সিদ্ধিরগঞ্জে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করল সৈনিক দল
Published: 17th, February 2025 GMT
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সভাপতি জি.এম সুমন ও সদস্য সচিব মো. শফিকুল ইসলামের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডের ফুলকলি স্কুল মোড় থেকে পিএম এর মোড়, শাপলা চত্বর পাইনাদী নতুন মহল্লা এলাকায় সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নেতা মো: মনির হোসেন মনির, মো: আসাদুজ্জামান মিন্টু, সদস্য মো: শাহ্ আলম, মো: আরিফ হোসেন, মো: মিজানুর রহমান মিজান, মো: নাজমুল আলম, মো: জাকির হোসেন, মো: ওমর ফারুক জয় ও মো: জয়নাল আবেদীন প্রমুখ।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সদস্য সচিব মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ত র ক রহম ন স ন ক দল
এছাড়াও পড়ুন:
‘শেখ হাসিনার প্রিয় গডফাদার ছিলেন শামীম ওসমান’
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, "স্বৈরাচারী শেখ হাসিনা সারা দেশের মতো নারায়ণগঞ্জে তার প্রিয় গডফাদার শামীম ওসমানকে দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।’’
রবিবার (৬ এপ্রিল) দুপুরে নিউ হাজীগঞ্জ এলাকায় ফতুল্লা ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
গিয়াস উদ্দিন বলেন, ‘‘এ গডফাদার নারায়ণগঞ্জে মানুষের বুকে গুলি চালিয়ে অত্যাচার করেছেন। আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করে নির্যাতন করেছেন। বিগত সময় ঈদেও আমরা পরিবারের সঙ্গে দেখা করতে পারিনি। আমাদের সবাইকে পালিয়ে বেড়াতে হয়েছে।’’
ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক বারী ভুঁইয়া, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন প্রমুখ।
ঢাকা/অনিক/বকুল