বন্দরে আবারও ছিনতাইয়ের প্রস্তুতিকালে ২ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা।

আটককৃত ছিনতাইকারীরা হলো বন্দর থানার দেওয়ানবাগ এলাকার মৃত আলী হোসেন মিয়ার ছেলে নাঈম (২২) ও সোনারগাঁ থানার কাঁচপুর এলাকার হারুন মিয়ার ছেলে সোহেল (২৮)।

আটককৃত ২ ছিনতাইকারীকে ৫৪ ধারায় সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত রোববার (১৬ ফেব্রুয়ারী) রাতে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ এলাকা থেকে  এদেরকে আটক করে পুলিশে সোর্পদ করে জনতা।

প্রত্যেক্ষদশিরা জানায়, গত সোমবার রাতে অজ্ঞাত নামা এক ব্যাক্তিকে দেওয়ানবাগ এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা পয়সা হাতিয়ে নেওয়ার সময় ভুক্তভোগী অজ্ঞাত ব্যাক্তি চিৎকার করে।

ওই সময় স্থানীয় জনতা চিৎকার শব্দ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে নাঈম ও সোহেল নামে ২ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোর্পদ করে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

বন্দরে ৯ চোর গ্রেপ্তার ২৬টি ফ্যান উদ্ধার 

বন্দরে চোরাইকৃত বৈদ্যুতিক ফ্যানসহ জুয়েল (২৮) নামে এক চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। গত বুধবার (১৯ ফেব্রুয়ারী) রাতে বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ি ও কবিলেরমোড় এলাকা থেকে চোরাইকৃত বৈদ্যুতিক ফ্যানসহ ওই চোরকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।

আটককৃত চোর জুয়েল নবীগঞ্জ বাগবাড়ি এলাকার মন্টু মিয়ার ছেলে। পরে পুলিশ  আটককৃত চোর জুয়েলের তথ্যমতে রাতে  থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  চোরাইকৃত ২৬টি বৈদ্যুতিক ফ্যান উদ্ধারসহ চোরাই মালামাল রাখার অপরাধে  আরো ৮ জনকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা নবীগঞ্জ কবিলের মোড় এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মাসুদ (৩৪) একই এলাকার আব্দুল মোতালেব মিয়ার ছেলে আল আমিন (২৬) আলী আহম্মেদ মিয়ার ছেলে শাহ আলম (২৫) একই এলাকার ছাদিমুল মিয়ার ছেলে সেলিম মিয়া (২৭) একই এলাকার মৃত আবুল কাশেম মিয়ার ছেলে দেলোয়ার (৫৫) নবীগঞ্জ রসুলবাগ এলাকার কালু মিয়ার ছেলে দুলাল মিয়া (৩২) নূরবাগ এলাকার কাশেম প্রধানের ছেলে আলমগীর (৫৫) ও নবীগঞ্জ বাগবাড়ি এলাকার সুরুজ মিয়ার ছেলে আক্তার মিয়া (৪০)।

শিক্ষা প্রতিষ্ঠানে চুরি ঘটনায় উল্লেখিত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকালে  অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যারা মামলা নং ১৭(২)২৫। পুলিশ আটককৃতদের উল্লেখিত চুরি মামলায় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে আদালতে প্রেরণ করেছে।

এর আগে গত সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাতে যে কোন সময়ে বন্দর থানার নবীগঞ্জস্থ হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এ চুরি ঘটনাটি ঘটে।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) আনুমানিক বিকেল ৪টায় অত্র বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারি আমির হোসেন কালুন মিয়া বিদ্যালয়ের পুরাতন ভবনের ৩য় ও ৪র্থ তলায় পরিস্কার করতে গেলে তখন ৩য় ও ৪র্থ তলায় মোট ৬টি কক্ষের ৩২টি বৈদ্যুতিক পাখা, ওয়ারিং এর তার ও দুইটি সিসি ক্যামেরা ও সিসি টিভি ক্যাবল দেখতে না পেয়ে বিষয়টি তাৎক্ষণিক ভাবে প্রধান শিক্ষককে অবগত করে। পরে সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষকমন্ডলীদের নিয়ে সরেজমিনে ঘটনাস্থল  পরিপরিদর্শন করে এ ব্যাপারে বন্দর থানায় অজ্ঞাত আসামী করে একটি চুরি মামলা দায়ের করেন।

সম্পর্কিত নিবন্ধ

  • বন্দরে ৯ চোর গ্রেপ্তার ২৬টি ফ্যান উদ্ধার