‘এবারের ইলেকশন একেবারে ফেয়ার হবে’
Published: 17th, February 2025 GMT
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “আমাদের সমাজ ব্যবস্থায় শিক্ষকদের সম্মান দিতে হবে। আমাদের অনেক রাজনৈতিক নেতৃত্ব আছেন, যারা অনেক সময় শিক্ষকদের তেমন সম্মান দিতে চান না।”
তিনি বলেন, “শিক্ষকরা যখন নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তখন রাজনৈতিক ব্যক্তিরা তাদের পেছনে ছোটেন বিশেষ সুবিধার জন্য। এবারের ইলেকশন একেবারে ফেয়ার হবে। কেউ বিশেষ সুবিধা পাবে না।”
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরো পড়ুন:
খাদ্যশষ্য চোরাচালান রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ খাদ্য উপদেষ্টার
গাজীপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা
অপারেশন ডেভিল হান্টে আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে হবে। খেলাধুলা চর্চা অব্যাহত থাকলে বদ অভ্যাস দূর হয়ে যাবে।”
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “শিক্ষার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নয়। প্রাইভেট পড়ার প্রচলন কমিয়ে আনতে হবে। এখন মনে হয় পরীক্ষায় ফেইল করা ডিফিকাল্ট (কঠিন)। শিক্ষার এমন সিস্টেম সবাই দেখি পাস। জিপিএ’র অভাব নেই।”
অনুষ্ঠানে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারসহ ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/রতন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
চলন্ত বাসে অস্ত্রসহ তিন ‘ছিনতাইকারী’, অতঃপর...
সাভারে যাত্রীবাহী চলন্ত বাস থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউনে মৌমিতা বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। তারা সবাই ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, গত তিন মাসে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ব্যাংক টাউন থেকে পুলিশ টাউন পর্যন্ত এলাকায় যাত্রীবাহী চলন্ত বাসে ছিনতাই করে আসছে একটি চক্র। দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে স্বর্ণালংকার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র লুট করছে তারা।
এসব ঘটনা প্রতিরোধে ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে ব্যাংক টাউন এলাকায় তল্লাশি চৌকি বসানো হয় বলে জানান এ কর্মকর্তা।
তিনি বলেন, চৌকিতে রাজধানী ঢাকাগামী মৌমিতা পরিবহনে তল্লাশি করার সময় যাত্রীবেশে থাকা তিন ছিনতাইকারীকে সুইচ গিয়ার চাকুসহ আটক করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, আটক তিনজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অতীতের মতো যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা বাসে উঠেছিল।