বিপিএলে টিকিট থেকে আয় ১৩ কোটি: বিসিবি সভাপতি
Published: 17th, February 2025 GMT
বিপিএলের ১১তম আসরে টিকিট থেকে ১৩ কোটি ২৫ লাখ টাকার মতো রেভিনিউ হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সোমবার বিসিবির এক ভিডিও বার্তায় এই তথ্য জানান তিনি।
ফারুক আহমেদ জানান, এবারের বিপিএলে ১২ কোটি ২৫ লাখ টাকার মতো টিকিট বিক্রি হয়েছে। এছাড়া একটি প্রতিষ্ঠানের কাছে তিন বছরের জন্য অনলাইন ই-টিকেটিং স্বর্ত বিক্রি করা হয়েছে। প্রতি বছর সেখান থেকে ১ কোটি টাকা পাবে বিসিবি। সব মিলিয়ে বিপিএলের টিকিট বিক্রি রেভিনিউ ১৩ কোটি টাকা ছাড়িয়েছে।
তিনি আরও জানান, বিপিএলের আগের ১০ আসরে সব মিলিয়ে ১৫ কোটি টাকার মতো টিকিট বিক্রি হয়েছে। ওই তুলনায় এক আসরেই বিসিবি প্রায় সমপরিমাণ টিকিট বিক্রি থেকে রেভিনিউ করেছে।
বিপিএলে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজি অনেক বছর ধরেই বিপিএলের রেভিনিউ ভাগাভাগি চাচ্ছে। বিসিবি সভাপতি জানিয়েছেন, এখনই বিপিএলের সামগ্রিক রেভিনিউ শেয়ার করা সম্ভব হচ্ছে না। তবে টিকিট বিক্রি থেকে অর্জিত রেভিনিউয়ের একটা বড় অংশ বিপিএলের সপ্তম আসরে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজির মধ্যে ভাগ করে দেওয়া হবে।
বিসিবি সভাপতি সোমবার ক্রিকেটের নানা বিষয় নিয়ে আলোচনা করতে সাবেক অধিনায়কদের বৈঠকে ডেকেছিলেন। সেখানে বিপিএলের জন্য নতুন উইন্ডো খোঁজার পরামর্শ এসেছে। যাতে বিদেশি লিগের সঙ্গে বিপিএলের সূচি সাংঘর্ষিক না হয় এবং মানসম্মত বিদেশি ক্রিকেটার পাওয়া যায়।
জানা গেছে, ওই সভায় ১৫ জন অধিনায়ককে ডাকা হয়েছিল। এর মধ্যে ৯ জন সভায় সরাসরি অংশ নিয়েছিলেন। কেউ কেউ জুম মিটিংয়ে বৈঠকে যুক্ত হয়েছিলেন। তবে রকিবুল ইসলাম, তামিম ইকবাল, খালেদ মাহমুদ সুজন সভায় অংশ নেননি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল ফ র ক আহম দ ব প এল র
এছাড়াও পড়ুন:
বিএনপির রাজনীতির মূললক্ষ্য জনগণ ও দেশ: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন অনেকেই সংস্কারের কথা বলছেন। কিন্তু একমাত্র বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আড়াই বছর আগে দেশ পুনর্গঠনের কথা বলেছে, ৩১ দফা ঘোষণা করেছে। বিএনপির রাজনীতির মূললক্ষ্য জনগণ ও দেশ। তাই ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষেই সম্ভব। জনগণের ভোটে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে পুনর্গঠন করা হবে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।
তারেক রহমান বলেন, জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না। বিএনপিই একমাত্র দল যেটি নিজ দলের দোষী নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
তিনি বলেন, বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই বিএনপির বিরুদ্ধে কারো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বিএনপি অন্যায়ের সঙ্গে আপস করে না।
বিএইচ