বাংলাদেশের ভবিষ্যৎ ও বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, ‘ষড়যন্ত্রকারীরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চান। যাঁরা এই ষড়যন্ত্র করছে, তাঁদের গণতান্ত্রিকভাবে প্রতিহত করতে হবে। আমরা বিএনপি আজ ১৭ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংস্কারের দাবিসহ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। প্রয়োজনে আরও আন্দোলন করে যাব।’

আজ সোমবার বিকেলে চাঁদপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো ও দ্রুত নির্বাচনের রূপরেখা ঘোষণাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে এই জনসভার আয়োজন করে।

আরও পড়ুনবাংলাদেশে আর কোনো দিন নিশিরাতের ভোট হবে না: জহির উদ্দিন স্বপন১ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জনসভায় আবদুল আউয়াল বলেন, ‘সংস্কারের নামে টালবাহানা না করে দ্রুত জাতীয় নির্বাচন দিন। কারণ, দেশকে আর বেশি দিন অগণতান্ত্রিকভাবে রাখা যাবে না।’ তিনি বলেন, ‘সংস্কার আমরাও চাই। আমরাও চাই দেশের উন্নয়ন, দেশের অর্থনীতির প্রবৃদ্ধি। তবে সংস্কার একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। একদিনে সংস্কার করলে কিছু হয় না। কারণ, দেশের প্রতিটি নতুন প্রজন্ম তার আগের প্রজন্ম থেকে বেশি শিক্ষিত ও অভিজ্ঞতা পূর্ণ।’

চাঁদপুরে বিএনপির জনসভায় অংশগ্রহণকারীরা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ষড়যন ত র ব এনপ

এছাড়াও পড়ুন:

সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আজ বৃহস্পতিবার এ মামলা হয়। মামলায় শেখ হাসিনা ছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি রাব্বি আলমসহ ৭২ জনকে আসামি করা হয়েছে।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। সম্প্রতি ‘জয় বাংলা ব্রিগেড’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের ভার্চ্যুয়াল মিটিংয়ে শেখ হাসিনাসহ অন্যরা সরকার উৎখাতের ষড়যন্ত্র করেন।

ওমর ফারুক ফারুকী আরও বলেন, বিষয়টি জানার পর সিআইডির একজন কর্মকর্তা বাদী হয়ে আদালতে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে মামলা করেছেন। মামলাটি সিআইডিকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

এদিকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি বলেছে, গত বছরের ১৯ ডিসেম্বর অনলাইন মিটিংয়ে জয় বাংলা ব্রিগেড গঠন করে শেখ হাসিনাকে ফের প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আসামিরা। ওই মিটিংয়ে ৫৭৭ জন অংশ নেন।

সিআইডি বলেছে, নেতা-কর্মীদের কথোপকথনের ভয়েস রেকর্ড পর্যালোচনায় জয় বাংলা ব্রিগেড নামক প্ল্যাটফর্মে দেশ–বিদেশ থেকে অংশগ্রহণকারীরা বৈধ সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে দেবে না বলে আলোচনা করেন। তাঁরা বর্তমান সরকারকে উৎখাত করার জন্য গৃহযুদ্ধের ঘোষণা দেন, যেখানে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধের সুস্পষ্ট উপাদান রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • গৃহযুদ্ধের ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
  • সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা