বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সভাপতি জি.এম সুমন ও সদস্য সচিব মো. শফিকুল ইসলামের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডের ফুলকলি স্কুল মোড় থেকে পিএম এর মোড়, শাপলা চত্বর পাইনাদী নতুন মহল্লা এলাকায় সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নেতা মো: মনির হোসেন মনির, মো: আসাদুজ্জামান মিন্টু, সদস্য মো: শাহ্ আলম, মো: আরিফ হোসেন, মো: মিজানুর রহমান মিজান, মো: নাজমুল আলম, মো: জাকির হোসেন, মো: ওমর ফারুক জয় ও মো: জয়নাল আবেদীন প্রমুখ।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের  সদস্য সচিব মো.

শফিকুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে এ দেশ আগামীতে হবে একটি সুখী, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ। এখন দেশের ক্লান্তি লগ্ন সময় চলছে। তাই দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান তিনি।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ত র ক রহম ন স ন ক দল

এছাড়াও পড়ুন:

ব্যবসায়ীর বাড়ি থেকে স্বর্ণালংকার-টাকা লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুটে নিয়েছে ডাকাতরা। গতকাল শুক্রবার ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা কোটাপাড়ায় এ ঘটনা ঘটে। ডাকাতিতে বাধা দেওয়ায় ওই পরিবারের চারজনকে কুপিয়েছে হামলাকারীরা।
স্থানীয় সূত্র জানায়, মাঝিনা কোটাপাড়ার বাড়িটি স্থানীয় ব্যবসায়ী কবির হোসেনের। শুক্রবার ভোরে ১৫-২০ জন সশস্ত্র ডাকাত পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হানা দেয়। তারা ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে।
আহত ব্যবসায়ী কবির আহমেদের ভাষ্য, ডাকাতরা তাদের কাছে আলমারির চাবি চাইলে তারা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা ধারালো অস্ত্র দিয়ে সবাইকে কোপাতে থাকে। পরে আলমারির তালা ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুটে নেয়। 
এ সময় কবির, তাঁর স্ত্রী রৌশনা আক্তার, মেয়ে নাদিয়া ইসলাম ও ছোট ভাই মোক্তার হোসেন ডাকাতদের কোপে গুরুতর আহত হন। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দেন। এ সময় দ্রুত সময়ের মধ্যেই ওই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এলাকাবাসী আহত অবস্থায় কবির হোসেন, রৌশনা আক্তার, নাদিয়া ইসলাম, মোক্তার হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নারায়ণগঞ্জের ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ঈদে ব্যস্ততা বেড়েছে নারায়ণগঞ্জের হোসিয়ারিপল্লিতে, ৫০০ কোটি টাকা বিক্রির আশা
  • ঈদে লম্বা ছুটি ঢাকা ছাড়বে পৌনে দুই কোটি মানুষ
  • শহরের তিন স্থানে মিলছে সুলভ মূল্যে ডিম, দুধ, মাংস
  • আরও দুই আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম পরিবর্তন
  • বন্দরে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামী ইফতার মাহফিল  
  • না’গঞ্জ জেলার মানবাধিকার ও সাংবাদিক সংগঠনের দোয়া  ও ইফতার মাহফিল
  • সিদ্ধিরগঞ্জে খেলাফত আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ স্মরণে বর্ণ সাহিত্যপত্রের মোড়ক উন্মোচন
  • গোপনে ফ্যাসিস্টদের সহযোগিতা করলেও কারও ক্ষমা নেই: যুবদল সভাপতি
  • ব্যবসায়ীর বাড়ি থেকে স্বর্ণালংকার-টাকা লুট