কর্মী সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে শহরে খেলাফত মজলিসের গণসংযোগ
Published: 17th, February 2025 GMT
আগামী ২১ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের জামতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে খেলাফত মজলিসের জেলা ও মহানগর শাখার কর্মী সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে শহরে গণসংযোগ করেছে নেতাকর্মীরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে শহরের চাষাঢ়া এলাকায় এ গণসংযোগ করা হয়।
খেলাফত মজলিসের মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলমের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন- খেলাফত মজলিসের ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইন, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, সাবেক সভাপতি মাওলানা শরীফ মাহমুদ, প্রমুখ।
গণসংযোগের সময় চাাঢ়ায় অবস্থিত বিভিন্ন মার্কেটের দোকানে দোকানে ও রাস্তায় মিছিল সহকারে প্রচারণা চালানো হয়। বাগে জান্নাত থেকে মিছিল শুরু হয়ে মিশনপাড়া মোড় ঘুরে জামতলা ঈদগাহের সামনে দিয়ে মাসদাইর বাজার গিয়ে সমাপ্ত হয়।
উল্লেখ্য, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আয়োজিত উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ। আরো উপস্থিত থাকবেন, মহাসচিব ড.
সম্মেলনে আমীরে মজলিস ও মহাসচিবের আগমনকে ঘিরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর কর্মীদের মধ্যে উদ্দীপনা কাজ করছে। শাখায় শাখায় ব্যাপক প্রস্তুতি চলছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ গণস য গ
এছাড়াও পড়ুন:
ব্যবসায়ীর বাড়ি থেকে স্বর্ণালংকার-টাকা লুট
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুটে নিয়েছে ডাকাতরা। গতকাল শুক্রবার ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা কোটাপাড়ায় এ ঘটনা ঘটে। ডাকাতিতে বাধা দেওয়ায় ওই পরিবারের চারজনকে কুপিয়েছে হামলাকারীরা।
স্থানীয় সূত্র জানায়, মাঝিনা কোটাপাড়ার বাড়িটি স্থানীয় ব্যবসায়ী কবির হোসেনের। শুক্রবার ভোরে ১৫-২০ জন সশস্ত্র ডাকাত পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হানা দেয়। তারা ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে।
আহত ব্যবসায়ী কবির আহমেদের ভাষ্য, ডাকাতরা তাদের কাছে আলমারির চাবি চাইলে তারা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা ধারালো অস্ত্র দিয়ে সবাইকে কোপাতে থাকে। পরে আলমারির তালা ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুটে নেয়।
এ সময় কবির, তাঁর স্ত্রী রৌশনা আক্তার, মেয়ে নাদিয়া ইসলাম ও ছোট ভাই মোক্তার হোসেন ডাকাতদের কোপে গুরুতর আহত হন। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দেন। এ সময় দ্রুত সময়ের মধ্যেই ওই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এলাকাবাসী আহত অবস্থায় কবির হোসেন, রৌশনা আক্তার, নাদিয়া ইসলাম, মোক্তার হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নারায়ণগঞ্জের ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।