও আদর্শবান দায়িত্বশীল তৈরির বিকল্প নেই 
  • শ্রমিক নেতা আব্দুল মোমিন ও আব্দুল মান্নান কে ফুলেল শুভেচ্ছা
  • নারায়ণগঞ্জে ঝুটের গোডাউন ও দোকানে আগুন
  • শ্রমিক ফ্রন্ট নেতা সেলিম মাহমুদের মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল
  • গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নেতা সেলিম মাহমুদকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
  • ত্বকী হত্যা মামলা: আজমেরী ওসমানের গাড়িচালককে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর
  • রূপগঞ্জে সাবেক মন্ত্রী পুত্রের পিএস ও একাধিক মামলার পলাতক আসামি হিরা গ্রেফতার
  • ফতুল্লায় গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
  • বিকল হওয়া ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২