রাজধানীর দয়াগঞ্জ মোড়ে যাত্রীবাহী বাসে ওঠার সময় এক যাত্রীর মুঠোফোন ছিনিয়ে পালানোর চেষ্টা করছিলেন এক ছিনতাইকারী। বিষয়টি চোখে পড়তেই তাঁকে ধাওয়া করেন পুলিশের এক সার্জেন্ট। একপর্যায়ে তিনি ছিনতাইকারীকে ধরতে সক্ষম হন। এরপর তাঁর কাছ থেকে মুঠোফোনটি উদ্ধার করে যাত্রীকে ফিরিয়ে দেওয়া হয়।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। পুলিশের এই সার্জেন্টের নাম মো.

আল–মামুন। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-ওয়ারী বিভাগে কর্মরত। ছিনতাইকারীর নাম কালাম (৪২)।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান জানান, প্রতিদিনের মতো আজ সকালে ওয়ারী ট্রাফিক জোনের দয়াগঞ্জ মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট মো. আল মামুন। সকাল সাড়ে ১০টার দিকে মালঞ্চ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দয়াগঞ্জ থেকে রাজধানী মার্কেটের দিকে যাচ্ছিল। ওই বাসে ওঠার সময় যাত্রী খন্দকার আশরাফুলের প্যান্টের পকেট থেকে মুঠোফোন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে এক ছিনতাইকারী। ঘটনাটি দায়িত্বরত সার্জেন্ট মো. আল মামুনের দৃষ্টিগোচর হয়। তখন তিনি ধাওয়া করে ছিনতাইকারীকে আটক করেন।

পরে বিষয়টি গেন্ডারিয়া থানাকে জানালে সেই থানার টহল দল দ্রুত ঘটনাস্থলে আসে। এরপর কালামের কাছ থেকে উদ্ধার করা মুঠোফোনটি মালিকের কাছে হস্তান্তর করা হয়। ছিনতাইকারী কালামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কুয়েতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

মধ্যপ্রাচ্যের এ দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ও বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণে দিবসটি পালিত হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্যদিয়ে শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আনুষ্ঠানিক কার্যক্রম।

এরপর দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এ সময় তার সঙ্গে যোগ দেন দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও বাংলাদেশি কমিউনিটির নেতারা।

এরপর দূতাবাসের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয় সভা। সভায় রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সভাপতিত্বে এবং কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের পরিচালনায় ভাষা দিবস উপলক্ষে দেওয়া প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করে শুনান মিনিস্টার শ্রম আবুল হোসেন ও ভিসা-পাসপোর্ট বিভাগের কাউন্সেলর ইকবাল আকতার।

অনুষ্ঠানে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থান নিয়ে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

ঢাকা/হাসান/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • বিয়ের বাড়িতে গান বাজানোর জেরে বাসর ঘর ভাঙচুর
  • কেবল ক্রিকেট বাণিজ্যেই ভারত-পাকিস্তান লড়াই!
  • শেরপুরে মাইক্রোবাস চাপায় নিহত ২
  • ইংলিশের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রেকর্ড গড়া জয়
  • ইংলিস-ঝড়ে ৪ ঘণ্টাও টিকল না ইংলিশদের রেকর্ড
  • ‘বড় ভাই আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি...’
  • ৫ হত্যার ১৫ বছর পর একই স্থানে ৩ জনকে গুলি করে হত্যা 
  • আদালতের ভেতরে ঢুকে গ্যাংস্টারকে গুলি করে হত্যা
  • আশির দশকের বিয়ে ‘তেলাই থেকে ঘুরানি’
  • কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত