জীববিজ্ঞান ২য় পত্র: অধ্যায় ৫—বহুনির্বাচনি প্রশ্ন: এসএসসি পরীক্ষা-২০২৫
Published: 17th, February 2025 GMT
অধ্যায় ৫
৪০. অক্সিহিমোগ্লোবিনের সংকেত কোনটি?
ক. Hb4O2 খ. 4HbO2
গ. H4bO ঘ. 4Hb2O2
৪১. লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ কত?
ক. ২৭% খ. ৩০%
গ. ৩৩% ঘ. ৩৭%
৪২. মানবদেহের বেশির ভাগ CO2 কোনটির মাধ্যমে বাহিত হয়?
ক. শ্বেত রক্তকণিকা খ. অণুচক্রিকা
গ. রক্তরস ঘ. লোহিত রক্তকণিকা
৪৩. কোনটি আমাদের রক্তের বাফার উপাদানের অংশ হিসেবে অম্ল-ক্ষারের সাম্যাবস্থা বজায় রাখতে সাহায্য করে?
ক.
গ. ইউরোবিলিন ঘ. হিমোগ্লোবিন
৪৪. কোন শ্বাসরঞ্জকটি প্রধানত অস্থিপেশিতে পাওয়া যায়?
ক. হিমোগ্লোবিন খ. মায়োগ্লোবিন
গ. হেপারিন ঘ. বিলিরুবিন
৪৫. মানব দুই চোখের মধ্যবর্তী সাইনাসের নাম কী?
ক. ম্যাক্সিলারি খ. ফ্রন্টাল
গ. স্ফেনয়েড ঘ. এথময়েড
৪৬. কোন সাইনাসের প্রদাহের কারণে গালে, দাঁতে ও মাথায় ব্যথা হয়?
ক. ফ্রন্টাল খ. ম্যাক্সিলারি
গ. এথময়ডাল ঘ. স্ফেনয়েডাল
৪৭. ওটিটিস মিডিয়া রোগের সংক্রমণ কোথায় ঘটে?
ক. ফুসফুসে খ. নাকে
গ. মধ্য কর্ণে ঘ. বৃক্কে
৪৮. আমাদের মুখমণ্ডল ও মস্তিষ্কের ভেতরের বায়ুকুঠুরিকে কী বলে?
ক. অ্যালভিওলি খ. ট্রাকিয়া
গ. সাইনাস ঘ. ব্রঙ্কিওল
৪৯. কোন রোগে অ্যালভিওলাস ফেটে ফুসফুসে ফাঁকা জায়গার সৃষ্টি করে?
ক. ব্রঙ্কাইটিস খ. এমফাইসেমা
গ. প্লুরোসি ঘ. নিউমোনিয়া
৫০. ফুসফুসের প্রদাহকে কী বলা হয়?
ক. ওটিটিস মিডিয়া খ. সাইনুসাইটিস
গ. ব্রঙ্কাইটিস ঘ. এমফাইসেমা
৫১. ধূমপায়ী ব্যক্তির ফুসফুসের বর্ণ কীরূপ?
ক. লালচে খ. কালচে
গ. নীলচে ঘ. সাদাটে
সঠিক উত্তর: অধ্যায় ৫: ৪০. খ ৪১. গ ৪২. গ ৪৩. ঘ ৪৪. খ ৪৫. ঘ ৪৬. খ ৪৭. গ ৪৮. গ ৪৯. খ ৫০. ঘ ৫১. ঘ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
আরও পড়ুনহার্ভার্ডে বৃত্তি নিয়ে এমবিএ’র সুযোগ বাংলাদেশিদের ১১ ঘণ্টা আগেআরও পড়ুনএকাদশের শিক্ষার্থীদের বিষয়-গ্রুপ পরিবর্তনের সুযোগ, ফি নির্ধারণ৮ ঘণ্টা আগেউৎস: Prothomalo
কীওয়ার্ড: স ইন স
এছাড়াও পড়ুন:
শেরপুরে এসএসসি পরীক্ষার্থীদের সেবায় ছাত্রদল
শেরপুর জেলা শহরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার বিভিন্ন কেন্দ্রের পরীক্ষার্থীদের মাঝে কলম, পেন্সিল, পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে শেরপুর জেলা ছাত্রদল। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে জেলা শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ অন্যান্য কেন্দ্রে পরীক্ষা শুরুর আগে ছাত্রদল এ কার্যক্রম পরিচালনা করে।
এ সময় সড়কের যান চলাচল স্বাভাবিক রাখা, অভিভাবকদের তীব্র গরম থেকে স্বস্তি দিতে ছায়ায় বসার ব্যবস্থা করে সংগঠনটি। এছাড়াও মোবাইল, ব্যাগ ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র জমা রাখাসহ বিভিন্ন ধরনের সেবা দিয়েছে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ কার্যক্রমে নেতৃত্ব দেন শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ। এ সময় সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক ও শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন, থানা ছাত্রদলের আহ্বায়ক শারদুল ইসলাম মুরাদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক নাট্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিনালসহ জেলা ছাত্রদলের অধীনস্থ শহর, থানা ও কলেজ ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
তিয়ানশির জালে কুমিল্লার শিক্ষার্থীরা, স্বপ্ন দেখিয়ে প্রতারণা
কুয়েটের ৫ হলের তালা ভাঙলেন শিক্ষার্থীরা, ভিসির পদত্যাগের একদফা
এ ব্যাপারে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল বলেন, সারা দেশে গরম পড়ছে। এতে এসএসসি পরীক্ষার্থীরা গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনায় তাদের কিছুটা হলেও প্রশান্তি দেওয়ার জন্য পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। কেন্দ্রের বাইরে অবস্থান নেওয়া অভিভাবকদের বসার ব্যবস্থা, তাদের পানি ও খাবার স্যালাইন দেওয়া হয়।
ঢাকা/তারিকুল/বকুল