প্রস্তুতি ম্যাচে ৩৮.২ ওভারে অলআউট বাংলাদেশ
Published: 17th, February 2025 GMT
চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ। লম্বা একটা সময় এই সংস্করণে ম্যাচ না খেলার ঘাটতি কাটানোর সুযোগ। দুবাইয়ে পাকিস্তান শাহিনসের বিপক্ষে সেই প্রস্তুতি ম্যাচে পুরো ৫০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ। নাজমুল হোসেনের দল ৩৮.২ ওভারে অলআউট হয়েছে ২০২ রানে।
এই প্রস্তুতি ম্যাচে চাইলে স্কোয়াডের সবাই ব্যাট ও বল করতে পারবেন, এমন ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় বলে ৬ রান করে বোল্ড হয়ে হয়ে যান ওপেনার তানজিদ হাসান। আরেক ওপেনার সৌম্য সরকার ৩৮ বলে ৩৫ রান করে হন রানআউট।
বাংলাদেশের পরের ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে পারেননি। ফিফটি করতে পারেননি কেউ। চার নম্বরে নেমে ৫৩ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন মেহেদী হাসান মিরাজ। তিনে নামা অধিনায়ক নাজমুল ২১ বলে ১২ রান করেন।
সর্বোচ্চ ৪৪ রান করেছেন মেহেদী হাসান মিরাজ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ন কর
এছাড়াও পড়ুন:
মানিকগঞ্জে কার্টনে ভরা মরদেহ উদ্ধার
মানিকগঞ্জ সদর উপজেলায় কার্টন বাক্সে ভরা অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুটাইল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য চিত্ত রঞ্জন সরকার বলেন, “স্থানীয় বাসিন্দারা সকালে আমাকে জানালে আমি গ্রাম পুলিশ পাঠিয়ে কার্টন বাক্সটাকে বাঁশ ঝাড় থেকে তুলে রাস্তার পাশে রাখতে বলি। তখন কার্টন থেকে দুর্গন্ধ এবং রক্ত বের হচ্ছিল। পরে পুলিশে খবর দিলে দুপুরে তারা (পুলিশ) এসে কার্টন খুলে মাঝ বয়সী এক নারীর লাশ উদ্ধার করে।”
গ্রাম পুলিশ মো. হোসেন আলী বলেন, “মেম্বার আমাকে ফোন দিয়ে জানালে আমি ঘটনাস্থলে পৌঁছে বাঁশ ঝাড় থেকে কার্টনটি তুলে রাস্তায় রাখি। পরে পুলিশ এসে কার্টন খুলে ক্ষতবিক্ষত অবস্থায় এক নারীর লাশ দেখতে পায়।”
এই ঘটনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি এস এম আমান উল্লাহ বলেন, “পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকায় কার্টনে আবদ্ধ বস্তু দেখতে পায় গ্রামবাসী। এরপর পুলিশে খবর দিলে বেলা দুই টার দিকে এই কার্টনবন্দী লাশটি উদ্ধার করা হয়। সিআইডির ক্রাইম সিন ইউনিট পরিচয় শনাক্তে কাজ করছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/চন্দন/এস