অধ্যায় ৫
৪০. অক্সিহিমোগ্লোবিনের সংকেত কোনটি?
ক. Hb4O2 খ. 4HbO2
গ. H4bO ঘ. 4Hb2O2
৪১. লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ কত?
ক. ২৭% খ. ৩০%
গ. ৩৩% ঘ. ৩৭%
৪২. মানবদেহের বেশির ভাগ CO2 কোনটির মাধ্যমে বাহিত হয়?
ক. শ্বেত রক্তকণিকা খ. অণুচক্রিকা
গ. রক্তরস ঘ. লোহিত রক্তকণিকা
৪৩. কোনটি আমাদের রক্তের বাফার উপাদানের অংশ হিসেবে অম্ল-ক্ষারের সাম্যাবস্থা বজায় রাখতে সাহায্য করে?
ক.

বিলিরুবিন খ. হেপারিন
গ. ইউরোবিলিন ঘ. হিমোগ্লোবিন
৪৪. কোন শ্বাসরঞ্জকটি প্রধানত অস্থিপেশিতে পাওয়া যায়?
ক. হিমোগ্লোবিন খ. মায়োগ্লোবিন
গ. হেপারিন ঘ. বিলিরুবিন
৪৫. মানব দুই চোখের মধ্যবর্তী সাইনাসের নাম কী?
ক. ম্যাক্সিলারি খ. ফ্রন্টাল
গ. স্ফেনয়েড ঘ. এথময়েড
৪৬. কোন সাইনাসের প্রদাহের কারণে গালে, দাঁতে ও মাথায় ব্যথা হয়?
ক. ফ্রন্টাল খ. ম্যাক্সিলারি
গ. এথময়ডাল ঘ. স্ফেনয়েডাল
৪৭. ওটিটিস মিডিয়া রোগের সংক্রমণ কোথায় ঘটে?
ক. ফুসফুসে খ. নাকে
গ. মধ্য কর্ণে ঘ. বৃক্কে
৪৮. আমাদের মুখমণ্ডল ও মস্তিষ্কের ভেতরের বায়ুকুঠুরিকে কী বলে?
ক. অ্যালভিওলি খ. ট্রাকিয়া
গ. সাইনাস ঘ. ব্রঙ্কিওল
৪৯. কোন রোগে অ্যালভিওলাস ফেটে ফুসফুসে ফাঁকা জায়গার সৃষ্টি করে?
ক. ব্রঙ্কাইটিস খ. এমফাইসেমা
গ. প্লুরোসি ঘ. নিউমোনিয়া
৫০. ফুসফুসের প্রদাহকে কী বলা হয়?
ক. ওটিটিস মিডিয়া খ. সাইনুসাইটিস
গ. ব্রঙ্কাইটিস ঘ. এমফাইসেমা
৫১. ধূমপায়ী ব্যক্তির ফুসফুসের বর্ণ কীরূপ?
ক. লালচে খ. কালচে
গ. নীলচে ঘ. সাদাটে
সঠিক উত্তর: অধ্যায় ৫: ৪০. খ ৪১. গ ৪২. গ ৪৩. ঘ ৪৪. খ ৪৫. ঘ ৪৬. খ ৪৭. গ ৪৮. গ ৪৯. খ ৫০. ঘ ৫১. ঘ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুনহার্ভার্ডে বৃত্তি নিয়ে এমবিএ’র সুযোগ বাংলাদেশিদের ১১ ঘণ্টা আগেআরও পড়ুনএকাদশের শিক্ষার্থীদের বিষয়-গ্রুপ পরিবর্তনের সুযোগ, ফি নির্ধারণ৮ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ইন স

এছাড়াও পড়ুন:

ইতালির বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

ইতালির পাদোয়া বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুই বছর মেয়াদি স্নাতক এবং তিন বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের অন্য দেশ থেকে শিক্ষার্থীরা এই সুযোগ নিতে পারবেন।

১২২২ সালে প্রতিষ্ঠিত পাদোয়া বিশ্ববিদ্যালয়, যা ইতালির দ্বিতীয় পুরোনো এবং বিশ্বের পঞ্চম প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি সেরা বৈশ্বিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১১৫তম অবস্থানে রয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অন্যতম পছন্দ।

আরও পড়ুননাসায় ইন্টার্নশিপ, হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীদের সুযোগ১৩ ফেব্রুয়ারি ২০২৫

সুযোগ-সুবিধা

* প্রতি শিক্ষাবর্ষে টিউশন ফি মওকুফসহ মোট ৮ হাজার ইউরো

আবেদনের যোগ্যতা

* আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে

* ইতালির নাগরিক নন, এমন প্রার্থী হতে হবে

* ইতালিতে বাস করেন না এমন প্রার্থী

* একাডেমিক ফলাফল ভালো হতে হবে

* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে

প্রয়োজনীয় নথিপত্র

* পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি

* একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট

* বিদেশে উচ্চশিক্ষার বিবরণী

* রেফারেন্স লেটার

* পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)

* অন্যান্য পেপারস (যদি থাকে)

আরও পড়ুনআইইএলটিএস প্রস্তুতি, ইংরেজির স্পষ্ট উচ্চারণের জন্য প্রতিদিন করণীয়১৩ মার্চ ২০২৫

আবেদনের প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে ও স্কলারশিপ বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ৭ এপ্রিল ২০২৫।

আরও পড়ুনহার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম, আইইএলটিএস ছাড়াই আবেদন ১৭ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (২৬ মার্চ ২০২৫)
  • নারীর প্রতি সহানুভূতি, নাকি অনুভূতির রাজনীতি
  • স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা
  • আজ টিভিতে যা দেখবেন (২৫ মার্চ ২০২৫)
  • ডাক জীবন বীমা নয় ক্যাটাগরিতে নেবে ৫৬ জন, আবেদন শেষ কাল
  • সরকারি মেডিকেল কলেজে ২য় দফায় মাইগ্রেশন এবং অপেক্ষমাণ তালিকা প্রকাশ
  • বাংলাদেশ কৃষি ব্যাংকে চাকরি, পদ ২৭, আবেদন করতে পারবেন যাঁরা
  • সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে চাকরি, পদ ১৭
  • ইতালির বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে
  • মুক্তাগাছায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণে হারিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু