বিপিএলের ১১তম আসরে টিকিট থেকে ১৩ কোটি ২৫ লাখ টাকার মতো রেভিনিউ হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সোমবার বিসিবির এক ভিডিও বার্তায় এই তথ্য জানান তিনি। 

ফারুক আহমেদ জানান, এবারের বিপিএলে ১২ কোটি ২৫ লাখ টাকার মতো টিকিট বিক্রি হয়েছে। এছাড়া একটি প্রতিষ্ঠানের কাছে তিন বছরের জন্য অনলাইন ই-টিকেটিং স্বর্ত বিক্রি করা হয়েছে। প্রতি বছর সেখান থেকে ১ কোটি টাকা পাবে বিসিবি। সব মিলিয়ে বিপিএলের টিকিট বিক্রি রেভিনিউ ১৩ কোটি টাকা ছাড়িয়েছে। 

তিনি আরও জানান, বিপিএলের আগের ১০ আসরে সব মিলিয়ে ১৫ কোটি টাকার মতো টিকিট বিক্রি হয়েছে। ওই তুলনায় এক আসরেই বিসিবি প্রায় সমপরিমাণ টিকিট বিক্রি থেকে রেভিনিউ করেছে। 

বিপিএলে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজি অনেক বছর ধরেই বিপিএলের রেভিনিউ ভাগাভাগি চাচ্ছে। বিসিবি সভাপতি জানিয়েছেন, এখনই বিপিএলের সামগ্রিক রেভিনিউ শেয়ার করা সম্ভব হচ্ছে না। তবে টিকিট বিক্রি থেকে  অর্জিত রেভিনিউয়ের একটা বড় অংশ বিপিএলের সপ্তম আসরে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজির মধ্যে ভাগ করে দেওয়া হবে। 

বিসিবি সভাপতি সোমবার ক্রিকেটের নানা বিষয় নিয়ে আলোচনা করতে সাবেক অধিনায়কদের বৈঠকে ডেকেছিলেন। সেখানে বিপিএলের জন্য নতুন উইন্ডো খোঁজার পরামর্শ এসেছে। যাতে বিদেশি লিগের সঙ্গে বিপিএলের সূচি সাংঘর্ষিক না হয় এবং মানসম্মত বিদেশি ক্রিকেটার পাওয়া যায়।

জানা গেছে, ওই সভায় ১৫ জন অধিনায়ককে ডাকা হয়েছিল। এর মধ্যে ৯ জন সভায় সরাসরি অংশ নিয়েছিলেন। কেউ কেউ জুম মিটিংয়ে বৈঠকে যুক্ত হয়েছিলেন। তবে রকিবুল ইসলাম, তামিম ইকবাল, খালেদ মাহমুদ সুজন সভায় অংশ নেননি।   

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল ফ র ক আহম দ ব প এল র

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের নাগরিকদের এল সালভাদরের কুখ্যাত কারাগারে পাঠাতে চান ট্রাম্প

এবার যুক্তরাষ্ট্রের নাগরিকদের হুমকি দিয়ে বসলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি বলেছেন, সহিংস অপরাধে জড়িত মার্কিনদের মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের কুখ্যাত কারাগারে পাঠাতে পারলে তাঁর ‘ভালো’ লাগবে।

আগের দিন সোমবার এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলের সঙ্গে আলাপের সময়ই এই পরিকল্পনার কথা তুলেছিলেন ট্রাম্প। বুকেলে নিজেকে ‘বিশ্বের সবচেয়ে ঠান্ডা মাথার স্বৈরশাসক’ হিসেবে তকমা দিয়েছেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের নিজ দেশের কারাগারে স্থান দিয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি তাঁদের দেশে বেড়ে ওঠা অপরাধী হিসেবে ডাকব। তাঁরা (দেশেই) বেড়ে ওঠেন। আর উল্টাপাল্টা কিছু হলে মানুষের মাথায় বেসবলের ব্যাট দিয়ে আঘাত করেন এবং মানুষকে রেলপথের ওপর ফেলে দেন।’

মার্কিন নাগরিকদের বিদেশি কারাগারে পাঠানোর বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমরা এটি করতে চাচ্ছি। এটি করতে আমার ভালো লাগবে।’ আর সোমবার ট্রাম্প বলেছিলেন, হোয়াইট হাউসে নায়িব বুকেলের সঙ্গে আলাপের সময় মার্কিনদের এল সালভাদরে পাঠানোর সম্ভাব্যতা যাচাই করতে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে নির্দেশ দিয়েছেন তিনি।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পরপরই যুক্তরাষ্ট্রের কারাবন্দীদের এল সালভাদরে পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন নায়িব বুকেলে। এর বিনিময়ে ৬০ লাখ ডলার চেয়েছিলেন তিনি। তখন থেকে দেশটিতে আড়াই শর বেশি অবৈধ অভিবাসীকে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন।

সম্পর্কিত নিবন্ধ