বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে নারীসহ ৮ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত রোববার (১৬ ফেব্রয়ারী) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর থানার মদনগঞ্জ লক্ষারচর এলাকার সাইফুদ্দিন মিয়ার ছেলে মনির হোসেন (৫৫) কুচিয়ামুড়া এলাকার মৃত ইমান আলী মিয়ার ছেলে সিরাজ (৪৫) মদনপুর ছোটবাগ এলাকার ইসলাম উদ্দিন মিয়ার ছেলে ফাহিম (২১) কুচিয়ামোড়া এলাকার সাহাবুদ্দিন মিয়ার ছেলে শাহজালাল (২২)    ও মেয়ে শাহানাজ বেগম (২৮) মদনগঞ্জ পিএম রোড এলাকার মৃত ফালান মিয়ার ছেলে মনিরুজ্জামান স্বপন (৪০) গকুল দাসেরবাগ এলাকার মুল্লুক চাঁন মিয়ার ছেলে আলী নূর (৪৫) ও লাঙ্গলবন্ধ কামতাল এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে রাব্বি (২২)। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ এল ক র

এছাড়াও পড়ুন:

বন্দরে ফেরি করে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ১

বন্দরে ফেরি করে মাদক বিক্রি করার সময় ২৫০ গ্রাম গাঁজাসহ রাজিব (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রাজিব ঢাকা জেলার বংশাল থানার ১৪৭ নং আগা সাদেক রোড এলাকার আল ইসলাম মিয়ার ছেলে।

বর্তমানে সে বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকার সবুর মিয়ার বাড়িতে বসবাস করে আসছে। গাঁজা উদ্ধারের ঘটনায় মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৫(৪)২৫।

ধৃত মাদক কারবারিকে মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।  এর আগে গত সোমবার (১৪ এপ্রিল) রাতে বন্দর থানার কয়লা ঘাটস্থ জনৈক সিরাজ উদ্দিনের দোকানের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রাজিব দীর্ঘ দিন ধরে মদনগঞ্জ কয়লাঘাট, বেঁধেপট্রি এলাকায় অবাধে গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
 

সম্পর্কিত নিবন্ধ

  • বন্দরে ফেরি করে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ১